কিভাবে একটি ইউটিউব চ্যানেলের সুন্দর নাম নির্বাচন করবেন? || Youtube Channel Name Generator Bangla.

'টেক রবিন' ওয়েবসাইটে আপনাকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। 'ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়' ধারাবাহিকটির আজকের পর্বটি হচ্ছে 'ইউটিউব চ্যানেল নাম' (Youtube Channel Names) নিয়ে।
পর্বটি থেকে আমরা যা যা জানবো, তা হলোঃ-

ক. ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর নাম এর গুরুত্ব।
খ. ইউটিউব চ্যানেলের জন্য নাম বাছাই করতে যেসকল বিষয় খেয়াল রাখা জরুরি।
গ. ইউটিউবে কিভাবে ইউনিক নাম খুজতে হয়।
ঘ. ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব চ্যানেলের জন্য ইউনিক নাম যেভাবে জেনারেট    করবেন।
ঙ. জনপ্রিয় কিছু টপিক এবং টপিক রিলেটেড নামের আইডিয়া।

youtube channel names, a youtube channel name, ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়, ইউটিউব চ্যানেলের সুন্দর নাম, ইউটিউব চ্যানেল নাম, youtube channel name generator, a youtube channel name ideas, create a youtube channel name, suggest a youtube channel name, a good youtube channel name, create a youtube channel name generator, make a youtube channel name, find a youtube channel name, ইউটিউব চ্যানেল এর নাম, ভালো ইউটিউব চ্যানেল এর নাম, ইউটিউব চ্যানেলের জন্য নাম, ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর নাম, ইউটিউব চ্যানেল নাম পরিবর্তন, বাংলা ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের ভালো নাম, ইউটিউব চ্যানেলের মজার নাম, ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর নাম সুন্দর ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব ইউনিক নাম
কিভাবে একটি ইউটিউব চ্যানেলের সুন্দর নাম নির্বাচন করবেন? || Youtube Channel Name Generator Bangla.

ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর নাম এর গুরুত্বঃ

আপনার হয়তো মনে হতে পারে ইউটিউব চ্যানেলের নাম (a youtube channel name) এ আর এমন কি! একটা দিলেইতো হয়। ব্যাপারটা আসলে এমন নয়। কারন আপনার চ্যানেলটি বড় করতে এমনকি ইউটিউব ক্যারিয়ারে চ্যানেল নামটা অনেক গুরুত্ব বহন করবে। তাছাড়া ইউটিউব চ্যানেল এর নাম দিয়েই সবার নিকট আপনি পরিচিত হবেন।

তাই আপনাকে চ্যানেল তৈরি করার পূর্বেই একটি ভালো ইউটিউব চ্যানেল এর নাম বাছাই করতে হবে। ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর নাম বাছাই না করলে পরবর্তীতে আপনাকে সমস্যায় পড়তে হবে। আপনি চাইলে পরবর্তীতে চ্যানেলের নামটি পরিবর্তন করতে পারবেন তবে আপনার ভিউয়ার্সদের চ্যানেলটি খুজে পেতে বেগ পেতে হবে।

তাই চ্যানেল তৈরি করার পূর্বেই ইউটিউব চ্যানেলের ভালো নাম খুজে পেতে দরকার হয় কয়েকদিন সময় ব্যায় করুন। ইউটিউব চ্যানেলের জন্য নাম বাছাই করতে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যা আজকের এই পোষ্টে আমি আলোচনা করবো।

সেগুলো অনুসরণ করুন এবং কিছু জনপ্রিয় টপিক রিলেটেড নামের তালিকা দিবো সেখান থেকে ধারনা নিয়ে ৮-১০ টি নাম বাছাই করে কাগজে অথবা ফোনের নোটবুকে লিখে রাখুন। এবং সেখান থেকে ইউনিক একটি নাম বাছাই করুন। আর কিভাবে ইউনিক নাম খুজবেন আমি তাও দেখিয়ে দিব।

ইউটিউব চ্যানেলের জন্য নাম বাছাই করতে যেসকল বিষয় খেয়াল রাখা জরুরি।

০১. টপিক রিলেটেড নামঃ

ইউটিউব থেকে টাকা আয় শুরু করতে সবার প্রথম আপনাকে যে জিনিসটি ঠিক করতে হবে তা হলো আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাবেন। আপনার ভিডিওর টপিকটি অবশ্যই আপনার সামর্থ ও ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। আপনার চ্যানেলটির নাম আপনার ভিডিওর বিষয় বা টপিকের সাথে মিল রাখতে হবে।

যাতে সাধারণ ব্যবহারকারিরা চ্যানেলের নাম শুনেই ধারনা পায় যে আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও থাকতে পারে। যেমনঃ প্রযুক্তি বিষয়ক চ্যানেলের নামের সাথে Funny বা বিনোদনমূলক চ্যনেলের নামের মিল থাকার কথা না। আবার, সংবাদ বা News বিষয়ক চ্যানেলের নামের সাথে স্ট্রেট ফুড রিভিউ চ্যানেলের নাম মিল থাকবেনা।

চ্যানেলের নামের মধ্যে যাতে চ্যানেলের ভিডিও নিশ বা টপিক ফুটিয়ে তুলা যায়। চ্যানেলের নামের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখা জরুরি আর তা হলো আপনার সকল ভিউয়ার্সদের বোধগম্য হয় এমন ভাষায় চ্যানেল নাম দেওয়া।

ধরুন আপনার চ্যানেলের ভিডিওগুলোতে বিদেশী ভিউয়ার্স বেশি থাকতে পারে তাহলে চ্যানেলের নামটি অবশ্যই ইংরেজিতে দিতে হবে। আর আপনার টার্গেট যদি হয় শুধু বাংলাদেশী ভিউয়ার্স, তাহলে চ্যানেলের নামটি ইংরেজি কিংবা বাংলাতে দিতে পারেন।

০২. মনে রাখা সহজ এমন নামঃ

আপনার ইউটিউব চ্যানেলটির নাম এমন রাখবেন যাতে তা মানুষের মনে রাখা সহজ হয়। বা সবার মুখে মুখে থাকে এমন নাম। আর মানুষের মুখে মুখে যে নামটি থাকে তা কিন্তু সহজেই জনপ্রিয় হয়। তাই নতুন চ্যানেলের নাম সিলেক্ট করতে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।

০৩. সহজ বানানঃ

আপনার চ্যানেলের নামটির বানান অবশ্যই সহজ হতে হবে। কারন, আপনি যদি আপনার চ্যানেলের নামে এমন কোনো শব্দের ব্যবহার করেন যে শব্দটির সাথে সাধারণ ব্যবহারকারীরা তেমন পরিচিত না অথবা সেই শব্দটির বানান কিছুটা জটিল তাহলে তার বাজে প্রভাব আপনার চ্যানেলের উপর পড়বে।

আরো প​ড়ুনঃ
➤ মোবাইল দিয়ে ইউটিউব থেকে আয়ের জন্য ১৫ টি সহজ ভিডিও টপিক আইডিয়া।
➤  ইউটিউব কমিউনিটি গাইডলাইন ও ইউটিউব কপিরাইট নিয়ম ২০২০

০৪. আকর্ষণীয় ও ছোট নামঃ

আপনার ইউটিউব চ্যানেলটির নাম অবশ্যই আকর্ষণীয় ও ছোট রাখার চেষ্টা করুন। অর্থাৎ এমন নাম বাছাই করুন যে নামটি অপেক্ষাকৃত ছোট এবং নামের মধ্যে আকর্ষণ কাজ করে। আর ছোট নাম রাখলে তা মানুষের মনে রাখাও সহজ।

কিন্তু বড় নাম সাধারণত মানুষের মনে থাকার কথা না বিশেষ করে চ্যানেলটা যদি নতুন হয়। অনলাইনে যতো বড় বড় কম্পানি আছে আপনি খেয়াল করলে দেখবেন তাদের নামগুলো ছোট ছোট হয়। তাই আমি আপনাকে পরামর্শ দিবো ১ টি কিংবা ২ টি সহজ শব্দের মধ্যেই চ্যানেল এর নাম সীমাবদ্ধ রাখার জন্য।

০৫. ইউটিউব ইউনিক নামঃ

ইউটিউব চ্যানেলটির নাম বাছাই করতে সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নামটি ইউনিক কিনা তা দেখা। অর্থাৎ আপনার পছন্দের নামটি দিয়ে বড় কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি একাউন্ট কিংবা ডোমেইন নেম আছে কিনা তা দেখে নেওয়া।

কারন অনেকেই ইউটিউব মার্কেটিং কে প্রথমে গুরুত্বের সাথে না নিয়ে যাত্রা শুরু করে কিন্তু পরবর্তীতে দেখা যায় চ্যানেলটি অনেক জনপ্রিয় হয় এবং অনেক ভাল আর্নিং আসতে শুরু করে। আপনার চ্যানেলটির জন্য এমন কোনো নাম বাছাই করবেন না যে নামে একাধিক কিংবা বড় কোনো ইউটিউব চ্যানেল পূর্ব থেকেই রয়েছে।

ধরুন, আপনি যে নামে চ্যানেলটি তৈরি করতে যাচ্ছেন সেই একই নামে লক্ষাধীক সাবস্ক্রাইবারের বড় কোনো চ্যানেল রয়েছে। তাহলে আপনার নতুন চ্যানেলের ভিডিও র‍্যাংক করানো কিংবা ভিউ পাওয়া অনেক কষ্টসাধ্যের ব্যাপার হয়ে দারাবে।

আর কেউ যখন আপনার চ্যানেলটির নাম লিখে সার্চ করবে তখন ইউটিউব অবশ্যই ওই বড় চ্যানেলটিই সামনে নিয়ে আসবে আপনারটা ছোট চ্যানেলটি নয়।

youtube channel names, a youtube channel name, ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়, ইউটিউব চ্যানেলের সুন্দর নাম, ইউটিউব চ্যানেল নাম, youtube channel name generator, a youtube channel name ideas, create a youtube channel name, suggest a youtube channel name, a good youtube channel name, create a youtube channel name generator, make a youtube channel name, find a youtube channel name, ইউটিউব চ্যানেল এর নাম, ভালো ইউটিউব চ্যানেল এর নাম, ইউটিউব চ্যানেলের জন্য নাম, ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর নাম, ইউটিউব চ্যানেল নাম পরিবর্তন, বাংলা ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের ভালো নাম, ইউটিউব চ্যানেলের মজার নাম, ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর নাম সুন্দর ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব ইউনিক নাম
কিভাবে একটি ইউটিউব চ্যানেলের সুন্দর নাম নির্বাচন করবেন? || Youtube Channel Name Generator Bangla.


ইউটিউবে কিভাবে ইউনিক চ্যানেল নাম খুজবেন?

আপনার বাছাইকৃত নামগুলো ইউনিক কিনা তা খুজতে ইউটিউবে গিয়ে সার্চ বারে একটি একটি করে চ্যানেল নাম সার্চ করুন। এবং সার্চ ফিলটার থেকে Type অপশনে 'All' পরিবর্তন করে 'Channel' বাছাই করে 'Apply' করে দিন। তাহলে আপনার সার্চ করা নামে আরো কোনো চ্যানেল আছে কিনা তা দেখাবে।

ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব চ্যানেল নাম যেভাবে জেনারেট করবেন?

নিচে কয়েকটি ইউটিউব চ্যানেল নেম জেনারেটর (Youtube Channel Name Generator) ওয়েবসাইটের লিংক দিচ্ছি, যে সাইটগুলোতে প্রবেশ করে আপনার চ্যানেলের টপিক রিলেটেড একটি শব্দ দিয়ে সার্চ করে অসংখ্য চ্যানেল নেম জেনারেট করতে পারবেন। সেখান থেকে আপনার পছন্দমতো ইউনিক নামটি বেছে নিন।

জনপ্রিয় কিছু টপিক এবং টপিক রিলেটেড নামের আইডিয়া।

নিচে কিছু জনপ্রিয় টপিক ও টপিল রিলেটেড বেশ কিছু চ্যানেলের নামের তালিকা (Youtube Channel Name Ideas) দিয়ে দিলাম। সেখান থেকে ধারনা নিয়ে আপনি আপনার চ্যানেলের ভাল নাম নির্বাচন করতে পারবেন। তবে অবশ্যই একটি ইউনিক নাম খুজে নিবেন। (Find A Youtube Channel Name)

প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেলের নাম সমূহঃ

01. Technology Update.
02. Technical Update.
03. Tech Bangla Pro.
04. Tech Robin.
05. Technical Solution.
06. Projukti Bangla. (প্রযুক্তি বাংলা)
07. Technology Bangla Ltd.
08. Technology Times BD.
09. Tech To The Point.
10. Techno Robin.
11. Unique Tech.
12. Tech Bongo
13. Tech Master.
14. Technical Expert.
15. Technology School

রান্নার রেসিপি বা কোকিং চ্যানেলের নাম সমূহঃ

01. Robin's Kitchen.
02. Unique Recipe.
03. Robin Cocking House.
04. Ranna Ghor. (রান্না ঘর)
05. Food Bari. (ফুড বাড়ি)
06. Robin's Recipe.
07. Robin's Coocking World.
08. Coocking With Robin.
09. Robin's Coocking Village.
10. Special Ranna.
11. Bangalir Ranna.
12. Amar Rannaghor (আমার রান্নাঘর)
13. Food Fusion.
14. Spice Eats.
15. BD Coocking Recipe.
16. Coocking Studio By Robin.
17. Adhunik Ranna (আধুনিক রান্না)
18. Bongo Kitchen.
19. Easy Recipe By Robin.
20. Robin's Coocking Style.

বিনোদনমূলক ইউটিউব চ্যানেলের নাম সমূহঃ

01. The Fantasy Squad.
02. Bangla Comedy.
03. Funny Media.
04. Prank King Media.
05. Unlimited Fun.
06. Funbuzz Tv.
07. Mojar Tv.
08. Comedy Fry King.
09. The AddaBuzz Ltd.

ইসলামিক ইউটিউব চ্যানেলের নাম সমূহঃ

01.The believer Bangla.
02. Ummah Network
03. Islamic Tv.
04. Alor Poth (আলোর পথ)
05. Dawah.
06. Voice Of Media.
07. Sotter Bani. (সত্যের বাণী)
08. Unity Tv.
07. Islamer Rasta. (ইসলামের রাস্তা)
08. Islamic Life.
09. Islamic Lecture.
10. Sotter Sondhan. (সত্যের সন্ধান)
11. The Light Of Islam.
12. Diner Bani. (দ্বীনের বাণী)
13. Tawhidi Media.
14. Holy Talk Tv.
15. Ahoban. (আহবান)

পরিশেষেঃ ইউটিউব থেকে অনেক টাকা আয় করা সম্ভব। তাই ইউটিউবকে অনেকেই পেশা হিসাবে বেছে নিয়েছে। আপনিও যদি ইউটিউব থেকে টাকা আয় করতে চান তাহলে কঠোর পরিশ্রম, ধৈর্যের বিকল্প নেই আর তার সাথে দরকার ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে কোয়ালিটি সম্পন্ন ভিডিও নির্মান করে যাওয়া।
ধন্যবাদ।

3 Comments

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports