About Us

টেক রবিন সম্পর্কেঃ

টেক রবিন পরিচিতিঃ
"টেক রবিন" হচ্ছে একটি ব্লগ ওয়েবসাইট যেখানে এর স্বত্বাধিকারী মুহাম্মদ রবিন মোবাইল সম্পর্কে তার বিভিন্ন অভিজ্ঞতা নিয়মিত বাংলায় লিখে থাকেন। ২০২০ সাল থেকে যাত্রা শুরু করা ব্লগ ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য প্রযুক্তির জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেয়া। আপনি যদি প্রযুক্তি প্রেমী হয়ে থাকেন তবে অবশ্যই 'টেক রবিন ২৪' ওয়েবসাইটটিতে নিয়মিত চোখ রাখবেন। যার মাধ্যমে নানাভাবে উপকৃত হবেন।

এখানে আপনি যা যা পাবেনঃ
এন্ড্রয়েড এপস পর্যালোচনা, এন্ড্রয়েড ফোন পর্যালোচনা, এন্ড্রয়েড পরামর্শ ও কৌশল, জাভা মোবাইল পরামর্শ, এন্ড্রয়েড টিউটোরিয়াল, ফেসবুক পরামর্শ, মোবাইল দিয়ে ইউটিউব উপার্জন, প্রযুক্তির খবর, মোবাইলে উপর্জন, আইফোনের পরামর্শ, ইত্যাদি। এবং ব্যক্তি পত্রিকার (Blogger) পরামর্শ, কৌশল, টিউটোরিয়াল।

ধন্যবাদ।