জিপ ফাইলের পরিচয় ও ব্যবহার। মোবাইল দিয়ে জিপ ফাইল আনজিপ করার উপায়।

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা কমবেশি সবাই 'জিপ ফাইল' (Zip File) শব্দটির সাথে পরিচিত। আমাদের প্রয়োজনে অনলাইন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ফাইল ডাউনলোড করতে হয়। সেই ফাইলগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন ফাইলগুলোর নামের শেষে (.) apk, mp3, mp4, png, jpg, jpeg ইত্যাদি এক্সটেনশন থাকে।

জিপ ফাইল কি, জিপ ফাইল তৈরি, জিপ ফাইল ডাউনলোড, জিপ ফাইল আনজিপ করার উপায়, জিপ ফাইলের পাসওয়ার্ড, জিপ ফাইল মানে কি, রার ফাইল কি, রার ফাইলের পাসওয়ার্ড, কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়, কিভাবে জিপ ফাইল আনজিপ করবো, জিপ ফাইল আনজিপ করা, ফাইল জিপ করার নিয়ম, ফাইল জিপ করার উপায়, ফাইল জিপ করা, zip file opener, zip file online, zip file extractor, zip file converter, how to zip files, how to unzip a file, zip file opener free, 7zip online, open 7z, 7z online, zip file without password, zip file to jpg, winzip online free, zip password online, winrar online extract, zip open, winrar online extract, 7z online converter, convert rar zip online, zip recovery online, to zip online, rar zip converter Online
জিপ ফাইলের পরিচয় ও ব্যবহার। মোবাইল দিয়ে জিপ ফাইল আনজিপ করার উপায়।


কিন্তু অনেক সময় আমাদের এক ধরনের ফাইল ডাউনলোড করতে হয় (জিপ ফাইল ডাউনলোড) আর তার শেষে (.) zip এক্সটেনশন থাকে। সে ফাইলটি সাধারণত মোবাইল কিংবা কম্পিউটার থেকে খোলতে নতুন অবস্থায় অনেক হিমশিম খেতে হয়। কারন যদি ফাইলটি খোলতে হয় তাহলে তা জিপ ফাইল থেকে আনজিপ করে নিতে হয় (zip file opener)

আর যারা যানেন যে, কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় তাদের জন্যেও আজকের এই পোষ্টটি অনেক গুরুত্বপূর্ণ। কারন আজকের এই পোষ্টটি থেকে আমরা জানবো, জিপ ফাইল কি? আনজিব ফাইল কি? জিপ ফাইল কেন ব্যবহার করা হয়? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে জিপ ফাইল তৈরি এবং জিপ ফাইল আনজিপ করার পদ্ধতি।
তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিপ ফাইল অর্থ/জিপ ফাইল কি?

জিপ হচ্ছে বিশেষ এক ধরনের ফাইল। যার মধ্যে একটি কিংবা একাধিক ফাইল সংকুচিত করে জমা করে রাখা যায়। এগুলোকে আর্কাইভ ফাইলও বলা হয়ে থাকে। জিপ ফাইল কি চলুন তা একটি উদাহরণের মাধ্যমে সহজভাবে জেনে নেওয়া যাক।

ধরুন, "আপনি মার্কেটে গিয়ে, ১ টি শার্ট, ১ টি পেন্ট, এবং ২ টি টিশার্ট ক্রয় করবেন। এগুলোকে যদি আমরা ফাইল হিসেবে কল্পনা করি তাহলে এখানে মোট ৪ টি ফাইল আছে। আর যদি এগুলো ক্রয় করার পর দোকানদার আপনাকে একটি শপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে সেই ব্যাগটিই হলো জিপ ফাইল। যার ভেতর আপনার ১ টি শার্ট, ১ টি পেন্ট, এবং ২ টি টিশার্ট রয়েছে।"।

ঠিক একই ভাবে আপনি চাইলে অডিও, ভিডিও, ছবি, সফটওয়্যার, টেক্স ইত্যাদি ফাইল জিপ ফাইল এর ভেতর জমা করে রাখতে পারবেন।

জিপ ফাইল কেন ব্যবহার করা হয়?

আমরা আমাদের কম্পিউটার কিংবা মোবাইলের মেমোরির ভেতর ফোলডার বানিয়ে তার ভেতর বিভিন্ন ফাইল সাজিয়ে রাখি। যেমনঃ 'Videos' ফোলডারে ভিডিও, 'My Music' ফোলডারে অডিও গান, 'Picture' ফোলডারে আমাদের ছবিগুলো রেখে দেই। আমরা প্রয়োজনে বিভিন্ন ফাইল ডাউনলোড, সেন্ড কিংবা আপলোড করতে পারলেও, ফোল্ডার কখনো সেন্ড, আপলোড কিংবা ডাউনলোড করতে পারিনা।

প্রয়োজনে সেন্ড করার সময় ফোল্ডারে রাখা ফাইলগুলো একটি একটি করে সেন্ড করতে হবে। আর এতে আপনার অনেক সময় অপচয় হবে। আর যখন আপনি কোনো ফোল্ডারকে জিপ করবেন, সেটি আর ফোল্ডার থাকবে না, ফাইলের মত আচরণ করবে। আপনি চাইলে তা সেন্ড কিংবা আপলোড-ডাউনলোড সবই করতে পারবেন ফাইলের মত। এর ফলে আপনার অনেক সময় সাশ্রয় হবে।

তাছাড়া ফাইলগুলো ভাইরাস আক্রমণ প্রতিরোধ করা, ডাটা ব্যাকআপ রাখা, ফাইলের সাইজ কমানো, ফাইলগুলো সুরক্ষার জন্য, গোপনীয়তা বজায় রাখার জন্য ইত্যাদি কারনে এই ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়। আপনি চাইলে আপনার জিপ ফাইলটি পাসওয়ার্ড দিয়েও লক করে রাখতে পারেন। এতে আপনি ছাড়া আর কেউ জিপ ফাইলের পাসওয়ার্ড ছাড়া ফাইলটি খোলতে পারবে না।

ফাইল জিপ কিংবা আনজিপ করার সফটওয়্যার (Zip File Converter):

কিছু কিছু এন্ড্রয়েড মোবাইলের ডিফল্ট যে ফাইল ম্যানেজার থাকে তা দিয়েই ফাইল জিপ কিংবা আনজিপ করা যায়। জিপ করতে ফাইলগুলো মার্ক করে কমপ্রেস করতে হয় আর আনজিপ করতে জিপ ফাইলটি এক্সট্রাক্ট (zip file extractor) করতে হয়।

আর যাদের ফোনে ফাইল কমপ্রেস (Compress) কিংবা এক্সট্রাক্ট (Extract) করার অপশন নেই তাদের কে অন্য এপসের সাহায্য নিতে হবে। এন্ড্রয়েড ফোন দিয়ে ফাইল জিপ-আনজিপ করার জন্য গুগল প্লেস্টোরে বিভিন্ন এপস রয়েছে। যেমনঃ Cx File Explorer,   RARZip File Reader - Fast Zip & Unzip Files Manager ইত্যাদি।

সব এপসেই ফাইল জিপ-আনজিপ করার পদ্ধতি প্রায় একই। আর যাদের ফোন থেকেই ফাইল Zip/Unzip করা যায় তাদেরও একই পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি আপনার ফোন থেকে জিপ আনজিপ না করা যায় তাহলে উপরের যেকোনো একটি এপস ডাউনলোড করে নিন।

আর কম্পিউটার দিয়ে ফাইল জিপ কিংবা কমপ্রেস / এক্সট্রাক্ট করতে সাধারণত WinZip, WinRAR, 7 Zip, PeaZip ইত্যাদি সফটওয়্যারসমূহ ব্যবহার হয়ে থাকে।

 আরো প​ড়ুনঃ
     ➤    প্রয়োজনীয়​ ফেসবুক টিপস এন্ড ট্রিকস। ও ফেসবুক সেটিংস সমূহ ২০২০। Facebook Settings On Mobile.
     ➤   এন্ড্রোয়েড এর সেরা ৫ টি প্রফেশনাল ভিডিও ইডিটিং অ্যাপ ২০২০।

এন্ড্রয়েড মোবাইলে জিপ ফাইল তৈরিঃ

চলুন শিখে নেই এন্ড্রয়েড মোবাইল দিয়ে ফাইল জিপ করার নিয়ম। আর এর জন্য 'Cx File Explorer' কিংবা আপনার কাংখিত অন্য কোনো এপসটি ওপেন করুন। এবং নিচের চিত্র ও ধাপগুলো অনুসরণ করুন।

জিপ ফাইল কি, জিপ ফাইল তৈরি, জিপ ফাইল ডাউনলোড, জিপ ফাইল আনজিপ করার উপায়, জিপ ফাইলের পাসওয়ার্ড, জিপ ফাইল মানে কি, রার ফাইল কি, রার ফাইলের পাসওয়ার্ড, কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়, কিভাবে জিপ ফাইল আনজিপ করবো, জিপ ফাইল আনজিপ করা, ফাইল জিপ করার নিয়ম, ফাইল জিপ করার উপায়, ফাইল জিপ করা, zip file opener, zip file online, zip file extractor, zip file converter, how to zip files, how to unzip a file, zip file opener free, 7zip online, open 7z, 7z online, zip file without password, zip file to jpg, winzip online free, zip password online, winrar online extract, zip open, winrar online extract, 7z online converter, convert rar zip online, zip recovery online, to zip online, rar zip converter Online
এন্ড্রয়েড মোবাইল দিয়ে ফাইল জিপ করার নিয়ম।


ধাপ-১ঃ আপনি যে ফাইলগুলো জিপ করতে চাচ্ছেন প্রথমে সেই ফাইলগুলো একটি নির্দিষ্ট ফোলডারে রাখুন। এবং ফাইলগুলো মার্ক করে নিচের 'more' অপশনে ক্লিক করুন।

ধাপ-২ঃ জিপ ফাইল তৈরি করার জন্য এবার 'Compress' লেখায় ক্লিক করুন।

জিপ ফাইল কি, জিপ ফাইল তৈরি, জিপ ফাইল ডাউনলোড, জিপ ফাইল আনজিপ করার উপায়, জিপ ফাইলের পাসওয়ার্ড, জিপ ফাইল মানে কি, রার ফাইল কি, রার ফাইলের পাসওয়ার্ড, কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়, কিভাবে জিপ ফাইল আনজিপ করবো, জিপ ফাইল আনজিপ করা, ফাইল জিপ করার নিয়ম, ফাইল জিপ করার উপায়, ফাইল জিপ করা, zip file opener, zip file online, zip file extractor, zip file converter, how to zip files, how to unzip a file, zip file opener free, 7zip online, open 7z, 7z online, zip file without password, zip file to jpg, winzip online free, zip password online, winrar online extract, zip open, winrar online extract, 7z online converter, convert rar zip online, zip recovery online, to zip online, rar zip converter Online
এন্ড্রয়েড মোবাইল দিয়ে ফাইল জিপ করার নিয়ম।

ধাপ-৩ঃ এরপর 'Ok' লেখায় ক্লিক করলেই আপনার ফোলডারের নামে একটি জিপ ফাইল তৈরি হয়ে যাবে।

এন্ড্রয়েড মোবাইল দিয়ে জিপ ফাইল আনজিপ করার উপায়ঃ

ফোন থেকে জিপ ফাইল আনজিপ করতে নিচের চিত্র এবং ধাপগুলো অনুসরণ করুন। (How to unzip a file)


জিপ ফাইল কি, জিপ ফাইল তৈরি, জিপ ফাইল ডাউনলোড, জিপ ফাইল আনজিপ করার উপায়, জিপ ফাইলের পাসওয়ার্ড, জিপ ফাইল মানে কি, রার ফাইল কি, রার ফাইলের পাসওয়ার্ড, কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়, কিভাবে জিপ ফাইল আনজিপ করবো, জিপ ফাইল আনজিপ করা, ফাইল জিপ করার নিয়ম, ফাইল জিপ করার উপায়, ফাইল জিপ করা, zip file opener, zip file online, zip file extractor, zip file converter, how to zip files, how to unzip a file, zip file opener free, 7zip online, open 7z, 7z online, zip file without password, zip file to jpg, winzip online free, zip password online, winrar online extract, zip open, winrar online extract, 7z online converter, convert rar zip online,

এন্ড্রয়েড মোবাইল দিয়ে জিপ ফাইল আনজিপ করার উপায়ঃ


ধাপ-১ঃ আপনি যেই জিপ ফাইলটি আনজিপ করয়ে চাচ্ছেন তার উপর চেপে ধরে নিচের ডান পাশের 'more' অপশনে ক্লিক করুন।

ধাপ-২ঃ এবার "Extract to"তে ক্লিক করুন।

জিপ ফাইল কি, জিপ ফাইল তৈরি, জিপ ফাইল ডাউনলোড, জিপ ফাইল আনজিপ করার উপায়, জিপ ফাইলের পাসওয়ার্ড, জিপ ফাইল মানে কি, রার ফাইল কি, রার ফাইলের পাসওয়ার্ড, কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়, কিভাবে জিপ ফাইল আনজিপ করবো, জিপ ফাইল আনজিপ করা, ফাইল জিপ করার নিয়ম, ফাইল জিপ করার উপায়, ফাইল জিপ করা, zip file opener, zip file online, zip file extractor, zip file converter, how to zip files, how to unzip a file, zip file opener free, 7zip online, open 7z, 7z online, zip file without password, zip file to jpg, winzip online free, zip password online, winrar online extract, zip open, winrar online extract, 7z online converter, convert rar zip online, zip recovery

এন্ড্রয়েড মোবাইল দিয়ে জিপ ফাইল আনজিপ করার উপায়ঃ


ধাপ-৩ঃ সবশেষে "ok" লেখায় ক্লিক করলে জিপ ফাইল আনজিপ হয়ে একটি ফোল্ডার
হয়ে যাবে।
পরিশেষেঃ জিপ ফাইল সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার থাকে অথবা ফাইল জিপ কিংবা আনজিপ করতে যদি কোনো সমস্যার সম্মুখীন হোন তাহলে নিচের কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আর 'টেক রবিন' এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

1 Comments

  1. সুন্দর পোষ্ট।
    তবে আমি নিচের পদ্ধতি ব্যবহার করি।
    জিপ ফাইল কি? জিপ ফাইল আনজিপ করার সহজ নিয়ম

    ReplyDelete
Previous Post Next Post