একটা সময় ছিল যখন যেকোনো ভিডিও ইডিট করতে হলে অবশ্যই কম্পিউটার ব্যাবহার করতে হতো। কিন্তু এখন আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই যেকোনো ভিডিও ইচ্ছেমতো ইডিট করে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে এন্ড্রোয়েড এর সেরা ৫টি ভিডিও ইডিটিং অ্যাপ এর কথা বলব। যা দিয়ে অনেকটা প্রফেশনাল ভাবেই আপনি ইডিট এর কাজ করতে পারবেন।
তো চলুন শুরু করি-
১. Viva Video
প্লেস্টোর এ অ্যাপসটির রেটিং পয়েন্ট ৪.৬, মোট ডাউনলোড করা হয়েছে ১০০ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ৩৯ এমবি।
২. Filmora Go
প্লেস্টোর এ অ্যাপসটির রেটিং পয়েন্ট ৪.৩, মোট ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ৩৪ এমবি।
৩. Adobe Premeire Clip
প্লেস্টোর এ অ্যাপসটির রেটিং পয়েন্ট ৩.৯, মোট ডাউনলোড করা হয়েছে ৫ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ৫৪ এমবি।
৪. Power Director
প্লেস্টোর এ অ্যাপসটির রেটিং পয়েন্ট ৪.৫, মোট ডাউনলোড করা হয়েছে ৫০ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ৪১ এমবি।
৫. Kine Master Pro
প্লেস্টোর এ অ্যাপসটির রেটিং পয়েন্ট ৪.৫, মোট ডাউনলোড করা হয়েছে ৫০ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ৪২ এমবি।
প্রতিটি এপসের নাম লিখে গুগল প্লেস্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনার পছন্দের ভিডিও ইডিটর এপসটি সেখান থেকে ইনস্টল করে নিন।
এন্ড্রোয়েড বাংলা টিউটোরিয়াল, মোবাইল টিপস এন্ড ট্রিকস, অ্যাপস রিভিউ সহ বিভিন্ন প্রয়োজনিয় পোষ্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
ধন্যবাদ।
You can get now get this app : EvoCreo Mod Apk
ReplyDelete