আস্সালামুু আলাইকুম। আমি মুহাম্মদ রবিন, টেক রবিন ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
যারা টিকটকে ভিডিও বানান আজকের পোষ্টটি তাদের জন্য। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার টিকটকের ভিডিও লোকিয়ে রাখবেন। যা আপনি ছাড়া আর কেও দেখতে পারবে না। কিংবা আপনার বন্ধুরা ছাড়া আর কেও দেখতে পারবে না। এতে আপনার ভিডিওতে থাকা Heart বা লাইক কমবে না। আবার ইচ্ছে হলেই ভিডিওটি আগের মতো পাব্লিক করে দিতে পারবেন সহজেই।
তো চলুন শিখে নেইঃ
প্রথমে আপনার টিকটকের প্রফাইলে যান।
যে ভিডিওটি লোকিয়ে রাখতে চাচ্ছেন সেই ভিডিওটি ওপেন করুন।
(...) থ্রি ডট অপশনে ক্লিক করুন।
অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের সারির অপশনগুলো বাম দিকে কিছুটা টানলে 'Visibility' লেখা দেখতে পারবেন। তাতে ক্লিক করুন।
এখানে দুটি অপশন দেখতে পারবেন ১ম টি 'Friends Only' যাতে ক্লিক করলে, যারা আপনার ফ্রেন্ডস শুধু তারাই ভিডিওটি দেখতে পারবে।
আর ২য় অপশন হলো 'Private' যাতে ক্লিক করলে আপনার ভিডিওটি আপনি ছাড়া আর কেও দেখতে পারবেনা।
এখন যদি আপনার ভিডিওটি আগের অবস্থায় নিতে চান তাহলে আগের মতোই ভিডিওটি ওপেন করে (...) থ্রিডট অপশন থেকে 'Visibility' এ ক্লিক করুন। এবং 'Public' লেখায় ক্লিক করে ভিডিওটি পাব্লিক করে দিন।
কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন।
আর টিকটকের বিভিন্ন বাংলা টিউটোরিয়াল সহ মোবাইল টিপস, এন্ড্রয়েড অ্যাপ্স রিভিও পেতে TechRobin24.Blogspot.Com ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।
বিভাগ:
ইন্টারনেট