মাত্র এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কোনো সফটওয়্যার ছাড়াই।
আস্সালামুু আলাইকুম। আমি মুহাম্মদ রবিন, টেক রবিন ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
আমরা সবাই মোবাইল কিংবা ডিএসএলআর এ তুলা ছবির সুন্দর লুক দিতে চাই। আর তার জন্যে ব্যবহার করতে হয় কম্পিউটার কিংবা মোবাইল অ্যাপ।
যা দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা অনেকের কাছেই ঝামেলা আর কষ্টের মনে হয়। কেমন হয় যদি মাত্র কয়েক সেকেন্ডেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড নিজে থেকেই রিমুভ হয়!
মাত্র এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কোনো সফটওয়্যার ছাড়াই। |
》এর জন্য আপনাকে যেকোনো ব্রাউজার থেকে www.remove.bg সাইটটি ভিজিট করতে হবে।
》সাইটটিতে 'Select a photo' লেখাতে ক্লিক করে আপনার কাক্ষিত ছবিটি সিলেক্ট করে 'Done' করে দিন।
'Done' করার কয়েক সেকেন্ড পরেই নিচের দিকে আপিনার সিলেক্ট করা ছবি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া দেখতে পারবেন।
》ছবিটি ডাউনলোড করতে 'Download' এ ক্লিক করুন।
》 ইডিট করতে 'Edit' এ ক্লিক করুন।
》 থেকে 'Color' এ ক্লিক করে আপনি চাইলে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ডে যেকোনো কালার ফটো এড করতে পারবেন।
》 অন্য কোনো ছবি ব্যাকগ্রাউন্ডে এড করতে চাইলে 'Photo' তে ক্লিক করুন।
এখন আপনি চাইলে ওয়েবসাইটে থাকা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ফটো অথবা 'Select a Photo' তে ক্লিক করে আপনার ফোনে থাকা ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
》ছবিটি আপনার ফোনে ডাউনলোড করতে চাইলে 'Ok' করে 'Save' এ তে ক্লিক করে ডাউনলোড করুন।
এন্ড্রোয়েড বাংলা টিউটোরিয়াল, মোবাইল টিপস এন্ড ট্রিকস, বাংলা অ্যাপস রিভিও সহ বিভিন্ন প্রয়োজনিয় পোষ্ট পেতে https://techrobin24.blogspot.com সাইটটি নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।
বিভাগ:
ইন্টারনেট