Imo তে ছবি ও ভিডিও অটো ডাউনলোড বন্ধ করুন।
আমাদের অনেকেরি এই সমস্যার মুখোমুখি হতে হয়, যা হলো ইমুতে যদি কেও কোনো ছবি বা ভিডিও পাঠায় তা নিজে থেকেই গ্যালারিতে ডাউনলোড হয়।
আর এতে করে আপনার ফোনে যায়গা করে নেয় অপ্রয়োজনিয় অনেক ফাইল। যার প্রভাব পরে স্টোরেজ এ।
![]() |
ইমুতে ছবি ও ভিডিও অটো ডাউনলোড কি ভাবে বন্ধ করবেন? |
এটি যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনার ইমুতে চলে যান। এরপর ইমুর নিচের দিকে বাম পাশে থ্রি ডট অপশন পাবেন তাতে ক্লিক করেন। এরপর চলে যান Settings এ।
এবার একটু নিচের দিকে Storage নামে একটি অপশন পাবেন, তাতে ক্লিক করে দেখতে পাবেন Store Photos এবং Store Videos নামে দুটি অপশন। যার বাম পাশে দেখন টিক মার্ক দেওয়া। তা উঠিয়ে দিন।
আপনার কাজ শেষ এখন আর নিজে থেকে কিছু ডাউনলোড হবে না।
0 Comments