আস্সালামুু আলাইকুম। আমি মুহাম্মদ রবিন, টেক রবিন ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের স্মার্ট ফোনে বিভিন্ন কাজে স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন পরে।
আজকে আমি আপনাদের জানাবো কিভাবে অতি সহজের আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারেন।
স্ক্রিন রেকর্ড করতে নটিফেকশন থেকে Record অপশন এ ক্লিক করুন অথবা Mobizen লগোতে ক্লিক করে আসা ৩টি অপশন থেকে ভিডিও কেমেরা আইকন এ ক্লিক করুন। তিন সেকেন্ড পর স্ক্রিন রেকর্ড শুরু হবে।
এন্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করুন খুব সহজেই। How To Record Screen on Any Android. |
কিভাবে ফোনের স্ক্রিন রেকর্ড করবেন?
প্লে স্টোর থেকে Mobizen এ্যাপটি ইনস্টল করে নিন। এবার এ্যাপ ক্লিক করুন। দেখুন আপনার স্ক্রিনে Mobizen এর লগো এবং নটিফিকেশন বারে একটি নটিফিকেশন দেখাচ্ছে।স্ক্রিন রেকর্ড করতে নটিফেকশন থেকে Record অপশন এ ক্লিক করুন অথবা Mobizen লগোতে ক্লিক করে আসা ৩টি অপশন থেকে ভিডিও কেমেরা আইকন এ ক্লিক করুন। তিন সেকেন্ড পর স্ক্রিন রেকর্ড শুরু হবে।