![]() |
Facebook Story তে ফোল ভিডিও আপলোড করার উপায়। মেসেঞ্জার, Lite এপসে My Day তে 20 সেকেন্ডের বেশি সময়ের ভিডিও আপলোড করুন। |
তবে ফেসবুক স্টোরিতে ভিডিও আপলোড করার ক্ষেতে সীমাবদ্ধতা রয়েছে। আর তা হলো আমরা ফেসবুক ষ্টোরিতে যে ভিডিও আপলোড করি তার দৈর্ঘ্য সর্বোচ্চ ২০ সেকেন্ড বা এর কমের হতে হয়।
যদি আমরা এর চেয়ে বড় কোনো ভিডিও সিলেক্ট করে আপলোড করতে যাই তাহলে তা কেটে ভিডিওর ডিউরেশন ২০ সেকেন্ড বা তার কম রেখে তার পর আপলোড করতে হয়। অন্যথায় ভিডিও আপলোড সম্ভব হয়না। তবে ফেসবুক স্টোরিতে ভিডিও আপলোডের কিছু বিকল্প পদ্ধতি রয়েছে।
সেভাবে আপলোড করলে ভিডিওর দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকে না। আমি আজকের এই পোষ্টে আপনাদের জানাতে যাচ্ছি কিভাবে বিকল্প পদ্ধতিতে ফেসবুক লাইট এবং মেসেঞ্জারের স্টোরিতে ফুল ভিডিও আপলোড করতে হয়।
Lite এপ দিয়ে স্টোরিতে ফুল ভিডিও আপলোড করার উপায়ঃ
![]() |
Facebook Story তে ফোল ভিডিও আপলোড করার উপায়। মেসেঞ্জার, Lite এপসে My Day তে 20 সেকেন্ডের বেশি সময়ের ভিডিও আপলোড করুন। |
ধাপ-১ঃ Lite এপের মাধ্যমে ফেসবুক স্টোরিতে ফুল ভিডিও আপলোড করতে চলে যান আপনার ফোনের গ্যালারিতে। সেখান থেকে আপনার কাক্ষিত ভিডিওটি মার্ক করুন।
এরপর শেয়ার অপশনটাতে ক্লিক করুন।
ধাপ-২ঃ এখন শেয়ার করার জন্য আপনাকে বিভিন্ন এপস দেখানো হবে। সেই এপসগুলোর মধ্য থেকে Lite এপের আইকনযুক্ত 'Your Story' লেখায় ক্লিক করেই ফোল ভিডিও আপলোড হওয়া শুরু হবে। আপলোড হওয়া শেষ হলেই দেখতে পাবেন আপনার স্টোরিতে পুরো ভিডিওটি দেখাচ্ছে।
ফেসবুক মেসেঞ্জার স্টোরিতে ফুল ভিডিও আপলোড করার উপায়ঃ
Messenger এপের মাধ্যমে ফেসবুক স্টোরিতে ফুল ভিডিও আপলোড করতে মেসেঞ্জার এপটি ওপেন করুন এবং নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।ধাপ-১ঃ তারপর যেকোনো কাউকে ম্যাসেজ দেওয়ার জন্য তার নামে ক্লিক করুন।
![]() |
Facebook Story তে ফোল ভিডিও আপলোড করার উপায়। মেসেঞ্জার, Lite এপসে My Day তে 20 সেকেন্ডের বেশি সময়ের ভিডিও আপলোড করুন। |
ধাপ-২ঃ কাউকে কোনো ছবি কিংবা ভিডিও পাঠাতে যে গ্যালারি অপশন ব্যবহার করা হয় তাতে ক্লিক করুন।
(আমরা আসলে কোনো ব্যক্তিকে কোনো ভিডিও পাঠাবো না, শুধু My Day তে বড় ভিডিও আপলোড করতে এই পদ্ধতি অবলম্বন করবো।)
ধাপ-৩ঃ এরপর গ্যালারি থেকে আপনার কাংখিত ভিডিওটি সিলেক্ট করে 'Edit' এ ক্লিক করুন।
![]() |
Facebook Story তে ফোল ভিডিও আপলোড করার উপায়। মেসেঞ্জার, Lite এপসে My Day তে 20 সেকেন্ডের বেশি সময়ের ভিডিও আপলোড করুন। |
ধাপ-৪ঃ নিচের দিকে 'Your Story' লেখা দেখবেন, তাতে ক্লিক করুন।
ধাপ-৫ঃ এরপর 'Add' লেখায় ক্লিক করলেই ভিডিওটি আপলোড হওয়া শুরু হবে।
আপলোড হওয়া শেষ হলেই দেখতে পাবেন আপনার স্টোরিতে পুরো ভিডিওটি দেখাচ্ছে।
পরিশেষেঃ ফেসবুক স্টোরিতে বড় ভিডিও আপলোড করতে যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তাহলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ।
1 Comments
hi
ReplyDelete