আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেগেছেন যে, ফেসবুক পেজ থেকে ভিডিও মনিটাইজেশনের মাধ্যমে টাকা আয় করা যায়। এটি অনেকটা ইউটিউব মনিটাইজেশনের মতোই। ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার শর্ত দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তাই ফেসবুকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
ভিডিও আপলোড দিয়ে টাকা উপার্জন ছাড়াও আমরা নানা কারনে ফেসবুক পাতা বা পেজ তৈরি করি। কিন্তু সাধারন উপায়ে পেজ তৈরি করলে উক্ত পেজে লাইক বা ফলোয়ার থাকে শূন্য। নতুন পেইজ থেকে প্রথম দিকে লাইক ও ফলোয়ার পাওয়া অনেক কষ্টের।
আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা শিখতে পারবেন আপনার ফেসবুক প্রফাইলটি কিভাবে পেইজে কনভার্ট করবেন। যার ফলে আপনার প্রফাইলে যতগুলো বন্ধু থাকবে, তৈরি করা পেইজেও ততোগুলা লাইক হয়ে যাবে। আর এতে আপনার প্রফাইলের কোনো প্রকার ক্ষতিও হবেনা।
ধরেন, আপনার আইডিতে ৫ হাজার বন্ধু আছে, তাহলে আপনার তৈরি করা পেইজেও নিজে থেকে ৫ হাজার লাইক চলে আসবে। চলুন আরো বিস্তারিত জানা যাকঃ-
ফেসবুক আইডিকে ফেসবুক পেজে ট্রান্সফার বা কনভার্ট করার সুবিধাসমূহঃ
১ঃ আপনার প্রফাইলে যতগুলো বন্ধু থাকবে, তৈরি করা পেইজে স্বয়ংক্রিয়ভাবে ততোগুলো লাইক হয়ে যাবে।
২ঃ এবং আপনার আইডিতে যতগুলো ফলোয়ার বা বন্ধুত্বের অনুরুধ (Friend Request) ঝুলে আছে তারা সবাই পেইজের ফলোয়ার হয়ে যাবে।
(তবে অনেক সময় আপনার পেইজে, প্রফাইলের ফ্রেন্ড ও ফলোয়ার সংখ্যার চেয়ে সামান্য কমও আসতে পারে। বিশেষ করে যাদের আইডি ডিয়েকটিভ অবস্থায় আছে।)
৩ঃ আপনি চাইলে আপনার প্রফাইলে থাকা সব ছবি (Photo) বা ভিডিও (Video) আপনার পেইজে স্থানান্তর (Transfer) করতে পারবেন।
৪ঃ আপনার প্রফাইল এবং পেইজ দুটিই ব্যবহার করতে পারবেন।
৫ঃ প্রফাইলে অনূর্ধ্ব ৫ হাজার বন্ধু বানাতে পারলেও পেইজের ক্ষেত্রে তা নির্দিষ্ট করা নেই।
৬ঃ প্রফাইলে থাকা 'প্রফাইল ছবি' (Profile Photo) বা কাভার ফটো (Cover Photo) তৈরি করা পেইজে নিজে থেকেই সেট হবে। (যা পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন।)
৭ঃ আপনার ফেসবুক প্রফাইল থেকেই পেইজ পরিচালনা করতে পারবেন।
ফেসবুক আইডিকে ফেসবুক পেজে ট্রান্সফার বা কনভার্ট করার অসুবিধাসমূহঃ
১ঃ আপনার তৈরিকৃত পেইজটি হবে প্রফাইলের তথ্যের উপর। আপনার আইডিতে যে নাম থাকবে আপনার পেজটিও একই নামে তৈরি হবে। যেমন আপনার আইডির নাম যদি 'মুহাম্মদ রবিন' হয়, তাহলে আপনার পেইজটিও 'মুহাম্মদ রবিন' নামেই তৈরি হবে।
ফেসবুক আইডিকে ফেসবুক পেজে ট্রান্সফার বা কনভার্ট করার পূর্বে যা মাথায় রাখতে হবেঃ
১ঃ আপনার প্রফাইলকে পেইজে রুপান্তর করার পূর্বে আপনি চাইলে ফেসবুকের সকল তথ্য ডাউনলোড করে রাখতে পারেন।
২ঃ আপনি মাত্র একবারই প্রফাইল কে পেইজে রুপান্তর করতে পারবেন।
৩ঃ আপনার পেইজটি যেহেতু প্রফাইলে থাকা নামে হবে। সেহেতু আগেই প্রফাইলের নাম পরিবর্তন করে নিতে পারেন। (আপনার প্রফাইলের নাম একবার পরিবর্তন করার ৬০ দিনের মধ্যে আর পরিবর্তন করতে পারবেন না।)
ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজ তৈরি করবেন যেভাবেঃ
ধাপ-১ঃ
মোবাইল দিয়ে করতে চাইলে গুগল ক্রোম (Chrome) ব্রাউজারে আপনার যে ফেসবুক আইডি টি পেইজে রুপান্তর করতে চান ওই আইডি লগিন করে নিন।
ধাপ-২ঃ
ক্রোম ব্রাউজার টি ডেস্কটপ মোড করে নিন। (ডেস্কটপ মোড করতে ক্রোম ব্রাউজারের উপরের ডান পাশে থাকা থ্রি-ডট এ ক্লিক করে 'Desktop Site' এ টিক মার্ক দিয়ে দিন।
ধাপ-৩ঃ
নিচের লিংকটিতে প্রবেশ করে 'Get Started' এ ক্লিক করুন।
ধাপ-৪ঃ
দেখুন একটা অপশন আছে " Choose Who Like My Page" এবার অপশনটিতে ক্লিক করে All Friends সিলেক্ট করুন।
এবার কিছু সময় অপেক্ষা করুন, কারন লাইকগুলো যোগ হতে কিছু সময় নিবে।
ব্যাস তৈরি হয়ে গেলো আপনার স্বাধের ফেসবুক পেইজ।
আপনার প্রোফাইল থেকেই পেইজের অন্যান্য তথ্য যেমনঃ ডেসক্রিপশন (Description), ফোন নাম্বার, ইমেইল, ইউজারনেইম (Username), ওয়েবসাইট এড্রেস, ক্যাটাগরি, লোকেশন, প্রফাইল ছবি ও কভার ছবি সম্পাদনা করতে পারবেন।
সেক্ষেত্রে ফেসবুক এপসের Menu অপশন থেকে Page এ গিয়ে আপনার তৈরিকৃত পেইজ পরিচালনা করতে হবে। অথবা পেইজের Settings থেকে Page Roles এ গিয়ে আপনি চাইলে উক্ত পেইজের জন্য অন্যকে অ্যাডমিন (Admin), ইডিটর (Editor), মডারেটর (Moderator), এডভারটাইজার (Advertiser), কিংবা এনালাইস্ট (Analyst) বানাতে পারবেন। এর মাধ্যমে সেও আপনার পেইজটি পরিচালনা করতে পারবে।
ধন্যবাদ।