আমরা সবাই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Media) ফেসবুক ব্যবহার করি। ফেসবুকের মাধ্যমে আমরা ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারি।
এছাড়াও বিভিন্ন লেখা, ছবি, ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারি এবং অন্যের শেয়ার করা স্টেটাস বা পোষ্টে রিয়াক্ট এবং মন্তব্য প্রদান করতে পারি।
ফেসবুক (Facebook) ছাড়াও আরো বেশ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। যেমনঃ টুইটার (Twitter), ইনিস্টাগ্রাম (Instagram), লিংকডইন (Linkedin), পিন্টারেস্ট (Pinterest) ইত্যাদি।
আমাদের অনেকেই এসকল সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাউন্ট রয়েছে। কিন্তু এসকল সামাজিক যোগাযোগ মাধ্যম বিদেশী ডেভেলপারদের তৈরি।
তবে আজকে আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশের তৈরি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও লাইফস্টাইল (Lifestyle) এপসের সাথে পরিচয় করিয়ে দিব।
এপসটির নাম কথা (Kotha)। কথা এপসটি নামে এবং কাজে আমাদের নিজস্ব সংস্কৃতি ধারন করে।
কথা (Kotha) এপস পরিচিতিঃ
এবছর ১২ই ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে 'কথা' এপসটি যাত্রা শুরু করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কথা এপটির চেয়ারম্যান মাহবুব জামান ও ব্যবস্থাপনা পরিচালক তাশফিন দেলোয়ার।
কি কি আছে কথা এপসে?
বাংলাদেশের জন্য তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম ও লাইফস্টাইল বিষয়ক এপস ‘কথা’। অনলাইনে চ্যাটিং, কেনাকাটা, ডিজিটাল লেনদেন, মোবাইল রিচার্জ, বিনোদনসহ বেশ কয়েকটি সুবিধা রয়েছে এ অ্যাপে।
একই প্ল্যাটফর্মে ব্যবহাকারীরা আরো পাবে খেলাধুলা, গ্রোসারি পণ্য ক্রয়, খাবার অর্ডার, পেমেন্ট, অনলাইনভিত্তিক ব্যবসার সুবিধা, লাইভ ক্রিকেট স্কোর, কোন থিয়েটারে কোন সিনেমা চলছে তা জানা। এছাড়াও ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতোও ব্যবহার করা যাবে অ্যাপটি।
এপসটি ব্যবহারের পাশাপাশি বাংলাদেশে জনপ্রিয় সংগীতশিল্পীদের গানও শুনতে পারবেন। রয়েছে ট্রেন্ডিং মিউজিক ভিডিও ও বাংলা নাটক। 'Feed' অপশনে দেখতে পারবেন কে কি পোষ্ট করেছে। তাতে চাইলে লাইক কিংবা ডিসলাইক ও মন্তব্য (Comment) করতে পারবেন। এবং আপনি নিজেও পোষ্ট করতে পারবেন।
কিভাবে খুলবেন কথা একাউন্ট?
ধাপ-১ঃ
কথা এপসটি প্রথমে আপনার ফোনে ডাউনলোড করে নিন (ডাউনলোড লিংকটি এই পোষ্টের নিচের অংশে পাবেন। অথবা গুগল প্লে-স্টোর থেকে 'Kotha' লিখে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন।)
ধাপ-২ঃ
কথা এপসে একাউন্ট খোলা কিংবা একাউন্টে লগিন করা পদ্ধতিটা প্রায় একই রকম। একাউন্ট খোলতে প্রথমে আপনার দেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বার দিতে হবে।
এরপর আপনার দেওয়া নাম্বারে একটি OTP (One Time Password) বা পিন কোড চলে যাবে।
আপনার দেওয়া নাম্বারের সিম কার্ডটি যদি অন্য ফোনে প্রবেশ করানো থাকে তাহলে OTP বা পিন কোডটি সংগ্রহ করে এপসটিতে দিতে হবে।
আর যদি সিম কার্ডটি আপনি যে ফোনে একাউন্ট খোলবেন সেই ফোনে থাকে তাহলে তা এপসটি নিজে থেকেই নিয়ে নিবে।
ধাপ-৩ঃ
আপনার নাম লিখে টিক চিন্হে ক্লিক দিন।
ধাপ-৪ঃ
এবার চলে যান আপনার প্রফাইলে। এবং সেখান থেকে আপনার প্রফাইল ছবি, লিঙ্গ (Gender), জন্ম তারিখ (Birth Of Date), পেশা, ঠিকানা সম্পাদনা (Edit) করুন।
এছাড়াও আপনি চাইলে আপনার কথা প্রফাইলে ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, টুইটার, লিংকডইন, ইনস্টাগ্রাম প্রফাইল লিংক এড করে নিতে পারবেন।
প্লেস্টোরে কথা (Kotha) এপসঃ
কথা (Kotha) এপসটি প্লেস্টোর থেকে ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি সংখকবার ডাউনলোড করা হয়েছে, রেটিং পয়েন্ট ৪.১ এবং সাইজ মাত্র ৩১ এমবি।
আর আইফোন ব্যবহারকারীরাও কথা এপসটি ব্যবহার করতে পারবে।
পরিশেষেঃ
যেখানে আমরা অহরহ বিদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি সেখানে আমাদের দেশীয় ডেভেলপারদের তৈরি মাধ্যমটি কেনো নয়!
আমাদের বাংলাদেশীদের দৈনন্দিন ভার্চুয়াল জীবনের চাহিদার কথা চিন্তা করেই এপসটি তৈরি করা হয়েছে। এপসটি একদিন দেশ ছেড়ে বিদেশেও জনপ্রিয়তা অর্জন করবে, দরকার শুধু আমার এবং আপনার সমর্থন।
কথা এপসে আমার প্রফাইল, চাইলে অনুশরন করতে পারেন।
ধন্যবাদ।