এন্ড্রয়েডের হোম, ব্যাক ও রিসেন্ট বাটন সমস্যার সমাধান ১ মিনিটেই। Android Navigation Bar.


আপনার ফোনের ব্যাক, রিসেন্ট, এবং হোম বাটন যদি কাজ না করে, অথবা যদি এসব বাটনের যেকোনো একটি কাজ না করে তাহলে ফোনটি ব্যবহার করতে আপনাকে অনেক অসুবিধায় পরতে হয়। তাই আজকে আমি আপনাদেরকে শিখাবো যদি আপনাদের ফোনের এসকল বাটন কাজ না করে তাহলে তা কিভাবে ঠিক করবেন। এর জন্য আপনাকে একটি এপস ব্যবহার করতে হবে।

এপসটি নাম Simple Control Navigation Bar। এপসটির সাইজ মাত্র ৪.৫ এমবি। এপসটি গুগল প্লে স্টোর থেকে ১০ মিলিয়নবার ডাউনলোড করা হয়েছে এবং এর রেটিং পয়েন্ট ৪.১। Simple Control Navigation Bar এপসটি কোথায় পাবেন তা পোষ্টটির নিচে দেওয়া আছে।

android home button, android home button not working, android home button app, android back, home, recent button not working, android back button app, home back recent button apk.

এপসটি যেভাবে সেট করবেনঃ

এপসটি ওপেন করুন।
'Go To Set' এ ক্লিক করুন।
এরপর 'Accessibility' গিয়ে 'On' করেদিন।
'Ok' তে ক্লিক করুন।
এবার দেখুন আপনার ফোনের রিসেন্ট, হোম এবং ব্যাক বাটন এসে গেছে। আপনি যখন আপনার ফোনের স্ক্রিনের একেবারে নিচের অংশ উপরের দিকে ঠেলবেন তখন ঐসকল বাটনগুলো দেখতে পাবেন। ২য় বার যখন উপরের দিকে ঠেলবেন তখন তা হাইড হয়ে যাবে।

এপসটিতে অন্যান্য সেটিংসসমূহঃ

Settings:
আপনি চাইলে এপসটিতে প্রবেশ করে Settings এর Click অপশন থেকে আপনার ফোনের Back, Home, Recent বাটন সাজিয়ে নিতে পারবেন।
এবং Long Click অপশন থেকে উক্ত বাটনে লং প্রেস করলে কি একশন ওপেন হবে তা সেট করে নিতে পারেন।
Icon:
আপনি যদি নেভিগেশন ভারের আইকন পরিবর্তন করতে চান তাহলে Icon অপশন থেকে সিলেক্ট করে নিতে পারেন। সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর আইকন দেওয়া আছে।
Active EDGE:
Active EDGE থেকে বাটনগুলোর সাইজ এবং নেভিগেশন বারের অবস্থান পরিবর্তন করতে পারবেন।

Simple Control Navigation Bar  এপসটি গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন