ইমু এপস দিয়ে যেকোনো লোকাল নাম্বারে ফ্রিতে কথা বলুন।

ইমু এপস দিয়ে যেকোনো লোকাল নাম্বারে ফ্রিতে কথা বলুন।

আমারা সবাই ইমু (Imo) কিংবা ইমু বেটা (Imo Beta) এপসের মাধ্যে একে অন্যের সাথে অডিও/ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে থাকি। সাধারনত ফোন থেকে নাম্বার ডায়াল করে যোগাযোগ করার থেকে ইমু এপসের মাধ্যমে যোগাযোগ করা অনেক সাশ্রয়ি।

তবে এ ক্ষেত্রে একটি প্রধান শর্ত হচ্ছে, আপনার এবং আপনি যার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক তার মোবাইলে ইমু এপসটি ইন্সটল থাকতে হবে এবং একই সাথে ফোনের ডেটা কানেকশন থাকতে হবে, অন্যথায় যোগাযোগ সম্ভব নয়।

imo, imo beta, Imo apk, imo for pc, imo app, imo app download, imo account, imo 2020, imo beta 2020, imo free call, imo out.

ইমু আউট কল (Imo Out Call):

তবে সাম্প্রতিক ইমুতে একটি নতুন ফিচার এড করা হয়েছে আর তা হলো ইমু আউট (Imo Out)। ইমু আউটের মধ্যে আপনাকে টাকার বিনিময়ে ক্রেডিট ক্রয় করতে হবে। এবং উক্ত ক্রেডিট দিয়ে বিশ্বের যেকোনো দেশের লোকাল নাম্বারে কল করতে পারবেন।

ক্রেডিট ক্রয় করতে ডেভিট/ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। তবে আপনি চাইলেই ইমুতে নির্দিষ্ট কিছু টাস্ক কমপ্লেট করে ফ্রিতেই ক্রেডিট নিতে পারেন।

কিভাবে ফ্রিতে ক্রেডিট নিবেন?

প্রথমত আপনার এপসটি আপডেট দেওয়া না থাকলে আপডেট করে নিন।

১ঃ ইমু এপসের ভেতরে 'Explore' অপশন থেকে 'Imo Out' এ প্রবেশ করুন।

২ঃ 'Imo Out Credits' এর নিচে আপনার একাউন্টে কতো ক্রেডিট আছে তা দেখাবে। সেখানে ক্লিক করুন।

৩ঃ 'Task Center' এ ক্লিক করে প্রবেশ করলে সেখানে কিছু টাস্ক বা, কাজ দেখাবে। যেমনঃ এপস ডাউনলোড করা, বন্ধুদের ইনভাইট করা, এডস দেখা। সেগুলো কমপ্লেট করে আপনি ফ্রিতেই ক্রেডিট নিতে পারেন।

ক্রেডিট দিয়ে যেভাবে লোকাল নাম্বারে কল করবেনঃ

'Imo Out' এ প্রবেশ করলেই আপনার ফোন সেভ থাকা নাম্বারসমূহ দেখাবে আপনি চাইলে সেখান থেকে কিংবা কি প্যাড থেকে নাম্বার ডায়াল করে নির্দিষ্ট ক্রেডিটের বিনিময়ে কথা বলতে পারবেন।

ইমু (Imo) ও ইমু বেটার (Imo Beta) মধ্যে পার্থক্য?

ইমু (Imo) হচ্ছে মূল এপস। আর ইমু বেটা (Imo Beta) এপসগুলো সাধারণত পরীক্ষামূলকভাবে ছাড়া হয়।  ইমুর আগে ইমু বেটা আপডেট করা হয়। সুযোগ সুবিধার দিক দিয়ে Imo Beta অন্যতম।

গুগল প্লেস্টোরে ইমু এপস (Imo Apps):

গুগল প্লেস্টোরে ইমু (Imo) এপসটির রেটিং পয়েন্ট ৪.৩। এ পর্যন্ত ৫০০ মিলিয়নেরও বেশি সংখ্যকবার এপসটি ডাউনলোড করা হয়েছে।

গুগল প্লেস্টোরে ইমু বেটা এপস (Imo Beta Apps):

গুগল প্লেস্টোরে ইমু বেটা (Imo Beta) এপসটির রেটিং পয়েন্ট ৪.৩। এ পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি সংখ্যকবার এপসটি ডাউনলোড করা হয়েছে।


এতোক্ষন 'টেক রবিন'এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post