আস্সালামুু আলাইকুম। আমি মুহাম্মদ রবিন, টেক রবিন ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
আজকের পোষ্টে আমি আপনাদেরকে ২০২০ সালের সেরা ৫টি ফটো ইডিটিং অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব।
৫টি অ্যাপস এর কাজই ভিন্নভিন্ন। যেগুলো দিয়ে আপনার ছবি ইডিট করে দিতে পারেন আরো চমৎকার লুক। নিত্য নতুনভাবে সাজিয়ে ছাড়তে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তো চলুন শুরুকরি:
১. Air Brush rush.
প্লেস্টোর এ অ্যাপটির রেটিং পয়েন্ট ৪.৮, মোট ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়ন+ বার। অ্যাপটির সাইজ ৪৪ এমবি।
২. Lens Distortions.
প্লেস্টোর এ অ্যাপটি মোট ডাউনলোড করা হয়েছে ১ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ৯৫ এমবি।
৩. Adobe Lightroom CC.
প্লেস্টোর এ অ্যাপটির রেটিং পয়েন্ট ৪.৩, মোট ডাউনলোড করা হয়েছে ৫০ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ৫৮ এমবি।
অবশই পড়ুন:
৪. Snap Seed.
প্লেস্টোর এ অ্যাপটির রেটিং পয়েন্ট ৪.৫, মোট ডাউনলোড করা হয়েছে ১০০ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ২২ এমবি।
৫. Picsart.
প্লেস্টোর এ অ্যাপটির রেটিং পয়েন্ট ৪.৫, মোট ডাউনলোড করা হয়েছে ৫০০ মিলিয়ন বার। অ্যাপটির সাইজ ৪১ এমবি।
গুগল প্লেস্টোর এ প্রতিটি এপসের নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। সেখান থেকে ইনস্টল করে ব্যবহার শুরু করে দিন।
ফ্রি এন্ড্রোয়েড মোবাইল টিপস, আন্ড্রোয়েড বাংলা টিউটোরিয়াল, ফ্রি নেট টিপস সহ সকল টিপস এন্ড ট্রিকস পেতে টেক রবিন ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।
0 Comments