আস্সালামুু আলাইকুম। আমি মুহাম্মদ রবিন, টেক রবিন ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
গুগল প্লে-ষ্টোরে অনেক অভিধানের (ডিকশনারি) মধ্যে আজকে আমি আপনাদের ২০১৯ সালের সেরা ডিকশনারির সাথে পরিচয় করিয়ে দিব। এই ডিকশনারির মাধ্যমে বিশেষ করে ছাত্র-ছাত্রিরা বেশি উপকৃত হবেন। অ্যাপটির নাম Bangla Dictionary, গুগল প্লে-ষ্টোরে অ্যাপটির সাইজ ২০ এমবি, রেটিং পয়েন্ট ৪.৬, মোট ডাউনলোড করা হয়েছে ৫ মিলিয়ন বার।
চলুন দেখে নেই অ্যাপটির ফিচারসমূহঃ-
》অ্যাপটির মাধ্যমে বাংলা থেকে ইংরেজি আবার ইংরেজি থেকে বাংলা শব্দের অর্থ জানতে পারবেন। এর জন্য আপনাকে কোনো সেটিং করার প্রয়োজন নেই।
》বাংলা কিংবা ইংরেজি যেকোনো শব্দের উচ্চারন জানতে শব্দটি লিখে 'Pronounce' এ ক্লিক করুন, শব্দটির উচ্চারন বলে দিবে।
》মাইক্রোফোন বাটনে ক্লিক করে মুখে বলেও যেকোনো শব্দের অর্থ সহজেই জেনে নিতে পারেন।
》শব্দগুলোর সমার্থক শব্দ, বিপরিত শব্দ সহ বিভিন্ন তথ্য পাবেন অ্যাপসটির মাধ্যমে।
》গেম খেলার মাধ্যমে বিভিন্ন শব্দ আয়ত্য করতে পারবেন।
》আপনার প্রয়োজনীয় শব্দসমূহ 'Favorite' অপশনে সেভ করে রাখতে পারবেন।
》সার্চকৃত শব্দগুলো 'History' অপশনে দেখতে পারবেন।
》 পাশের [OCR] লেখা অপশন এর মাধ্যমে আপনার ফোনে থাকা ছবি বা কেমেরার তুলা ছবিতে থাকা টেক্স স্কেন করে অর্থগুলো জেনে নিতে পারেন সহজেই।
এ ছাড়াও অ্যাপসটির রয়েছে আরো বিভিন্ন সুবিধা।
English Bangla Dictionary অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করুন এখনি।
ধন্যবাদ।