আস্সালামুু আলাইকুম। আমি মুহাম্মদ রবিন, টেক রবিন ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
বেশিরভাগ সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আকামা চেক করার নিয়ম (Iqama Date Expiry Check) জানেন না। আর এর জন্য অনেকেই আকামার মেয়াদ নিয়ে চিন্তায় থাকেন যে, আপনার আকামার মেয়াদ আর কত দিন বাকি আছে বা মেয়াদ কবে শেষ হবে।
তাই আকামা ছেক (Iqama Date Check) করতে ঘুড়ে বেড়াতে হয় অন্যের দারপ্রান্তে। আমি নিজেও একজন সৌদি আরব প্রবাসী, আশে পাশের পরিচিত অনেকেই আমার কাছে আসে চেক করিয়ে নিতে।
অনেকেই দেখি ফেসবুকে বিভিন্ন গ্রুপে গিয়ে আকামার ছবি কিংবা আকামার নাম্বার, জন্মতারিখ, ইত্যাদি তথ্য শেয়ার করে পোষ্ট করে এবং আকামা তারিখ চেক করে দিতে অন্যকে অনুরোধ করে। এভাবে আকামা চেকিং নিরাপদ না।
নিজের আকামার তথ্য যেখানে সেখানে শেয়ার করলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে আপনার আকামা ডেট চেক ইন (Iqama Check Expiry Date) করে নিতে পারবেন।
সৌদি আরবের আকামা ডেট চেক করার নিয়ম। || আকামা চেকিং ২০২০। |
এর আগে আমি একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, সৌদি প্রবাসীরা কিভাবে তাদের ইকামার মেয়াদ চেক করবে। কিন্তু বর্তমানে সেই পদ্ধতিতে ইকামার মেয়াদ চেক করতে আবছার একাউন্ট প্রয়োজন হয়। তাই পুরোনো পদ্ধতিতে এখন আর কেউ সৌদির আকামা চেক করতে পারছেন না।
আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আবছার একাউন্ট ছাড়া অতি সহজেই যেকারো আকামার ডেট চেক (Iqama Check Saudi) করতে পারবেন। আকামা চেক করার নতুন নিয়ম'টি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেই করতে পারবেন। আর তার জন্য প্রয়োজন পরবে আকামা নাম্বার এবং জন্ম তারিখ।
কিভাবে আকামা চেক করতে হয় তা নিচে চিত্রের সাহায্যে খুব সুন্দর করে দেখিয়ে এবং তা বুঝিয়ে দিব । আর তার জন্য আপনাকে কোনো আকামা চেক করার সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়বেনা।চলুন আর অপেক্ষা না করে সৌদি আরব আকামা চেক করার সহজ নিয়মটি এখনি শিখে নেই।
আকামা চেক করার নিয়ম (Iqama Date Expiry Check):
ধাপ-১ঃ আকামা যাচাই করতে প্রথমে আপনার ফোনের যেকোনো ব্রাউজার থেকে https://www.mol.gov.sa/IndividualUser/BasicInfo.aspx ওয়েবসাইটে ভিজিট করুন।
পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করতে নিচের চিত্র এবং বর্ননাগুলো অনুসরণ করুন।
সৌদি আরবের আকামা ডেট চেক করার নিয়ম। Iqama Date Expiry Check. |
ধাপ-২ঃ উক্ত ওয়েব সাইটটির ভাষা আরবিতে থাকবে। আরবি ভাষা থেকে ইংরেজি ভাষাতে পরিবর্তন করতে পেইজটির সবার উপরের বাম পাশের অপশনটিতে ক্লিক করুন। (উপরের চিত্রটি লক্ষ করুন।)
ধাপ-৩ঃ এরপর 'English' লেখায় ক্লিক করে পুরো পেইজটি ইংরেজিতে পরিবর্তন করে নিন।
ধাপ-৪ঃ আপনার আকামার তথ্যগুলো দিন।
ক. সবার উপরের "ID/IQAMA/Border Number" লেখা ঘরে আপনি যে ইকামার ডেট চেক করতে চাচ্ছেন সেই ইকামার নাম্বার দিন।
খ. ২য় বক্সটিতে ক্লিক করে জন্ম তারিখ দিন। আপনি চাইলে হিজরিতে আপনার জন্ম তারিখ দিন অথবা ইংরেজি সাল(খ্রিষ্টাব্দ) করতে "Date Of Birth" লেখা ঘরে ক্লিক করুন এবং "Hijri" থেকে 'Gregorian' এ সিলেক্ট করে আপনার ইংরেজি জন্ম সাল, মাস আর তারিখ বাছাই করে দিন।
গ. এবার 'VERIFICATION CODE' লেখা ঘরে ঘরটির উপরে থাকা ইমেজে দেওয়া সংখ্যাগুলো বসিয়ে 'Next' এ ক্লিক করুন।
সব কিছু ঠিক থাকলে পরবর্তি পেইজে ইকামার বিভিন্ন তথ্য দেখাবে। যেখানে নিচের দিকে 'Iqama Expiration Date' লেখার নিচে ইকামার এক্সপায়ার ডেট দেখাবে। (নিচের চিত্রের মতো)
সৌদি আরবের আকামা ডেট চেক করার নিয়ম।| আকামা চেকিং ২০২০। |
পরিশেষেঃ আকামা চেক 2020 করতে যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হোন তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এন্ড্রোয়েড মোবাইলের বিভিন্ন টিউটোরিয়াল, টিপস ও ট্রিকস, অ্যাপস ও গেমস রিভিউ পেতে "টেক রবিন" ওয়েবসাইটের সাথেই থাকুন।
ধন্যবাদ।
বিভাগ:
প্রবাস জীবন
আমি ছুটিতে এসে আর সৌদি আরব যাই নাই ৩ বছর ৭ মাস হলো,এখন আমি সৌদি আরব যেতে পারবো?
উত্তরমুছুনদুঃখিত ভাই, এ বিষয়ে সঠিক তথ্যটি আমি জানিনা।
মুছুন2509022956
উত্তরমুছুন