এক অ্যাপসেই বাংলা -ইংরেজি অনুবাদসহ কুরআন, সাহরি-ইফতার, নামাজের সূচি, ক্বাবা কম্পাস সহ অনেক কিছু।


আস্সালামুু আলাইকুম। আমি মুহাম্মদ রবিন, টেক রবিন ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।

আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব, যা দিয়ে আপনি কুরআন পড়া সহ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় এই অ্যাপটি (বা এরকম অন্য কোনো অ্যাপ) প্রতিটি মুসলমানের ফোনে থাকা উচিত।

অ্যাপটির নাম কুরআন মাজিদ বাংলা | Al Quran Bangla। অ্যাপটি প্লে-স্টোরের সাইজ মাত্র ৯ এমবি, মোট ডাউনলোড করা হয়েছে ৫ লক্ষ বার এবং রেটিং পয়েন্ট ৪.৮। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপটির ফিচারসমূহঃ-


আল কুরআন, আল কুরআন অডিও, আল কুরআন বাংলা, আল কুরআন বাংলা অর্থসহ, আল কুরআন সহজ বাংলা অনুবাদ, আল কুরআন বঙ্গানুবাদ, কুরআন তেলাওয়াত, কুরআন,  কুরআন বাংলা, কুরআন আয়াত, কুরআন বাংলা অনুবাদ, কুরআন তেলওয়াত, কুরআন শরিফ, কুরআন শরীফ বাংলা, কুরআন শরীফ তেলাওয়াত, quran bangla, quran bangladesh, quran bangla anubad, al quran bangla, islamic app, al quran bangla anubad, islamic software, android islamic software.

সাহরি-ইফতার ও নামাজের সময়সূচিঃ

এই অ্যাপসটির মাধ্যমে সাহরি, ইফতার, নামাজের সময়সূচি, সূর্যদয় এবং সূর্যাস্তের সময়সূচি জানতে পারবেন। এর জন্য আপিনাকে নামাজের সময়সূচির উপর থেকে আপনার শহর বা এলাকা সিলেক্ট করে নিতে হবে।

আল-কুরআনঃ

আপনি চাইলে এই অ্যাপটির মাধ্যমে আরবিতে কুরআন পরার পাশা-পাশি বাংলা কিংবা ইংরেজিতে অনুবাদ পড়তে পারবেন। যেকোন সূরা উপরে থাকা প্লে বাটনে ক্লিক করলে অ্যপটি নিজে থেকেই পড়া শুরু করবে।
আপনি চাইলে সেটিং থেকে স্ক্রিন সাইজ, ফ্রন্ট, লেখার সাইজ পরিবর্তন সহ পছন্দের কারি নির্বাচন করে নিতে পারেন।

নামাজের সময়সূচিঃ

এই অ্যাপটির আরেকটি সুবিধা হচ্ছে আপনি প্রতিদিনের নামাজের সময়সূচি দেখতে পাবেন।

সাহরি-ইফতারের সময়সূচিঃ

রমযানের প্রতিদিনের সাহরি-ইফতার সহ প্রতিদিনের সূর্যদয় ও সূর্যাস্তোর সময় পাবেন এই অ্যাপসেই।


ক্যালেন্ডারঃ

ক্যালেন্ডার থেকে আপনি ইংরেজি ও হিজরি তারিখ, সাল এবং বারের নাম জানতে পারবেন।

ক্বিবলা ক্যাম্পাসঃ

আপনি চাইলেই ক্যাম্পাসের মাধ্যমে ক্বিবলার দিক নির্নয় করে নিতে পারেন। এবং আপনার অবস্থান থেকে কিবলার দূরত্ব কতটুকু তা জানতে পারবেন।

কুরআন মাজিদ বাংলা | Al Quran Bangla অ্যাপটি প্লে-স্টোর থেকে খোঁজে ইনস্টল করে নিন এখনি।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন