মোবাইলে স্টাইলিশ বাংলা, ইংরেজি ফন্ট ব্যবহার করার নিয়ম। Bangla Stylish Font Download For Picsart & PixelLab Apps.

ইংলিশ ও বাংলা ফন্ট এন্ড্রয়েড ফোনে ব্যাবহারের মাধমে আমরা আমাদের ছবিতে ইংলিশ ও বাংলা লেখার স্টাইল যোগ করতে পারি। যার ফলে আমাদের ছবিগুলো হবে আরো সুন্দর ও আকর্ষণীয়।

আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে ইংলিশ স্টাইলিস ফন্ট (English Stylish Font) ও বাংলা স্টাইলিস ফন্ট (Bangla Stylish font)'এর কদর অবশ্যই বুঝবেন। কারন ইউটিউব চ্যানেলের ভিডিওতে বেশি ভিউ পেতে ভিডিও থাম্বনেইল (Video Thumbnail) অনেক গুরুত্বপূর্ণ।

আর এই থাম্বনেইল আরো আকর্ষণীয় করে তুলা যায় স্টাইলিস বাংলা ফন্ট (Stylish Bangla Font) ও ইংলিশ ফন্ট (English Font) ব্যবহারের মাধ্যমে।


বাংলা স্টাইলিস ফন্ট, বাংলা লেখার স্টাইল, বাংলা ফ্রন্ট এন্ড্রয়েড, ইংরেজি ফ্রন্ট, বাংলা ডট ফ্রন্ট, bangla font sutonnymj, rajon shoily font, bangla font sutonnymj, rajon shoily font, bangla font converter, bangla stylish font, picsart stylish font, bangla font download, bijoy 52 font, solaimanlipi font download for windows 7


ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণীয় থাম্বনেইল ও ব্লগ ওয়েবসাইটের জন্য ফিচার ফটো (Feature Photo) তৈরি করা ছাড়াও বিভিন্ন প্রয়োজনে স্টাইলিশ ফন্টের ব্যবহার হরে থাকে।

ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা আমাদের ছবি শেয়ার করে থাকি। আর আমরা আমাদের এই ছবিতে বিভিন্ন স্টাইলিশ ফন্ট ব্যবহারের মাধ্যমে নিজেদের আরো আলাদা ভাবে উপস্থাপন করতে পারবো।

আজকে আমারা শিখবো এন্ড্রয়েডের জনপ্রিয় দুটি ফটো ইডিটিং এপস Picsart PixelLab দিয়ে কিভাবে বিভিন্ন লেখার স্টাইল ব্যবহার করে ছবি এডিট করা যায়।


আর এর জন্য আমাদেরকে নিচের তিনটি কাজ সম্পন্ন করতে হবে।

০১ঃ স্টাইলিশ ফন্ট ডাউনলোড করা।

০২ঃ ডাউনলোড করা ফাইল জিপ ফাইল থেকে আনজিপ করা।

০৩ঃ Picsart ও PixelLab এপসে ফন্টগুলো সেট করা।

বাংলা ফন্ট সেট করার পদ্ধতি আর ইংলিশ ফন্ট সেট করার পদ্ধতি একই। নিচে কয়েকটি বাংলা ফন্ট ডাওনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট লিংক এবং কিভাবে তা ডাওনলোড করতে হয় তা শেয়ার করছি

নিচের যেকোনো ওয়েবসাইট থেকে আপনার পছন্দের বাংলা ফন্টগুলো ফ্রিতেই ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন।

০১. লিপি ঘর (Lipi Ghor)

লিপিঘর সাইটটিতে ৩৫ টিরও বেশি স্টাইলিশ বাংলা ফন্ট রয়েছে। যা আপনি ডাউনলোড করে সহজেই ব্যবহার করতে পারবেন। সাইটটিতে প্রবেশ করার পর "ফ্রি ফন্ট" অপশনটিতে প্রবেশ করুন।

যেখানে ৩৫+ স্টাইলিশ বাংলা ফন্টের তালিকা দেখতে পারবেন। আপনার পছন্দের ফন্টটি বাছাই করে ডাউনলোড লেখায় ক্লিক করুন। আপনাকে একটি পেইজে নিয়ে যাওয়া হবে, যেখানে উক্ত ফন্টের বিবরণ দেওয়া থাকবে। সেখান থেকে 'ডাউনলোড' এ ক্লিক করুন।

এবার আপনাকে একটি সতর্কীকরন দেখানো হবে এবং নিচে ডাউনলোড লেখা থাকবে, যাতে ক্লিক করলে ফন্টটি আপনার ফোনে ডাউনলোড হবে।

অর্থাৎ আপনাকে পরপর তিনটি পেজেই ডাউনলোড লেখায় ক্লিক করতে হবে।

০২. বাংলা ফন্ট লাইব্রেরি (Bangla Font Library)

বাংলা ফন্ট লাইব্রেরি ওয়েবসাইটে মোট ৪৪ ধরনের বাংলা ফন্টের সংগ্রহ রয়েছে। সাইটটিতে প্রবেশ করা মাত্রই সেগুলো আপনার চোখে পড়বে। সেখান থেকে আপনার পছন্দের ফন্টটিতে ক্লিক করুন। এরপর ফন্টটি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করুন।

০৩. অক্ষর ৫২ (Okkhor 52)

এই তালিকার শীর্ষে থাকা লিপিঘর এর নির্মাতাগণের প্রয়াসে তৈরী হয়েছে অক্ষর ৫২ ডট কম নামের এই ওয়েবসাইটটি। ৬৫+ বাংলা স্টাইলিশ ফন্ট সংগ্রহ রয়েছে এখানে।

সেগুলোর তালিকা সাইটটিতে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে। আপনার পছন্দের ফন্টটি বাছাই করে ডাউনলোড লেখায় ক্লিক করুন। পরবর্তী পেজে আবার ডাউনলোড লেখায় ক্লিক করলেই আপনার ফোনে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে।

আর ইংলিশ ফন্টগুলো এখন থেকে ডাউনলোড করতে পারেন।

জিপ ফাইল আনজিপ করুনঃ

এবার চলে যান আপনার ফোনের ডাউনলোড ফোলডারে, যেখানে আপনার ফন্ট ফাইল ডাউনলোড হয়েছে। আপনার ডাউনলোড করা বাংলা ফন্টগুলো যেহেতু জিপ ফাইল হিসেবে থাকবে তাই ফাইলটি আনজিপ করতে হবে।

জিপ ফাইলটিকে আনজিপ করতে নিচের চিত্র ও ধাপগুলো অনুসরণ করুন।

জিপ ফাইল কি, ফাইল আনজিপ করার নিয়ম, জিপ ফাইল ফাইল আনজিপ করার নিয়ম, ফাইল extract  করার নিয়ম


ধাপ-১ঃ আপনার ফোনের ফাইল ম্যানেজার (File Manager) এ ডাউনলোড হওয়া ফাইলটির উপর চেপে ধরে ডান পাশের অপশনে ক্লিক করুন।

ধাপ-২ঃ এবার "Extract to"তে ক্লিক করুন।

ধাপ-৩ঃ সবশেষে "ok" লেখায় ক্লিক করলে জিপ ফাইল আনজিপ হয়ে একটি ফোল্ডার
হয়ে যাবে।

আর আপনার পছন্দের ফন্টটি থাকবে তৈরিকৃত ফোলডারের ভেতর ttf ফাইল হিসেবে। যেমন আপনার পছন্দের ফন্টটির নাম যদি হয় রাজন শৈলি (Rajon Shoily) তাহলে তৈরিকৃত ফাইলটির নাম হবে Rajon Shoily.ttf।

আর যাদের ফোনের ফাইল ম্যানেজার দিয়ে জিপ ফাইল Extract করার অপশন নেই তারা কষ্ট করে গুগল প্লেস্টোর থেকে ৪.৮ এমবির ES File Manager | File Explorer এপসটি ডাউনলোড করে একই পদ্ধতিতে Extract করে ফ্রন্টের ফাইলটি আনজিপ করে নিবেন।

 আরো প​ড়ুনঃ
     ➤   এন্ড্রয়েড ফোনের সেরা ৫ টি ফটো এডিটিং এ্যাপ্স
     ➤   এন্ড্রোয়েড এর সেরা ৫ টি প্রফেশনাল ভিডিও ইডিটিং অ্যাপ ২০২০।

Picsart এপসে স্টাইলিশ বাংলা ফন্ট সেট করবেন যেভাবেঃ

➥‎ এক্সট্রাক্ট করার পর ফন্টগুলো যে ttf ফাইল তৈরি হয়েছে, সেই ttf ফাইলগুলো মুভ (Move) করে আপনার ফোনের Sd card এ ‎PicsArt ফোলডারের ভেতর Fonts নামে একটি ফোল্ডার রয়েছে, সেখানে রেখে দিন (SD Card→Picsart→Fonts)।

ব্যাস কাজ শেষ, আপনার Picsart এপসে বাংলা ফন্ট সেট হয়ে গেছে।

Picsart এপস দিয়ে স্টাইলিশ বাংলা ফন্ট লিখবেন যেভাবেঃ


বাংলা স্টাইলিস ফন্ট, বাংলা লেখার স্টাইল, বাংলা ফ্রন্ট এন্ড্রয়েড, ইংরেজি ফ্রন্ট, বাংলা ডট ফ্রন্ট, bangla font sutonnymj, rajon shoily font, bangla font sutonnymj, rajon shoily font, bangla font converter, bangla stylish font, picsart stylish font, bangla font download, bijoy 52 font, solaimanlipi font download for windows 7


‎PicsArt দিয়ে কিছু লিখে সেট করার সময় যখন বিভিন্ন ফন্ট সাজেশন দেখায় তখন তার বাম পাশে "︿" এমন একটি চিন্হ দেখতে পাবেন তাতে ক্লিক করে "My Font" নামে অপশনটির মধ্যে আপনার সেট করা ফন্টগুলো দেখতে পাবেন।

স্টাইলিশ ফন্ট লেখতে ‎My font এ গিয়ে আপনার আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করে ব্যবহার করুন।

অর্থাৎ আপনার ফোন মেমোরির Picsart ফোলডারের ভেতর যে Fonts নামের ফোলডারটি রয়েছে, তার ভেতর যেসকল ফন্টের ttf ফাইল রাখবেন, সেসকল ফন্টগুলোই Picsart এর "My Front" অপশনটিতে দেখতে পারবেন এবং তা ব্যবহার করতে পারবেন।

PixelLab এপসে স্টাইলিশ বাংলা ফন্ট সেট করবেন যেভাবেঃ

➥ PixelLab এপসে স্টাইলিশ বাংলা ফন্ট সেট করতে প্রথমে এপসটি ওপেন করুন।

➥ নিচে "A" লেখা যে অপশন আছে তাতে ক্লিক করুন।

➥ এখান থেকে চলে যান "Font" অপশনে।

এর পরের ধাপগুলো সম্পূর্ণ করতে নিচের চিত্র এবং বর্ননাগুলো অনুসরণ করুন।


বাংলা স্টাইলিস ফন্ট, বাংলা লেখার স্টাইল, বাংলা ফ্রন্ট এন্ড্রয়েড, ইংরেজি ফ্রন্ট, বাংলা ডট ফ্রন্ট, bangla font sutonnymj, rajon shoily font, bangla font sutonnymj, rajon shoily font, bangla font converter, bangla stylish font, picsart stylish font, bangla font download, bijoy 52 font, solaimanlipi font download for windows 7


➥ "Fonts" থেকে "My Fonts" এ ক্লিক করুন।

➥ "+" আইকনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার মেমোরিতে। যেখান থেকে চলে যান আপনার ফোনের সেই ফোলডারে যেখানে আপনার ফন্টগুলো (ttf ফাইল) রয়েছে।

➥ এবার আপনার ttf ফাইলগুলো মার্ক করে "ADD SELECTED)" লেখায় ক্লিক করে সিলেক্ট করে দিন।

PixelLab এপস দিয়ে স্টাইলিশ বাংলা ফন্ট লিখবেন যেভাবেঃ

➥ PixelLab এপস দিয়ে কিছু লেখার সময় চলে যান 'Font' অপশনে।

➥ আর সেখানে 'My Fonts' নামে একটি অপশন দেখতে পাবেন, যেখানে আপনার সেট করা কাস্টম ফন্টগুলো দেখতে পাবেন।

➥ আপনার পছন্দের ফন্টটি সিলেক্ট করে 'Ok' করে দিন।

পরিশেষেঃ বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড, ডাউনলোড করা জিপ ফাইলকে আনজিপ করা এবং Picsart ও PixelLab এপসে ফন্টগুলো সেট করতে যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তবে নিচের কমেন্ট বক্সে জানান, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব।

আর আপনি চাইলে বাংলা ফন্ট সেট করার মতো করেই ইংরেজি ফন্টগুলোও সেট করে নিতে পারেন।ধন্যবাদ।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন