ফেসবুক হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম (Social Media)। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও, দেশের মানুষের একটি বিরাট অংশ ফেসবুক ব্যবহার করে থাকে।
আর ফেসবুকে বেশি মানুষের সাথে সংযুক্ত থাকতে অনেকেই নিজের ব্যক্তিগত ফ্যান পেজ (Fan Page) কিংবা কম্পানির নামে ফেসবুক পেজ (Facebook Page) তৈরি করে থাকে। ব্যবসায়ের মার্কেটিং এর জন্য ফেসবুক এখন অনেক বড় ক্ষেত্র।
যদি আপনার একটি লোকাল বা অনলাইন ব্যবসা, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেই ব্যবসা সোশ্যাল মিডিয়াতে প্রোমোট (Promote) করার জন্য বা সীমাহীন মানুষদের সাথে আপনার ব্যবসা শেয়ার (Share) করার জন্য ফেসবুক পেজ সবচেয়ে লাভজনক এবং সহজ উপায়।
আর তাছাড়া বর্তমানে ফেসবুক পেজ থেকে ইউটিউব এর মতো বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায়।
আজকে আমরা শিখবো কিভাবে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ খোলতে হয়? কিভাবে তৈরিকৃত পেজটি সাজানো (Customise) যায়? কিভাবে ফেসবুক পেজের জন্য ইউজার নেম তৈরি করতে হয়? কিভাবে পেজে বন্ধুদের ইনভাইট করতে হয়?
যেমনঃ আপনি আপনার একাউন্টে ৫ হাজারের একজন বেশীও বন্ধু বানাতে পারবেন না। আর পেজে লাইক এবং ফলোয়ারের ক্ষেত্রে এমন কোনো সীমাবদ্ধতা নেই।
০২. আপনি চাইলে অন্য ব্যক্তিদেরও পেইজটির পরিচালনার দায়িত্ব দিতে পারেন।
০৩. ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা সম্ভব।
০৪. আপনার পণ্য বা সেবা বেশি মানুষের কাছে পৌছানো সম্ভব।
০৫. ফেসবুক একাউন্ট ও পেজ আলাদা ভাবে একইসাথে চালানো যায়। কোনো সমস্যা হয়না।
০৬. বুস্ট (Boost) করে পণ্য বা সেবার পরিচিতি বাড়ানো যায়।
০৭. ফেসবুক পেজ থেকে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায়।
ফেসবুক পেজ খোলতে অবশ্যই আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে। যদি না থাকে তবে অবশ্যই এখান থেকে ফেসবুক একাউন্ট খোলে নিন।
মোবাইল এবং কম্পিউটার দিয়ে ফেসবুক একাউন্ট খোলার নিয়মটা প্রায় একই। আজকে আমি মোবাইলের ফেসবুক এপ (Facebook App) দিয়ে কিভাবে পেজ খোলতে হয় তা দেখাবো।
প্রথমেই আপনার যে আইডি থেকে পেজ খোলতে চাচ্ছেন ফেসবুক এপে সেই একাউন্টটি লগিন করে নিন।
ফেসবুক এপের সবার উপরে ডান পাশে তিনটি দাগের মতো যে মেনু অপশন আছে তাতে ক্লিক করুন।
সেখান থেকে 'Pages' অপশনটিতে ক্লিক করুন।
এরপর 'Create' লেখায় ক্লিক করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
এরপর 'Next' লেখায় ক্লিক করুন।
এক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৩ টি ক্যাটাগরি বাছাই করতে পারবেন।
এরপর 'Next' লেখায় ক্লিক করুন।
আর যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে তাহলে স্কিপ (Skip) করুন। অথবা নিচের দিকে লেখা 'I don't have a website' লেখায় টিক মার্ক দিয়ে Next লেখায় ক্লিক করুন।
ফেসবুক পেইজের প্রফাইল ফটো সাইজ (Facebook Page Profile Photo Size) হবে ডেস্কটপের জন্য 180x180 পিক্সেলস (Pixels), মোবাইলের জন্য 140x140 পিক্সেলস।
আর পেইজের কাভার ফটো সাইজ (Facebook Page Cover Photo Size) হবে ডেস্কটপের জন্য 820x312 পিক্সেলস (Pixels), মোবাইলের জন্য 640x360 পিক্সেলস।
যদি উক্ত পেজের জন্য কোনো কাভার ফটো ও প্রফাইল পিকচার বানানো না থাকে তাহলে কোনো সমস্যা নেই। কারন আপনি চাইলে তা পড়েও এড করে নিতে পারবেন।
পরবর্তী ধাপে যেতে Done লেখায় ক্লিক করুন।
সেখানে কিছু অপশন দেখতে পারবেন, পেজের বিবরণ যোগ করতে '+ Add Description' গিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখে সেভ করে দিন।
এই 'Edit Page Info' অপশন থেকে পেজের জন্য বিবরণ যোগ করা ছাড়াও যোগাযোগের জন্য ফোন নাম্বার, ইমেইল, এবং লোকেশন, যোগ করতে পারবেন।
যেমনঃ Book Now, Contact Us, Use App, Play Game, Shop Now, Sign Up, Watch Video ইত্যাদি।
এই প্রত্যেকটি বাটনে প্রয়োজনীয় লিঙ্ক যুক্ত করা যায়। তাই ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধির জন্য এ বাটনটি ব্যবহার করতে পারেন।
বন্ধুদের আমন্ত্রণ জানাতে 'Invite Friends To Like This Page' অপশনে ক্লিক করুন। এবং আপনার কাংখিত বন্ধুদের আমন্ত্রণ জানান। আপনি চাইলে 'Select All' লেখায় ক্লিক করে সবগুলো বন্ধুদের একসাথে মার্ক করে আমন্ত্রণ জানাতে পারেন।
ধন্যবাদ।
আর ফেসবুকে বেশি মানুষের সাথে সংযুক্ত থাকতে অনেকেই নিজের ব্যক্তিগত ফ্যান পেজ (Fan Page) কিংবা কম্পানির নামে ফেসবুক পেজ (Facebook Page) তৈরি করে থাকে। ব্যবসায়ের মার্কেটিং এর জন্য ফেসবুক এখন অনেক বড় ক্ষেত্র।
যদি আপনার একটি লোকাল বা অনলাইন ব্যবসা, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেই ব্যবসা সোশ্যাল মিডিয়াতে প্রোমোট (Promote) করার জন্য বা সীমাহীন মানুষদের সাথে আপনার ব্যবসা শেয়ার (Share) করার জন্য ফেসবুক পেজ সবচেয়ে লাভজনক এবং সহজ উপায়।
আর তাছাড়া বর্তমানে ফেসবুক পেজ থেকে ইউটিউব এর মতো বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায়।
আজকে আমরা শিখবো কিভাবে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ খোলতে হয়? কিভাবে তৈরিকৃত পেজটি সাজানো (Customise) যায়? কিভাবে ফেসবুক পেজের জন্য ইউজার নেম তৈরি করতে হয়? কিভাবে পেজে বন্ধুদের ইনভাইট করতে হয়?
ফেসবুক পেজের সুবিধাসমূহঃ
০১. ফেসবুক একাউন্টে বন্ধু বা ফ্রেন্ড বানানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে।যেমনঃ আপনি আপনার একাউন্টে ৫ হাজারের একজন বেশীও বন্ধু বানাতে পারবেন না। আর পেজে লাইক এবং ফলোয়ারের ক্ষেত্রে এমন কোনো সীমাবদ্ধতা নেই।
০২. আপনি চাইলে অন্য ব্যক্তিদেরও পেইজটির পরিচালনার দায়িত্ব দিতে পারেন।
০৩. ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা সম্ভব।
০৪. আপনার পণ্য বা সেবা বেশি মানুষের কাছে পৌছানো সম্ভব।
০৫. ফেসবুক একাউন্ট ও পেজ আলাদা ভাবে একইসাথে চালানো যায়। কোনো সমস্যা হয়না।
০৬. বুস্ট (Boost) করে পণ্য বা সেবার পরিচিতি বাড়ানো যায়।
০৭. ফেসবুক পেজ থেকে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায়।
মোবাইল দিয়ে কিভাবে একটি ফেসবুক ফ্যান পেজ খোলতে হয়? (পেজ তৈরির নিয়ম):
ফেসবুক পেজ খোলতে অবশ্যই আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে। যদি না থাকে তবে অবশ্যই এখান থেকে ফেসবুক একাউন্ট খোলে নিন।
মোবাইল এবং কম্পিউটার দিয়ে ফেসবুক একাউন্ট খোলার নিয়মটা প্রায় একই। আজকে আমি মোবাইলের ফেসবুক এপ (Facebook App) দিয়ে কিভাবে পেজ খোলতে হয় তা দেখাবো।
প্রথমেই আপনার যে আইডি থেকে পেজ খোলতে চাচ্ছেন ফেসবুক এপে সেই একাউন্টটি লগিন করে নিন।
ফেসবুক এপের সবার উপরে ডান পাশে তিনটি দাগের মতো যে মেনু অপশন আছে তাতে ক্লিক করুন।
সেখান থেকে 'Pages' অপশনটিতে ক্লিক করুন।
এরপর 'Create' লেখায় ক্লিক করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১ঃ ফেসবুক পেজ তৈরি শুরু করুন।
ফেসবুক পেজ তৈরি করতে প্রথমে 'Get Started' লেখায় ক্লিক করেন।ধাপ-২ঃ আপনার পেজের নাম দিন।
'Page Name' ঘরে আপনি যে নামে পেজ খুলতে চান সেই নাম লিখুন। আপনার নতুন পেজের জন্য এমন একটি নাম বাছাই করুন, যেন সেই নাম দেখেই ফেসবুক ব্যবহারকারীরা আপনার পেইজের বিষয়ে বুঝে নিতে পারে।এরপর 'Next' লেখায় ক্লিক করুন।
ধাপ-৩ঃ পেজের ক্যাটাগরি (Page Category) বাছাই করুন।
আপনার পেইজের জন্য উপযুক্ত ক্যাটাগরি বাছাই করুন। আপনার তৈরিকৃত পেইজটি যেই টপিকের উপর সেরকম ক্যাটাগরি বাছাই করতে হবে।এক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৩ টি ক্যাটাগরি বাছাই করতে পারবেন।
এরপর 'Next' লেখায় ক্লিক করুন।
ধাপ-৪ঃ পেজে ওয়েবসাইট লিংক যোগ করা।
৪র্থ ধাপে পেজের জন্য আপনার ওয়েবসাইটের লিংক চাওয়া হবে। যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে 'Enter Website' লেখা ঘরে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে Next বাটনে ক্লিক করুন।আর যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে তাহলে স্কিপ (Skip) করুন। অথবা নিচের দিকে লেখা 'I don't have a website' লেখায় টিক মার্ক দিয়ে Next লেখায় ক্লিক করুন।
ধাপ-৫ঃ পেজে কাভার ফটো ও প্রফাইল পিকচার যোগ করা।
৫ম ধাপে আপনাকে পেজে কাভার ফটো ও প্রফাইল পিকচার এড করতে বলবে। আপনি যেই পেজ তৈরি করতেছেন সেই পেজের জন্য যদি আপনার ফোনে কাভার ফটো ও প্রফাইল পিকচার বানানো থাকে, তাহলে 'Add Cover Photo' লেখায় ক্লিক করে কাভার ফটো এবং 'Add Profile Picture' লেখায় ক্লিক করে প্রফাইল পিকচার যোগ করে নিন।ফেসবুক পেইজের প্রফাইল ফটো সাইজ (Facebook Page Profile Photo Size) হবে ডেস্কটপের জন্য 180x180 পিক্সেলস (Pixels), মোবাইলের জন্য 140x140 পিক্সেলস।
আর পেইজের কাভার ফটো সাইজ (Facebook Page Cover Photo Size) হবে ডেস্কটপের জন্য 820x312 পিক্সেলস (Pixels), মোবাইলের জন্য 640x360 পিক্সেলস।
যদি উক্ত পেজের জন্য কোনো কাভার ফটো ও প্রফাইল পিকচার বানানো না থাকে তাহলে কোনো সমস্যা নেই। কারন আপনি চাইলে তা পড়েও এড করে নিতে পারবেন।
পরবর্তী ধাপে যেতে Done লেখায় ক্লিক করুন।
ধাপ-৬ঃ তৈরিকৃত পেজ প্রদর্শন।
এখন আপনাকে তৈরি হওয়া পেজের রিভিউ দেখানো হবে। তার মানে আপনার পেজটি তৈরি হয়ে গেছে। 'Done' লেখায় ক্লিক করে পেজে প্রবেশ করুন।ফেসবুক পেজ বানানোর পর কি করবেন?
নিজের ফ্যান পেজ তৈরী করার পর আপনাকে কিছু সেটিং (setting) করতে হবে। ফেসবুক এপসের Menu অপশন থেকে Page এ গিয়ে আপনার তৈরিকৃত পেইজ পরিচালনা করতে পারবেন।পেজে বিবরণ (Description) যোগ করাঃ
আপনার পেজের জন্য বিবরণ বা Description যোগ করতে পেজের 'About' এ গিয়ে নিচের দিকে 'Edit Page Info' লেখায় ক্লিক করুন।সেখানে কিছু অপশন দেখতে পারবেন, পেজের বিবরণ যোগ করতে '+ Add Description' গিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখে সেভ করে দিন।
এই 'Edit Page Info' অপশন থেকে পেজের জন্য বিবরণ যোগ করা ছাড়াও যোগাযোগের জন্য ফোন নাম্বার, ইমেইল, এবং লোকেশন, যোগ করতে পারবেন।
Call–To–Action বাটন যুক্ত করুনঃ
পেজের প্রফাইল ফটো ও নামের নিচে Call–To–Action বাটনটি দেখাবে। আপনি চাইলে ইচ্ছেমত বাটন যুক্ত করতে পারবেন। বাটন যুক্ত করতে '+ Add A Button' এ গিয়ে আপনার কাংখিত বাটনটি যোগ করুন।যেমনঃ Book Now, Contact Us, Use App, Play Game, Shop Now, Sign Up, Watch Video ইত্যাদি।
এই প্রত্যেকটি বাটনে প্রয়োজনীয় লিঙ্ক যুক্ত করা যায়। তাই ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধির জন্য এ বাটনটি ব্যবহার করতে পারেন।
বন্ধুদের আমন্ত্রণ বা ইনভাইট করাঃ
আপনার তৈরিকৃত পেজে যেহেতু কোনো লাইক বা ফলোয়ার থাকবে না তাই আপনার পেজটিতে লাইক ও ফলো করার জন্য বন্ধুদের আমন্ত্রণ জানাতে হবে।বন্ধুদের আমন্ত্রণ জানাতে 'Invite Friends To Like This Page' অপশনে ক্লিক করুন। এবং আপনার কাংখিত বন্ধুদের আমন্ত্রণ জানান। আপনি চাইলে 'Select All' লেখায় ক্লিক করে সবগুলো বন্ধুদের একসাথে মার্ক করে আমন্ত্রণ জানাতে পারেন।
পেজ ইউজার নেম তৈরি করাঃ
আপনার ফেসবুক পেজের জন্য একটি সহজ ইউজার নেম বা লিংক তৈরি করুন। আপনার পেজের নামের নিচে 'Create Page @username' লেখায় ক্লিক করে একটি ইউনিক ইউজার নেম তৈরি করে নিন। ইউজার নেমটি অবশ্যই সর্বনিম্ন ৫ ক্যারেকটারের (Character) মধ্যে দিতে হবে।পেজে এডমিন মডারেটর যোগ করাঃ
পেইজের Settings থেকে Page Roles এ গিয়ে আপনি চাইলে উক্ত পেইজের জন্য অন্যকে অ্যাডমিন (Admin), ইডিটর (Editor), মডারেটর (Moderator), এডভারটাইজার (Advertiser), কিংবা এনালাইস্ট (Analyst) বানাতে পারবেন। এর মাধ্যমে সেও আপনার পেইজটি পরিচালনা করতে পারবে।ধন্যবাদ।