Google Drive কি? কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়? [বাংলা টিউটোরিয়াল 2021]

গুগল ড্রাইভের নাম শুনেছেন কখনো? গুগল ড্রাইভ কাকে বলে? গুগল ড্রাইভ ব্যবহারের উপায়, গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।

গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড, গুগল ড্রাইভ ডাউনলোড, গুগল ড্রাইভ আনলিমিটেড স্টোরেজ, গুগল ড্রাইভ কতটা নিরাপদ, গুগল ড্রাইভ এর নিরাপত্তা, গুগল ড্রাইভ ব্যবহারের উপায়, কিভাবে গুগল ড্রাইভে ছবি রাখা যায়, গুগল ড্রাইভ স্টোরেজ, গুগল ড্রাইভ এর ব্যবহার, গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, গুগল ড্রাইভ কাকে বলে, গুগল ড্রাইভ কি নিরাপদ, গুগল ড্রাইভে কত জিবি স্টোরেজ থাকে, গুগল ড্রাইভ কিভাবে কাজ করে, গুগল ড্রাইভ এর কাজ কি, গুগল ড্রাইভে ছবি রাখা নিয়ম, গুগল ড্রাইভ এর সুবিধা, গুগল ড্রাইভ কি জিনিস
গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম।


গুগল ড্রাইভ কি? (What Is Google Drive In Bangla)

আমরা প্রতিদিন গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করি। যেমনঃ গুগল সার্চ ইঞ্জিন, গুগল ট্রান্সলেটর, গুগল ক্রোম, জিমেইল, গুগল ম্যাপ, প্লে স্টোর ইত্যাদি। গুগলের অন্যান্য সার্ভিসের মতো গুগল ড্রাইভ হলো তাদের আরো একটি সার্ভিস বা সেবা।

যা আমাদেরকে নির্দিষ্ট কিছু অনলাইন জায়গা (Online Storage) ফ্রি ব্যবহারের অনুমতি দেয়। যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় সকল ফাইল জমা করে রেখে দিতে পারি।

এবং প্রয়োজন হলে পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মোবাইল বা কম্পিউটার দিয়ে সেগুলো আবার ডাউনলোড করে ব্যবহার করতে পারবো।

গুগল ড্রাইভ কেনো ব্যবহার করবো? (Why Should I Use Google Drive?)

গুগল ড্রাইভ এর সুবিধা সমূহঃ

» আমরা আমাদের কম্পিউটার কিংবা স্মার্টফোনের মেমোরিতে বিভিন্ন ধরনের ফাইল জমা করে রেখে দেই। যেমনঃ অডিও, ভিডিও, ইমেজ, ডকুমেন্ট ইত্যাদি।

 এসব ফাইলের মধ্যে কিছু কিছু ফাইল থাকে অনেক প্রয়োজনীয়। যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হয়। কিন্তু অনেক সময় আমাদের ডিভাইসের মেমোরি নষ্ট হয়ে যায়।

আবার ডিভাইসটাও নষ্ট কিংবা হারিয়ে যেতে পারে। আমরা তখন আমাদের প্রয়োজনীয় সকল ফাইল হারিয়ে ফেলি।

কিন্তু আমরা যদি এসব প্রয়োজনীয় সকল ফাইল সমূহ গুগল ড্রাইভে জমা করে রাখি তাহলে যেকোনো সময়, পৃথিবীর যেকোনো জায়গা থেকে সেগুলো আবার ডাউনলোড করে ব্যবহার করতে পারবো।

» যেকোনো মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনার ড্রাইভ একাউন্টটি পরিচালনা করতে পারবেন।

» প্রয়োজনে আপলোড করা ফাইলগুলো খুব সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োযোজন করতে পারবেন।

» আমরা যতো দিন না ফাইলগুলো রিমুভ করে দেই ততো দিনই গুগল ড্রাইভে ফাইলগুলো সুরক্ষিত অবস্থায় থাকবে। ফাইল নষ্ট হওয়ার ভয় নেই।

আমাদের ডিভাইস নষ্ট, চুরি কিংবা হারিয়ে গেলেও আপলোড করা ফাইলগুলো নিরাপদভাবে ড্রাইভে থাকবে।

» প্রয়োজনে অন্য কারো সাথে ফাইলগুলো শেয়ার করতে পারবেন।

» আপনি যদি আমার মতো ব্লগার হোন। তাহলে নিজের ব্লগ ওয়েবসাইটটি গুগল ড্রাইভে স্বয়ংক্রিয় ব্যাক আপ করে রাখতে পারবেন।

» গুগল ড্রাইভে আলাদা আলাদা করে ফোল্ডার বানিয়ে আপনার ফাইলগুলো সাজিয়ে রাখতে পারবেন।

» গুগল ড্রাইভ ব্যবহারের কারণে স্মার্টফোনের অনেক জায়গা (Storage) বেচে যায়।

» গুগল ড্রাইভ ব্যবহারের কারণে প্রয়োজনীয় সকল তথ্য সুরক্ষিত রাখা যায়।


গুগল ড্রাইভ কি নিরাপদ? (Is Google Drive Save To Use?)

গুগল ড্রাইভ কতটা নিরাপদ এমন প্রশ্ন কিন্তু এসেই যায়। গুগল ড্রাইভে ব্যবহৃত জিমেইল আইডি ও তার পাসওয়ার্ড আপনি যদি অন্য কারো সাথে শেয়ার না করেন এবং আপনি যদি আপনার আপলোড করা ফাইল অন্য কাউকে ব্যবহারের অনুমতি না দেন তাহলে অন্য কেউ আপনার ফাইল দেখতে পারবেনা।

গুগল কখনোই আপনার কোনো ফাইল ২য় কারো সাথে শেয়ার করবেনা। তাই বলা যায় গুগল ড্রাইভ এর নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিরাপদ।

গুগল ড্রাইভে কত জিবি স্টোরেজ থাকে? (How Much GB Storage Is In Google Drive?)

গুগল ড্রাইভ আনলিমিটেড স্টোরেজ না দিলেও প্রতিটি জিমেইলের জন্য ১৫ জিবি করে দেয়। একটি জিমেইলে ১৫ জিবির বেশি গুগল ড্রাইভ স্টোরেজ ব্যবহার করতে চাইলে আপনাকে গুগলকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে যেতে হবে।

তবে আপনার কাছে যদি দু'টি জিমেইল একাউন্ট থাকে তাহলে আপনি মোট ৩০ জিবি ফ্রি স্টোরেজ সুবিধা পাবেন। ৩ টি একাউন্ট থাকলে ৪৫ জিবি! তাই চিন্তার কিছু নেই।

কিভাবে গুগল ড্রাইভে একাউন্ট খোলবো? (How To Create Google Drive Account?)

 দুইটি উপায়ে গুগল ড্রাইভ ব্যবহার করা যায়।

    ক. গুগল ড্রাইভের ওয়েবসাইট ব্যবহার করে। (drive.google.com)

    খ. গুগল ড্রাইভ অ্যাপস ব্যবহার করে।

অ্যাপস ব্যবহার করে গুগল ড্রাইভ ব্যবহার করা অনেক সহজ। প্লে স্টোর কিংবা গুগলে গিয়ে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। গুগল ড্রাইভ ব্যবহার করতে কোনো প্রকার নিবন্ধন বা একাউন্ট খোলার প্রয়োজন নেই।

ড্রাইভ যেহেতু গুগলেরই একটি প্রডাক্ট তাই আপনার যেকোনো জিমেইল একাউন্ট দিয়ে খুব সহজেই লগিন করতে পারবেন। আর যদি পূর্ব থেকেই কোনো জিমেইল আপনার ফোনে লগিন অবস্থায় থাকে তাহলে ড্রাইভ অ্যাপেও নিজে থেকেই লগিন হয়ে যাবে।

গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড, গুগল ড্রাইভ ডাউনলোড, গুগল ড্রাইভ আনলিমিটেড স্টোরেজ, গুগল ড্রাইভ কতটা নিরাপদ, গুগল ড্রাইভ এর নিরাপত্তা, গুগল ড্রাইভ ব্যবহারের উপায়, কিভাবে গুগল ড্রাইভে ছবি রাখা যায়, গুগল ড্রাইভ স্টোরেজ, গুগল ড্রাইভ এর ব্যবহার, গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, গুগল ড্রাইভ কাকে বলে, গুগল ড্রাইভ কি নিরাপদ, গুগল ড্রাইভে কত জিবি স্টোরেজ থাকে, গুগল ড্রাইভ কিভাবে কাজ করে, গুগল ড্রাইভ এর কাজ কি, গুগল ড্রাইভে ছবি রাখা নিয়ম, গুগল ড্রাইভ এর সুবিধা, গুগল ড্রাইভ কি জিনিস

তবু চেক করতে উপরের চিত্রের মতো ডান পাশের আইকনটিতে ক্লিক করুন। আপনি চাইলে 'Add Another Account' অপশন থেকে নতুন কোনো জিমেইল একাউন্ট দিয়েও লগিন করতে পারবেন খুব সহজেই।

গুগল ড্রাইভে কিভাবে ফাইল আপলোড দিব? (How To Upload File On Google Drive?)

Google Drive মোবাইল অ্যাপটি ওপেন করলে নিচের দিকে যোগ চিহ্ন (Plus Icon) দেখতে পাবেন।

গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড, গুগল ড্রাইভ ডাউনলোড, গুগল ড্রাইভ আনলিমিটেড স্টোরেজ, গুগল ড্রাইভ কতটা নিরাপদ, গুগল ড্রাইভ এর নিরাপত্তা, গুগল ড্রাইভ ব্যবহারের উপায়, কিভাবে গুগল ড্রাইভে ছবি রাখা যায়, গুগল ড্রাইভ স্টোরেজ, গুগল ড্রাইভ এর ব্যবহার, গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, গুগল ড্রাইভ কাকে বলে, গুগল ড্রাইভ কি নিরাপদ, গুগল ড্রাইভে কত জিবি স্টোরেজ থাকে, গুগল ড্রাইভ কিভাবে কাজ করে, গুগল ড্রাইভ এর কাজ কি, গুগল ড্রাইভে ছবি রাখা নিয়ম, গুগল ড্রাইভ এর সুবিধা, গুগল ড্রাইভ কি জিনিস

তাতে ক্লিক করলেই নিচের চিত্রের মতো অপশনগুলো দেখতে পাবেন।

গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড, গুগল ড্রাইভ ডাউনলোড, গুগল ড্রাইভ আনলিমিটেড স্টোরেজ, গুগল ড্রাইভ কতটা নিরাপদ, গুগল ড্রাইভ এর নিরাপত্তা, গুগল ড্রাইভ ব্যবহারের উপায়, কিভাবে গুগল ড্রাইভে ছবি রাখা যায়, গুগল ড্রাইভ স্টোরেজ, গুগল ড্রাইভ এর ব্যবহার, গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম, গুগল ড্রাইভ কাকে বলে, গুগল ড্রাইভ কি নিরাপদ, গুগল ড্রাইভে কত জিবি স্টোরেজ থাকে, গুগল ড্রাইভ কিভাবে কাজ করে, গুগল ড্রাইভ এর কাজ কি, গুগল ড্রাইভে ছবি রাখা নিয়ম, গুগল ড্রাইভ এর সুবিধা, গুগল ড্রাইভ কি জিনিস

 ড্রাইভের ভেতর ফোলডার তৈরি করতে 'Folder' অপশনে যান। আর কোনো ফাইল আপলোড করতে 'Upload' অপশনে প্রবেশ করুন এবং আপনার কাঙ্ক্ষিত ফাইলটি বাছাই করুন।

এছাড়াও আপনি চাইলে এখান থেকে স্ক্যান করতে এবং গুগল ডক্স, শিটস বা স্লাইড তৈরি করতে পারবেন।

গুগল ড্রাইভ থেকে আপলোড করা ফাইল ডাউনলোড করবো কিভাবে? (How To Download Uploaded Files From Google Drive?)

আপনার আপলোড করা প্রতিটি ফাইলে ত্রি ডট মেনু দেখতে পাবেন। আপনি যে ফাইলটি ডাউনলোড করতে ইচ্ছুক সেই ফাইলের ত্রি ডট মেনুতে ক্লিক করুন।

তাতে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। এবার সেখান থেকে 'Download' লেখায় ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।

গুগল ড্রাইভ থেকে আপলোড করা ফাইল মুছে ফেলবো কিভাবে? (How To Remove Uploaded Files From Google Drive?)

আপনার আপলোড করা প্রতিটি ফাইলে থ্রি ডট মেনু দেখতে পাবেন। আপনি যে ফাইলটি মুছে ফেলতে ইচ্ছুক সেই ফাইলের ত্রি ডট মেনুতে ক্লিক করুন।

তাতে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। এবার আপনার কাঙ্ক্ষিত ফাইলটি মুছে ফেলতে সেখান থেকে 'Remove' লেখায় ক্লিক করুন।

গুগল ড্রাইভ থেকে ফাইল অন্য কারো সাথে শেয়ার করবো কিভাবে? (How To Share Any File From Google Drive With Someone?)

গুগল ড্রাইভের আরেকটি বিশেষ সুবিধা হলো ফাইল সংরক্ষণ করে রাখার পাশাপাশি আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কারাে সাথে ফাইল শেয়ার করতে পারবেন। আপনি যে ফাইলটি শেয়ার করতে চান, প্রথমে সেটির ত্রি ডট অপশনে ক্লিক করতে হবে।

এরফলে অনেকগুলাে অপশন  দেখতে পাবেন। সেখান থেকে উপরের 'Share' অপশনে ক্লিক করতে হবে । এরপর "Add People Or Group" লেখা ঘরে যার সাথে শেয়ার করা চান তার জিমেইল অ্যাড্রেস দিয়ে সেভ করতে হবে। যার ফলে লিংকের মাধ্যমে সে ফাইলটি পেয়ে যাবে।

গুগল ড্রাইভ নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে তা আমাদের কমেন্ট করে জানান, উত্তর পেয়ে যাবেন।

1 Comments

  1. Nice Great post. Wonderful information and really very much useful. Thanks for sharing and keep updating Thank You so much for sharing this information. I found it very helpful.Thank you so much again. Tech

    ReplyDelete
Previous Post Next Post

Recent Posts

Recent in Sports