ফেসবুক অটো ফলোয়ার নিন ১০০% নিরাপদ উপায়ে। | Facebook Auto Follower 2024.

ফেসবুক অটো ফলোয়ার নেওয়ার উপায়: ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি!

ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নেওয়ার উপায় জেনে নিন খুব সহজেই।

কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন!

আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে।

তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার দেখাবেন। তবে এটা কোনো অনিরাপদ উপায়ে নয়!

ছোট্ট একটি ট্রিক্স ফলো করেই আমরা এই কাজটা করবো। এতে আপনার আইডির বিন্দু পরিমাণ কোনো হবেনা। চলুন এবার শিখে নেওয়া যাক।

ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো?

প্রথমে আপনার প্রফাইলে যদি "Followed by __ people" লেখাটি শো করে তাহলে তা হাইড করে দিতে হবে।

» আর তা হাইড করার জন্য প্রফাইলের নিচের দিকে "Edit Public Details" লেখায় প্রবেশ করতে হবে।

» এরপর 'Details' এর ডান পাশে 'Edit' লেখায় ক্লিক করুন। (নিচের চিত্র অনুসরণ করুন)

ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নেওয়ার উপায় জেনে নিন খুব সহজেই।


» এবং Followers অপশনটি থেকে টিক মার্ক সরিয়ে দিয়ে Save করে দিন। (নিচের চিত্র অনুসরণ করুন)

ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নেওয়ার উপায় জেনে নিন খুব সহজেই।

এবার প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার দেখানোর পালাঃ-

» এর জন্য পূর্বের মতো আপনার প্রফাইলে যান। তারপর "Edit Public Details" এ ক্লিক করুন।

» তারপর নিচের দিকে 'Links' লেখা অপশনটির ডান পাশে 'Add' অথবা 'Edit' লেখা দেখতে পাবেন তাতে ক্লিক করুন। 

» এখানে 'Add Social Link' এ ক্লিক করুন।

» তারপর 'Select a Service' এ ক্লিক করলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নাম দেখতে পাবেন সেগুলোর মধ্য থেকে 'Spotify' লেখাটি বাছাই করুন।

» এবং 'Account Name' লেখা ঘরটিতে "Followed by 97319 people" লেখাটি লিখে দিন। (নিচের চিত্র অনুসরণ করুন)

ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নেওয়ার উপায় জেনে নিন খুব সহজেই।

এখানে '97319' এর যায়গায় আপনি যে সংখ্যাটি লিখবেন আপনার প্রফাইলেও তাই শো করবে। মানে আপনার প্রফাইলে ঢুকলে "Followed by 97319 people" লেখাটি শো করবে। আর মানুষজন মনে করবে সত্যি হয়তো আপনাকে এতজন মানুষ ফলো করেছে।

[সংক্ষিপ্ত নির্দেশনাঃ Facebook Profile > Edit Public Details > Links (Add/Edit) > Add Social Link > Select A Service > Spotify > Account Name (Followed by 97319 people)]

আর আপনি এতো ঝামেলার মধ্যে না যেতে চাইলে ফেসবুক অটো ফলোয়ার সফটওয়্যার ব্যবহার করে কীভাবে ফেসবুক প্রফাইল আর পেইজে অটো ফলোয়ার নিতে হয় তা এখান থেকে জেনে আসতে পারেন।

আর বুঝতে কোথাও কোনো সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে জানান, আমি সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো।

ধন্যবাদ।


12 মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. Spotify এর প্রাইভেসিটা 'Public' করে দিন। তাহলেই দেখতে পাবে।

      মুছুন
  2. ভাই সবকিছু ঠিকঠাক করেছি বাট আগের ফলোয়ার সো করছে

    উত্তরমুছুন
  3. ভাই এটা তো ফলোয়ার না, অন্য অপশন, এখন আমার ফলোয়ার ফলোয়ার বাদ হয়ে গেছে

    উত্তরমুছুন
  4. ভাই আমি ফলোয়ার অপশন টি ফেরত পেতে চায়, প্লিজ হেল্প

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Edit Public Details > এরপর 'Details' এর ডান পাশে 'Edit' লেখায় ক্লিক করুন। > এবং Followers অপশনটিতে টিক মার্ক দিয়ে Save করে দিন।

      মুছুন
  5. আমি ফেসবুকে আমার একজন বন্ধুকে আনফ্লো করে ফেলেছি ।কিভাবে আবার তাকে ফ্লো করব?প্লিস জানান।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি আপনার যে বন্ধুকে আনফলো করেছেন তার ফেসবুক প্রফাইলে যান। তারপর তার প্রফাইল ছবির নিচের ত্রি বিন্দুতে (...) ক্লিক করুন। এরপর Friends লেখায় ক্লিক করলেই Follow বাটন পেয়ে যাবেন তাতে ক্লিক করুন।
      ধন্যবাদ।

      মুছুন
  6. but spotifyer চিহ্ন টা আলাদা দেখা যায়! এবং আমার প্রোফাইলে ২ টা ফলোয়ার অপশন দেখা যায় যদি spotify on kori! এখন কি করব??

    উত্তরমুছুন
  7. এটা কি ফেক ফলোয়ার ,??
    আমার পেজে মনিটাইজেশন চালু করার ক্ষেত্রে এটি কাজ করবে নাকি??

    উত্তরমুছুন
  8. পেইজ মনিটাইজেসন চালু করতে এগুলো কোনো কাজে আসবে না ভাই।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন