ফেসবুক ম্যাসেঞ্জারের ম্যাসেজ পড়ুন ম্যাসেজ Unseen রেখেই।

ফেসবুক ম্যাসেঞ্জারের ম্যাসেজ পড়ুন ম্যাসেজ Unseen রেখেই।

প্রযুক্তি প্রিয়’র আজকের এই আর্টিকেলটি ফেসবুক ম্যাসেঞ্জারের একটি ট্রিক্স নিয়ে। যে ট্রিক্স অনুসরণ করলে আপনার ম্যাসেঞ্জারে আসা কোনো ম্যাসেজ যদি  আপনি Seen করেন অর্থাৎ দেখে ফেলেন তবুও আপনার যে বন্ধু সে ম্যাসেজটি  পাঠিয়েছে সে বুঝতে পারবে না।

আমরা অনেক সময় অনেক ম্যাসেজ দেখে ফেলি কিন্তু সে ম্যাসেজের উত্তর দেওয়া হয়তো সে মূহুর্তে ব্যস্ততার জন্য সম্ভব হয়। তাই সে ম্যাসেজ Seen করেই রেখে দেই যাতে পরবর্তীতে অবসর সময়ে সেই ম্যাসেজের উত্তর দিতে পারি।

ফেসবুক ম্যাসেঞ্জারের ম্যাসেজ পড়ুন ম্যাসেজ Unseen রেখেই।

কিন্তু ফেসবুক ফ্রেন্ড লিস্টের যে ব্যক্তি ম্যাসেজ পাঠিয়েছে সে তো আর আমাদের অবস্থা উপলব্ধি করবে না। হয়তো রাগ করেই বসে থাকবে যে, তার ম্যাসেজ পড়ার পড়েও কেন কোনো উত্তর দিচ্ছি না! এর সহজ সমাধান হলো “Read Receipts” অপশন বন্ধ করে রাখা।

তাহলে আপনি যে তার ম্যাসেজ দেখেছেন বা পড়েছেন সে এই ব্যপারটিই বুঝতে পারবে না। কারণ আমাদের পাঠানো ম্যাসেজ অপর পক্ষ পড়েছে কিনা সেটা বুঝি তখনই যখন আমরা আমাদের পাঠানো ম্যাসেজে ক্লিক করি আর ম্যাসেজের নিচে Seen লেখা দেখি।

আপনি যদি নির্দিষ্ট কারও সাথে কথপোকথনে “Read Receipts” অপশন বন্ধ করে রাখেন তাহলে আপনি কোনো ম্যাসেজ দেখে ফেললেও তার নিচে Seen লেখা দেখাবে না। তাই সে বঝতে পারবে না যে, আপনি তার লেখা পড়েছেন নাকি পড়েননি।

তখন আপনি আপনার পছন্দের যেকোনো সময় সেই ম্যাসেজের উত্তর দিতে পারবেন। তার আর এ অভিযোগ থাকবে না যে, আপনি কেন তার ম্যাসেজ দেখেও কোনো উত্তর দিচ্ছেন না। চলুন ব্যাপারটি চিত্রসহ বিস্তারিত জেনে নিই।

ফেসবুক ম্যাসেঞ্জারের Read Receipts অপশন বন্ধ করার নিয়ম।

০১. আপনার ফোনে থাকা Messenger অ্যাপটি খুলুন। এবং চ্যাট লিস্ট থেকে আপনার কাংখিত কথোপকথনটিতে প্রবেশ করুন।

০২. এবার উপরে তার নামে ক্লিক করুন।

০৩. আপনার ফেসবুক ফ্রেন্ডের নামে ক্লিক করার পর একেবারে নিচের দিকে চলে আসুন। সেখানে “Privacy & Support” এর অধীনে থাকা “Read Receipts” লেখা অপশনটিতে ক্লিক করুন।

০৪. Show Read Receipts” লেখা অপশনটি সাধারণ অবস্থায় চালু থাকে আপনাকে যা করতে হবে সেটি হলো, তা বন্ধ করে দিতে হবে।

আপনার কাজ শেষ। এখন আপনি তার ম্যাসেজগুলো দেখেছেন কিনা সে আর বুঝতে পারবে না। তবে আপনি চাইলে যেকোনো সময় “Read Receipts” অপশনটি চালু করার মাধ্যমে আবার পুর্বের মতো করে ফেলতে পারবেন।

উল্লেখ্য, আপনি যতক্ষন পর্যন্ত কারও “Read Receipts” অপশন বন্ধ রাখবেন তখন সে যেমন বুঝতে পারবে না আপনি তার ম্যাসেজ দেখেছেন কিনা, ঠিক একই ভাবে আপনার পাঠানো ম্যাসেজ সে দেখেছে কিনা আপনিও তা বুঝতে পারবেন না।

তবে আপনি যদি কেবলমাত্র নির্দিষ্ট কোনো কথোপকথনে “Read Receipts” অপশন  বন্ধ না করে একই সাথে সকল কথোপকথনে “Read Receipts” অপশন বন্ধ করে রাখতে চান সে সুযোগও আছে।

এরফলে কেউই বুঝতে পারবে না আপনি তাদের পাঠানো ম্যাসেজ দেখেছেন কিনা এবং আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার পাঠানো ম্যাসেজ তারা দেখেছে কিনা। তবে আবার যেকোনো সময় আপনি “Read Receipts” অপশনটি চালু করে ফেলতে পারেন।

ফেসবুক ম্যাসেঞ্জারে একই সাথে সকল কথোপকথনে Read Receipts অপশন বন্ধ করবেন যেভাবে।

০১. এরজন্য আপনার ফোনে থাকা Messenger অ্যাপটি খুলুন। এবং সবার উপরে বাম পাশে ৩টি রেখাযুক্ত মেনু অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

০২. এরপর সেটিং আইকনে ক্লিক করুন।

০৩. Privacy & Safety” লেখা অপশনে প্রবেশ করুন।

০৪. এরপর “Read Receipts” লেখা অপশনে ক্লিক করুন।

০৫. এবং সর্বশেষ “Show Read Receipts” অপশনটি চালু থাকবে আপনি সেটা বন্ধ করে দিবেন।

আশা করি, তা ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে তা মন্তব্য ঘরে লিখে ফেলুন।



Post a Comment

Previous Post Next Post