আমরা সবাই কম-বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করি। কেউ হয়তো বিনোদনের জন্য আর কেউ হয়তো বন্ধু-বান্ধব, আত্নীয়সজন, পরিচিতদের সাথে সহজে যোগাযোগের জন্য ফেসবুক ব্যবহার করে থাকি।
ফেসবুক ব্যবহারের মাধ্যমে খুব সহজেই পুরনো বন্ধু-বান্ধবদের খোঁজে নেওয়া যায়। আর বিশ্বের অন্যান্য দেশের নাগরিককেও বন্ধু বানিয়ে নেওয়া যায় ঘরে বসেই।
ফেসবুকে কাউকে ফ্রেন্ড বানাতে চাইলে প্রথমে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন পরে। আর যখন সেই রিকুয়েষ্ট এক্সেপ্ট করা হয় তখন সে ফ্রেন্ড হয়ে যায়।
তবে ফেসবুকে আমরা বেশিরভাগ সময় পরিচিতদের চেয়ে অপরিচিতদের কাছ থেকেই ফ্রেন্ড রিকুয়েষ্ট পেয়ে থাকি। বিশেষ করে মেয়েদের ফেসবুক আইডিতে অসংখ্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসে।
যার বেশিরভাগই অপরিচিত মানুষদের কাছ থেকে আসে। যা বেশ বিরক্তিকরও বটে। আর এমন অনেক ফেসবুক ব্যবহারকারী আছে যারা অপরিচিত কারো রিকোয়েস্ট এক্সেপ্ট করে না বা করতে চায় না।
আমি নিজেও এমনটাই করি। আর তাছাড়া অনেকের ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট এতো বেশি হয়ে যায় যে, তা এক্সেপ্ট বা ডিলিট করাও বিরক্তিকর মনে হয়।
অনেক সময় আমরা আমাদের ফেসবুক আইডিতে আসা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো এক্সেপ্ট বা ডিলিট না করে সেগুলো ঝুলিয়ে রাখি।
তবে সমস্যা হচ্ছে, অপরিচিত মানুষের ফ্রেন্ড রিকোয়েস্টের ভীড়ে অনেক সময় কাছের মানুষদের রিকোয়েস্টও এক্সেপ্ট করা হয় না।
তবে প্রযুক্তি প্রিয়’র আজকের এই আর্টিকেল থেকে আমরা এই সমস্যার সমাধান জানবো। সেটা কী করে?
ফেসবুক প্রফাইলের Add Friend বাটন হাইড করে? হ্যাঁ, আপনি চাইলে আপনার ফেসবুক প্রফাইল থেকে Ad Friend বাটন হাইড করে ফেলতে পারেন।
তবে সেটা সকল ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে হাইড হবে না। যেসকল ফেসবুক ব্যবহারকারীর সাথে আপনার কোনো Mitual Friend নেই তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য Add Friend বাটন খোজে পাবে না।
বিষয়টি আরেকটু সহজ করে বলি। ধরুন, আমাদের আজকের এই আর্টিকেল পড়ে আপনি আপনার ফেসবুক প্রফাইলের এড ফ্রেন্ড বাটন হাইড করে ফেললেন।
তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডের যেসকল ফ্রেন্ড রয়েছে তারা বাদে বাকি কেউ আর আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠেতে পারবে না। তবে আপনি চাইলে তাদেরকে ঠিকই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
ফেসবুকে যদি আপনার ৫০০ ফ্রেন্ড থাকে, তাহলে এই ৫০০ ফ্রেন্ডের যে ফ্রেন্ডরা রয়েছে তা বাদে বাকি কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠেতে পারবে না।
তবে যেকোনো সময় সেটিং পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন।
ফেসবুক প্রফাইলের Add Friend বাটন হাইড করে কীভাবে?
ফেসবুক অ্যাকাউন্টের এড ফ্রেন্ড বাটন হাইড করার জন্য সবার প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগিন করে নিন এবং নিচে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।
০১. ফেসবুকে প্রবেশ করার পর ডান পাশের ম্যানু অপশনে ক্লিক করুন।
০২. এরপর “Settings & privacy” থেকে “Settings” লেখা অপশনে প্রবেশ করুন।
০৩. সেটিংস অপশনে প্রবেশ করার পর “How People Can Find and Contact You” লেখা অপশন খোঁজে বের করুন এবং তাতে প্রবেশ করুন।
০৪. এরপর সবার উপরে থাকা, “Who can send you friend requests?” লেখা অপশনের ডান পাশের ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করুন।
তাহলে আপনি “Public” এবং “Friends of friends” নামে দুটি অপশন দেখতে পাবেন।
সেখানে “Public” অপশনটি বাছাই করা অবস্থায় দেখতে পারবেন। আপনার ফেসবুক প্রফাইলের ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন হাইড করার জন্য “Friends of friends” নামের অপশনটি বাছাই করে দিতে হবে।
তাহলে আপনার ফেসবুক বন্ধুদের বন্ধুরা ছাড়া আর কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠেতে পারবে না।
কারণ, তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য Add Friend বাটন খোজে পাবে না।
তবে আপনি চাইলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠেতে পারবেন। আর এই সেটিং যেকোনো সময় পরিবর্তন করার মাধ্যমে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।
এ নিয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট অপশনে লিখে জানাতে পারেন।