ইকামার মেয়াদ না থাকলে বন্ধ হয়ে যাবে আপনার STC Pay অ্যাকাউন্ট!
প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। টেকরো বিন ব্লগ ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাই। আজকের এই পোস্টটি সৌদি আরব প্রবাসী ভাই-বোনদের জন্য।
আমরা যারা সৌদি আরব প্রবাসী রয়েছি সবাই জানি এখানে ইকামা নিয়মিত রিনিউ করতে হয়।
আর ইকামা রিনিউ করার দায়িত্ব আমাদের কফিল বা আমরা যে কোম্পানির অধিনে কাজ করি তাদের। কিন্তু অনেক সময়ই দেখা যায় আমাদের কফিল বা কোম্পানি ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও আর রিনিউ করছে না।
আর ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। সেগুলোর মধ্যে একটি বড় সমস্যা হলো ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে না পারা।
সৌদি আরবের নিয়ম হচ্ছে কোনো প্রবাসী ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চাইলে অবশ্যই তার ইকামার মেয়াদ থাকা চাই।
তবে কিছু মোবাইল অ্যাপস ব্যবহার করে আমরা আমাদের ইকামার মেয়াদ না থাকা সত্যেও অর্থ লেনদেন করতে পারি।
সেটা হোক সৌদি আরবের ভেতরে কিংবা বাহিরের অন্য কোনো দেশে। আর এসব অ্যাপসের মধ্যে বহুল ব্যবহৃত একটি অ্যাপের নাম হচ্ছে STC Pay (এসটিসি পে) অ্যাপ।
কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ইকামার মেয়াদ না থাকার কারণে আপনার STC Pay অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। তাই STC Pay অ্যাপ ব্যবহার করতে সতর্ক হোন।
অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে যে পর্যন্ত আপনার ইকামা রিনিউ না করা হবে আপনি আপনার অর্থ বের করতে পারবেন না। যদিও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পূর্বে তারা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে তবু্ও অতিরিক্ত অর্থ অপ্রয়োজনে STC Pay তে রাখা থেকে বিরত থাকুন।