গুরুত্বপূর্ণ কিছু তথ্য,শেয়ার করে দিবেন বহু মানুষ উপকৃত হবে।
সৌদি আরবে প্রথম ৩ মাসের ইকামা ও ১৫ মাসের ইকামা প্রসঙ্গে।
বিভিন্ন মানু্ষ বিভিন্ন সময় বলে থাকে, ভাই আমাকে ৩ মাসের ইকামা দিয়ে এনেছে।
আর এই ৩ মাস নিয়েই যত দ্বিধাদ্বন্দ্ব, কেউ বোকা বানাচ্ছে, কেউ বোকা হচ্ছে, আবার কেউ সত্য বলে।
আপনি যেদিন সৌদি এয়ারপোর্টে প্রবেশ করেছেন, সেইদিন থেকে ৯০ দিন পর্যন্ত আপনার ট্রায়াল পিরিয়ড।
সোজাভাবে বললে নতুন ভিসা নিয়ে আসলে সৌদি আরব ইমিগ্রেশন সম্পুর্ন ফ্রিতে ভিসার মেয়াদ ৯০ দিন দিয়ে থাকে।
এই ৯০ দিন সম্পুর্ন ফ্রি।
ঝামেলা এখানেই-
এই ৯০ দিনের মধ্যে কেউ যদি ইকামা নাম্বার ইস্যু করে আবশির করে নেয়, সেক্ষেত্রে আবশিরে একটা ডিজিটাল ইকামা শো করে এবং যার মেয়াদ হয়ে থাকে ৯০ দিন।
আর এই ৯০ দিন, সেই ৯০ দিন। যেটাকে আপনার ভিসাদাতা ৩ মাসের ইকামা বলে চালিয়ে দিচ্ছে।
অথচ এটা সম্পুর্ন ফ্রি, এখানে শুধু সে ইকামা নাম্বার তুলে ৯০ দিনের ইকামা বলে চালিয়ে দিচ্ছে।
এখানে তার খরচ বলতে শুধু ইকামা নাম্বার ইস্যুর খরচ।
সৌদিতে কোনো ব্যাক্তি নতুন ভিসায় আসলে, যেদিন থেকে সেই ব্যাক্তিকে সৌদি ইমিগ্রেশন ৯০ দিনের ট্রায়াল পিরিয়ড দিয়ে থাকে। এটা ভিসার মেয়াদ হিসেবে গন্য হয়।
আর এই ৯০ দিনকেই বর্তমানে কিছু মানুষ ৩ মাসের ইকামা বলে চালিয়ে দিচ্ছে।
এই ফ্রি ৯০ দিন মেয়াদ দিয়ে প্লাস্টিকের ইকামার কার্ড তোলা যায় না, কারন এটা ফ্রি।
সহজে কীভাবে বুঝবেন আপনি প্রতারিত হচ্ছেন বা হচ্ছেন না।
মনে করেন, আপনি ভিসা নিচ্ছেন, কেউ যদি বলে আপনাকে ১৫ মাসের ইকামা দিবে, তবে বুঝবেন সে ১২ মাসের ইকামা বানাবে সাথে সরকারের ফ্রি ৩ মাস সহ ১৫ মাস।
যদি বলে, ৬ মাসের ইকামা দিবে তবে বুঝে নিবেন সে ৩ মাসের ইকামা দিবে বাকি ৩ মাস ফ্রি।
আর কেউ যদি বলে ৩ মাসের ইকামা দিবে তবে বুঝবেন সে ইকামাই দিবে না শুধু নাম্বার তুলে বোকা বানিয়ে দিবে।
(তথ্য: বিন মিশাল মক্কা থেকে)