সৌদি আরবে ফাইনাল এক্সিট কীভাবে কাটতে হয়? এক্সিট মারার পর কাফালা হওয়া যায় কি?

ফাইনাল এক্সিট কিভাবে কাটতে হয়? এক্সিট মারার পর কাফালা হওয়া যায় কি?

ফাইনাল এক্সিট এর আরবি হলো, খুরুজ নেহায়া। যা দেওয়া হয় দেশে চলে যাওয়ার জন্য।

এক্সিট দেওয়ার পর পাসপোর্টের মেয়াদের উপর নির্ভর করে, এক্সিটের মেয়াদ হয়ে থাকে ৭ দিন, ১৫ দিন থেকে ৬০ পর্যন্ত।

আসল মেয়াদ আবশিরে "My visa" অপশনে দেখা যায়।

সৌদি আরবে ফাইনাল এক্সিট কীভাবে কাটতে হয়? এক্সিট মারার পর কাফালা হওয়া যায় কি?


এক্সিট দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সিট আবশিরে শো করে।

এক্সিটের মেয়াদ চলে গেলে নতুন আপডেটে  আবশিরে ফাইনাল এক্সিট শো করে না।

যখনি কোনো কর্মীর এক্সিট লাগানো হয়, সাথে সাথে জাওয়াযাত থেকে কর্মীর আশিরের মোবাইল নাম্বারে ম্যাসেজ চলে আসে এবং Absher অ্যাপের মধ্যে তারিখ সহ এক্সিট শো করে।

স্পষ্ট আবশিরে সৌদি থেকে বেরিয়ে যাওয়া "Exit before" এর মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

"Exit before" তারিখের মধ্যে যদি কেউ দেশে না চলে যায় তখন তাকে মোখালেফ ঘোষিত করা হয় এবং তার নামে ১০০০ রিয়াল জরিমানা ইস্যু করা হয়।

বৈধভাবে একমাত্র কফিল তথা যার আন্ডারে থাকা অবস্থায়  এক্সিট খেয়েছে সে শুধু কাটতে পারে।

সৌদি আরবে এক্সিট কাটার বৈধ নিয়ম।

০১. ইকামার মেয়াদ থাকা অবস্থায়।

০২. ইকামার মেয়াদ আছে কিন্তু এক্সিটের মেয়াদ নেই এই অবস্থায়।

০৩. ইকামা ও এক্সিট ২ টারই মেয়াদ না থাকা অবস্থায়।

প্রথমত- ইকামা ও এক্সিট ২ টার মেয়াদ থাকা অবস্থায়।

এক্ষেত্রে কফিল শুধুমাত্র তার আবশির থেকে এক্সিট কাটার রিকোয়েস্ট করলে হয়।

কয়েকঘন্টার মধ্যে এক্সিট রিমুভ হওয়ার ম্যাসেজ চলে আসে।

দ্বিতীয়ত- ইকামার মেয়াদ আছে কিন্তু এক্সিটের মেয়াদ নেই এই অবস্থায়।

কফিল প্রথমে এক্সিটের ১০০০ রিয়াল জরিমানা পেমেন্ট করে রিকোয়েস্ট করলেই, ২৪ ঘন্টার মধ্যে এক্সিট উঠে যায়।

তৃতীয়ত- ইকামা ও এক্সিট ২ টারই মেয়াদ না থাকা অবস্থায়।

এক্ষেত্রে কফিল প্রথমে জাওয়াযাত ও মক্তব আলেমের সকল টাকা পেমেন্ট করতে হবে।

পিছনের বছরের সকল জরিমানা ও বকেয়া ফিও চলে আসবে।

সকল ফি, জরিমানা পেমেন্ট করে ইকামা ও এক্সিট ২ টার জন্য একসাথে আবেদন করলে,এক্সিট কেটে যায় এবং ইকামার মেয়াদ বেড়ে যায়।

প্রশ্ন: কফিল ছাড়া সম্ভব কি?

উত্তর: আমার অভিজ্ঞতা থেকে বলছি এখন পর্যন্ত এমন সফলতা খুব কম হয়েছে।

অন্য কফিল বা দালাল দিয়ে এক্সিট কাটতে গিয়ে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়েছে।

তাই বৈধভাবে এক্সিট কাটতে কফিলের সাথে যোগাযোগ করা উত্তম।

প্রশ্ন: কাফালা হলে কাটবে কি?

উত্তর: যেহুতু এক্সিট বাহিরের কেউ কাটতে পারে না সেক্ষেত্রে কাফালাও হবে না।

এক্সিট থাকলে কাফালার তলব আসে না।

(তথ্য: বিন মিশাল মক্কা থেকে)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন