পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
পাসপোর্ট নিয়ে গাফিলতি নয়!
পাস সমস্যার কারনে অনেকে এয়ারপোর্ট থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে।
অনেকেই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরও রি-ইস্যু করতে চায় না।
অথচ এই পাসপোর্ট প্রবাসে একমাত্র আইডেন্টিটি। সরকারি নিয়মে পাসপোর্টের মেয়াদ ১৮০ দিনে আসলেই রি-ইস্যু করতে হয়।
অনেকেই আছেন হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশে যেতে চান!
হাতে লিখে পাসপোর্টের ১/২ বছর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় শুধুমাত্র সৌদি আরবের কাজগুলো করার জন্য। যেমন: ইকামা রি-নিউ, কাফালা সহ ইত্যাদি।
দেশে যাওয়ার জন্য অবশ্যই MRP অথবা E- passport মেয়াদ থাকতে হবে বাধ্যতামূলক।
বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বিদেশে যেতে হলে অবশ্যই মূল পাসপোর্টের মেয়াদ অবশ্যই ১৮০ দিনের বেশি থাকতে হবে।
হাতে লেখা পাসপোর্ট করোনাকালীন সময় এলাউ করলেও বর্তমানে হাতে লেখা পাসপোর্ট বাংলাদেশ এয়ারপোর্টে ঝামেলা করে।
পাসপোর্ট কোথায় বানায় এমন প্রশ্ন শত শত।
পাসপোর্ট রি-নিউ, রি-ইস্যু সম্পুর্ণ সরকারি কাজ, আর সরকার অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র অথবা সরাসরি দূতাবাস থেকে বানানো যায়।
পাসপোর্ট বানালেই আপনার কাজ শেষ নয়, নতুন পাসপোর্ট আসার পর অবশ্যই মালুমাত করতে হয়।
পাসপোর্ট নিয়ে গাফিলতি নয়, সময়মত পাসপোর্ট বানিয়ে মালুমাত করে নেন।
(তথ্য: বিন মিশাল অফিশিয়াল)