ইকামা সাসপেন্ড তথা মোওগুফ খেদামাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
ইকামা সাসপেন্ড তথা মোওগুফ খেদামাত মানে কী? এটা হলে সমস্যা কী হয়?
ইকামা চেক করলে "Suspended" দেখায়, এটাকে আরবিতে বলে মোওগুফ খেদামাত, যার সহজ অর্থ দাঁড়ায় সার্ভিস বন্ধ বা বহিস্কৃত।
এই সমস্যায় বর্তমানে হাজার হাজার মানুষ, এটা এক রকম বলতে গেলে মুতলুব তথা মামলার মত।
এই সমস্যা যাদের তারা সরাসরি এক্সিট, কাফালা, ছুটি কিংবা অন্য যেকোন সুবিধা নিতে পারে না।
এমনকি দেশে যাওয়ার জন্য স্পেশাল এক্সিটও নিতে পারে না।
ইকামা সাসপেন্ড কেন হয়?
অনেকগুলো কারনে এই সমস্যা হয়, এর মধ্যে অন্যতম কারনসূমহ হলো-
- কফিল বা কোম্পানি কর্মী'কে মোহাসাসা থেকে বের করে দিলে।
- কফিল বা কোম্পানি কর্মী'কে এক্সিট বা হুরুব না দিয়ে মোহাসাসা বা প্রতিষ্ঠানের ফাইল বন্ধ করে দিলে।
- কর্মীর নামে পুরাতন কোনো মামলা থাকলে।
- কর্মীকে এক্সিট দিয়েছে কিন্তু কর্মী সময়মত দেশে না গেলে। (এটা অবশ্য সরার ক্ষেত্রে হয় না।)
- কর্মীকে ছুটি দেওয়ার পর কর্মী যদি দেশে না যায় অথবা ছুটি বাতিল না করে।
- কর্মী যদি সৌদির আইনে ওয়ান্টেড ঘোষিত হয়।
এছাড়া আরো ছোটখাটো অনেক কারনে এই সমস্যা হতে পারে।
ইকামা সাসপেন্ড তথা মোওগুফ খেদামাত হলে এর সমাধান?
এখন পর্যন্ত এই সমস্যার সঠিক সমাধান খুঁজে পাওয়া যায়নি।তবে কেউ যদি এপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি জাওয়াযাতে যায় এক্ষেত্রে মূল সমস্যা জানা যায়।
মূল সমস্যা জানতে পারলে সমাধানও খুঁজে বের করা যায়।
দেশে যাওয়ার ব্যবস্থা কী?
এই সমস্যা থাকলে কেউ সরাসরি এক্সিট নিয়ে দেশে যেতে পারে না।
এক্ষেত্রে অনেকেই পুলিশে ধরা দিয়ে কিংবা অন্য কোন ব্যবস্থা দেশে যাচ্ছে এমন তথ্য আমরা পেয়েছি।
ইনশাআল্লাহ আমরা ভালো ও সঠিক তথ্য সংগ্রহ করছি, অতি দ্রুত কোনো না কোনো সমাধান জানাতে পারবো।
(তথ্য: বিন মিশাল মক্কা থেকে)