সবার অবগতির জন্য-
পাসপোর্ট রিনিউ করা কোথায় থেকে সহজ? বিদেশ থেকে নাকি দেশে গিয়ে?
অনেকেই জানতে চান, দেশে গিয়ে পাসপোর্ট বানানো যাবে কি?
উত্তর: হ্যাঁ বানানো যাবে। তবে MRP পাসপোর্ট বানানো যাবে না, শুধু ই-পাসপোর্ট বানানো যায়।
দেশে গিয়ে পাসপোর্ট বানানোর জন্য বাধ্যতামূলক ভোটার আইডি কার্ড থাকতে হবে। আর আমাদের অনেক প্রবাসীর পাসপোর্টের তথ্যের সাথে ভোটার আইডি কার্ডের তথ্যের মিল নাই। তারা যদি দেশে গিয়ে পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে সমস্যায় পড়বেন। দেশে বর্তমানে ই-পাসপোর্ট দেওয়া হয়, MRP পাসপোর্ট শুধু সৌদিতে দেওয়া হয়।
কারো যদি আইডি কার্ড না থাকে তবে আমার পরামর্শ থাকবে সৌদি থেকেই ৫ বছরের পাসপোর্ট বানিয়ে নেওয়া।
এখানে পাসপোর্ট বানানো সহজ ও ঝামেলাহীন। কারন, এখানে পাসপোর্ট দেখিয়ে পাসপোর্ট বানানো যায়।
যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন দেশে গিয়ে পাসপোর্ট বানাবেন!
তবে মাথায় রাখতে হবে যাতে তথ্যের গরমিল না হয়।
কোনো কারনে তথ্যের গরমিল করলে সেটা আপনার ইকামায় পরিবর্তন হবে না।
প্রশ্ন মালুমাত হবে কি?
উত্তর: অবশ্যই হবে, শুধু নতুন পাসপোর্ট নাম্বার ও নতুন মেয়াদ মালুমাত হবে।
আপনি যে তথ্যগুলো পরিবর্তন করেছেন সেগুলো পরিবর্তন হবে না, পুরাতন পাসপোর্টে যে তথ্য আছে সেগুলোই থাকবে। পরিবর্তন শুধু পাসপোর্ট নাম্বার ও মেয়াদ হবে।
(তথ্য: বিন মিশাল মক্কা আল মোকাররমা থেকে)