আপনি ছুটিতে থাকা অবস্থায় আপনার কফিল কী করতে পারবে আর কী করতে পারবে না?

সৌদি আরব প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

জাওয়াযাত নিয়ম সৌদির বাহিরে থাকলে ভিসা পরিবর্তন হয় না।

সৌদি আরব প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

প্রিয় প্রবাসীরা অনেকেই প্রশ্ন করেন, দেশে থাকা অবস্থায় কি কফিল কিছু করতে পারবে?

যেমন ছুটি ক্যান্সেল করে এক্সিট করতে কিংবা এক্সিট ক্যান্সেল করে ছুটি করতে পারবে কি?

কিংবা, দেশে থাকা অবস্থায় কি কফিল হুরুব কাটতে পারবে?

প্রশ্ন: দেশে থাকা অবস্থায় ছুটি ক্যান্সেল করে এক্সিট করতে পারবে কি?

উত্তর:- না। কারন জাওয়াযাত খোদ জানাচ্ছে নতুন নিয়মে দেশে থাকা অবস্থায় কারো ভিসা পরিবর্তন সম্ভব না।

মনে করেন, আপনি দেশে আছেন ছুটিতে, এখন আপনার কফিল চাইলে ছুটি'কে ক্যান্সেল করে এক্সিট করতে পারবে না।

প্রশ্ন: এয়ারপোর্টে থাকা অবস্থায় পারবে কি?

উত্তর:- আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশন করার আগ পর্যন্ত কফিল চাইলে ভিসা পরিবর্তন করতে পারবে। যেমন, ছুটি থেকে এক্সিট অথবা এক্সিট থেকে ছুটি।

তবে যখন আপনি হাতের চাপ দিয়ে ইমিগ্রেশন শেষ করবেন এরপর আর কফিল কিছুই করতে পারবে না।

প্রশ্ন: দেশে এক্সিটে যাওয়ার পর কফিল চাইলে ছুটি করতে পারবে কি?

উত্তর:- না। কারন আপনি ফাইনাল এক্সিটে গিয়েছেন।এক্ষেত্রে কফিল না, কোনো সিস্টেমেই কিছু করা সম্ভব না।

প্রশ্ন: দেশে থাকা অবস্থায় কি হুরুব দিতে পারবে?

উত্তর:- না। কারন, কেউ ছুটিতে থাকা অবস্থায় শুধু তার সিস্টেমে ২ টা কাজ সহজে করা যায়। 

  • ছুটির মেয়াদ বাড়ানো।
  • ইকামার মেয়াদ বাড়ানো

প্রশ্ন: হুরুবে দেশে চলে আসছি, এখন কি কফিল চাইলে আমার হুরুব কাটতে পারবে?

উত্তর:- না।

তথ্য: বিন মিশাল অফিশিয়াল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন