সৌদি আরবে মামলা খেলে করনীয় কী?

মুতলুব মানে মামলা আর এই মামলা ফেঁসে জীবন শেষ বহু প্রবাসীর।

সৌদিতে মামলা খেলে করনীয় কী?

সৌদিতে বেশিরভাগ প্রবাসী বিনা কারনেই মামলা খায়। প্রথমে কিছু পরামর্শ দিয়ে নীচে সমাধান নিয়ে আলোচনা করবো।

সৌদিতে মামলা খেলে করনীয় কী?

খেয়াল রাখবেন কারো নামে মামলা হলে সর্বপ্রথম তার সৌদি থেকে বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত দেশে যাওয়া যায় না।

প্রবাস জীবন হোক নিরাপদ বিন মিশালের তথ্যে সেবায়।

প্রথমত বলবো বেশিরভাগ প্রবাসী মামলা খায় নিজ ভুলে।

মামলা থেকে রক্ষা পেতে যে কাজগুলো মোটেও করবেন না।

ভুলেও কোন সাদা কাগজে ভুলেও সই কিংবা টিপ সই দিবেন না। আরবি লেখা কাগজ হলে সেটা পড়ার চেষ্টা করবেন।

না বুঝলে google translated করবেন।

আপনার আবশিরের কোড বা OTP ভুলে না বুঝে কাউকে দিবেন না।

নাফাত (Nafath) নামের apps বর্তমান সময়ে মামলা করে কাউকে কাউকে ফাঁসিয়ে দেওয়ার আসল মাধ্যম।

আর্থিক লেনদেন সহ বিভিন্ন চুক্তি বর্তমানে নাফাতের মাধ্যেমে করে থাকে।

যেকেউ আপনার নাফাতের কোড নিয়ে আপনাকে ঝামেলায় ফেলতে পারবে।

ইকামা বানাতে, ছুটি, এক্সিট, কাফালা সহ কোন ক্ষেত্রেই কফিল কোড চাইলে দিবেন না।

কফিল ইকামা, ছুটি, এক্সিট, কাফালা সহ যাবতীয় কাজ তার আবশির থেকে করে থাকে। এক্ষেত্রে এইসব কাজে আপনার কোড তার প্রয়োজন হবে না।

বেতন দেওয়ার নামে অনেক সময় জালিয়াতি করে বিভিন্ন এগ্রিমেন্ট করে নেয়। বেতন নেওয়ার পর সই বা টিপ সই দিতে সতর্ক থাকবেন।

যেখান সেখান থেকে সিম কার্ড কিনতে যাবেন না, বাহির থেকে একটা সিম কিনলে ১০ টা উঠার সম্ভবনা থাকে।

নিজের আবশির সব সময় লক করে রাখবেন, ইকামার ছবি যেখানে সেখানে শেয়ার করবেন না।

এইবার আসুন সমাধান নিয়ে কথা বলি।

কেউ মামলা করলে প্রথমে মামলাকারী ও কেন মামলা করেছে সেটা জানার চেষ্টা করুন।

কোন থানায় মামলা রুজু হয়েছে এবং মামলা নাম্বার আবশির ওয়েব থেকে দেখা যায়।

আবশিরে তথ্য না পেলে, www.najiz.sa নাফাত দিয়ে লগইন করে মামলার বিবরন দেখতে পারবেন।

না বুঝলে ভালো কোন মোয়াজ্ঞেপের সাহায্য নেওয়া উচিত।

মামলা আছে এমন সন্দেহ থাকলে একটা মুতলুব প্রিন্ট তুলে চেক করতে পারেন।

যিনি মামলা করেছে শুরুতে তার সাথে সমঝোতা করা উত্তম।

সমঝোতায় মামলা শেষ করলে বেশি ভোগান্তি পোহাতে হয় না।

সমঝোতায় না আসলে এক্ষেত্রে  উত্তম একজন উকিলের সাহায্য নেওয়া।

উকিল যেকোন আদালতের আশেপাশে পেয়ে যাবেন, অথবা google করলে উকিলের ঠিকানা ফোন নাম্বার পেয়ে যাবেন।

মামলা কে করেছে না বুঝতে পারলে নিকটস্থ যেকোনো মাহকামা নিয়ামাতে চলে যাবেন।

সেখানে গিয়ে মামলা নাম্বার তাদের দেখালে তারা বিস্তারিত জানিয়ে দিবে।

মামলা নাম্বার না থাকলে ইকামা নাম্বার বা পাসপোর্ট নাম্বার হলেও তারা সাহায্য করবে।

যদি মাহাকামা থেকে সাহায্য না পান তবে সরাসরি উকিলের সাহায্য নেওয়া উচিত।

মামলার ধরন ও ধারা জেনে চাইলে আপনিও মামলা চ্যালেঞ্জ করতে পারবেন যদি মামলার রায় না হয়ে যায়।

যদি রায় হয়ে যায় এক্ষেত্রে আপনি আপিল করার চেষ্টা করবেন। এটাও যদি সম্ভব না হয় তবে মামলাকারীর সাথে সমঝোতা একমাত্র রাস্তা।

এছাড়া যদি সম্ভব হয় দূতাবাসে গিয়ে আইন বিষয়ক সহায়কের সাথে পরামর্শ করতে পারেন।

(তথ্য: বিন মিশাল মক্কা থেকে) 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন