আপনি জানেন IBN নাম্বার কী?
সৌদিতে IBN তথা ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কাফালার নিয়ম কী?
কাফালা ও ডিজিটাল চুক্তির ক্ষেত্রে IBN তথা ইন্টারন্যাশনাল ব্যাংক একাউন্ট নাম্বার বাধ্যতামূলক।
আজকে আলোচনা করবো IBN তথা ব্যাংক একাউন্ট না থাকলে কাফালার নিয়ম কী।
প্রবাস জীবন নিরাপদ হোক বিন মিশালের তথ্যে।
সৌদিতে বর্তমানে কাফালা ক্ষেত্রে কিউয়াতে ডিজিটাল চুক্তি ছাড়া কাফালা হয় না।
আর ডিজিটাল চুক্তির করার ক্ষেত্রে কর্মীর ব্যাংক ব্যাংক একাউন্টের IBN নাম্বার প্রয়োজন।
IBN নাম্বার ২১ ডিজিটের হয়ে থাকে। সৌদির IBN নাম্বার Sa দিয়ে তারপর ২১ ডিজিটের নাম্বার থাকে।
সৌদির প্রত্যেকটা ব্যাংক একাউন্টের IBN নাম্বার হয়ে থাকে।
যদি কারো একাউন্ট নাম্বার বা IBN নাম্বার না থাকে তারা যেভাবে কাফালার জন্য চুক্তি করবেন।
মনে করেন আপনার ইকামা হয়নি বা আপনার ইকামার মেয়াদ নাই এক্ষেত্রে আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না।
যেহুতু ব্যাংক একাউন্ট খোলা যাবে না সেক্ষেত্রে আপনার IBN নাম্বারও থাকবে না।
IBN না থাকলে যে কারো ব্যাংকের IBN নাম্বার দিয়ে এগ্রিমেন্ট করে কাফালার কাজ কমপ্লিট করা যায়।
অথবা Sa লিখে ২১ ডিজেটের একটা নাম্বার দিয়ে দিলেই এগ্রিমেন্ট হয়ে যায়।
তবে ঝামেলা কোথায়?
ঝামেলা কিছু কিছু কোম্পানি বা কফিল বাধ্যতামূলক নিজের নামের IBN চেয়ে থাকে।
এক্ষেত্রে কর্মীর উচিত তাদের বুঝিয়ে বলা, দেখুন আমার ইকামা নাই তাই আমার IBN কিভাবে বানাবো!
এক কথায় নিজের IBN না থাকলে যেকারো IBN নাম্বার দিয়ে কাফালা হওয়া যায়।
কাফালা হওয়ার পর ইকামা বানিয়ে নিজের একাউন্ট খুলে IBN আপডেট করে নিলেই হবে।
(তথ্য: বিন মিশাল অফিশিয়াল)