সৌদি আরবের Mobily সিমের SMS-এর ভাষা পরিবর্তন করবেন যেভাবে।

কীভাবে Mobily সিমের ভাষা ইংরেজিতে পরিবর্তন করবেন?

আপনি যদি সৌদি আরব প্রবাসী হোন এবং আপনি যদি একজন Mobily সিম ব্যবহারকারী হোন তাহলে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে, Mobily সবসময় আপনাকে আরবি ভাষায় বার্তা পাঠায় যা আপনি বুঝতে পারেন না।

Mobily সিমের ভাষা আরবি থেকে ইংরেজিতে পরিবর্তন করার ৪টি উপায় রয়েছে। প্রবাস বেলার আজকের এই আর্টিকেলে তা আমি শেয়ার করব।

মোবাইলি সিম অফার

কোড ডায়াল করার মাধ্যমে Mobily সিমের ভাষা ইংরেজিতে পরিবর্ত। 

আপনি আপনার মোবাইল থেকে একটি কোড ডায়াল করে আপনার Mobily সিমের ভাষা আরবি থেকে ইংরেজিতে পরিবর্তন করতে পারেন। এরজন্য নিচে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

০১. আপনার মোবাইল থেকে *1100# কোডটি ডায়াল করুন।

০২. আপনার সামনে কিছু অপশন চলে আসবে। আপনি ৫ নাম্বার অপশন "Service settings and commands" নির্বাচন করতে "5" লিখে Send করে দিন।

০৩. তাহলে আপনার সামনে আরও কিছু অপশন চলে আসবে। আপনি ৩ নাম্বার অপশন "Mobile Menu Help" নির্বাচন করতে "3" লিখে Send করে দিন।

০৪. তাহলে আপনার সামনে আরও কিছু অপশন চলে আসবে। আপনি ১ নাম্বার অপশন "Set Menu Language" নির্বাচন করতে "1" লিখে Send করে দিন।

০৫. তাহলে আপনার সামনে English ও Arabic সহ কিছু লেখা অপশন চলে আসবে। আপনি আপনার Mobily সিমের ভাষা ইংরেজিতে পরিবর্ত করতে ১ নাম্বার অপশন "English" নির্বাচন করতে "1" লিখে Send করে দিন।

আপনার কাজ শেষ, আপনি এরপর ভাষা পরিবর্তন নিশ্চিত করে একটি ম্যাসেজ পাবেন৷

হেল্পলাইনে কল করে Mobily সিমের ভাষা পরিবর্তন করুন।

এছাড়াও আপনি হেল্পলাইনে কল করে Mobily সিমের ভাষা ইংরেজিতে পরিবর্তন করতে পারেন। আর এরজন্য-

০১. 1100 নাম্বারে কল করুন।

০২.  ইংরেজির জন্য "2" এবং আরবির জন্য "1" নির্বাচন করুন।

০৩. ভাষা পরিবর্তন করতে "6" টিপুন।

০৪. ভাষা নির্বাচন নিশ্চিত করতে "1" নির্বাচন করুন।

আপনার কাজ শেষ, আপনি এরপর ভাষা পরিবর্তন নিশ্চিত করে একটি ম্যাসেজ পাবেন৷

SMS পাঠিয়ে Mobily সিমের ভাষা পরিবর্তন করুন।

আপনি SMS এর মাধ্যমে কোড পাঠিয়ে Mobily সিমের ভাষা আরবি থেকে ইংরেজিতে পরিবর্তন করতে পারেন।

ইংরেজি থেকে আরবি করতে:

আপনার ফোন থেকে "E" লিখে 1100 নম্বরে পাঠিয়ে দিন।

আপনার কাজ শেষ, আপনি এরপর ভাষা পরিবর্তন নিশ্চিত করে একটি ম্যাসেজ পাবেন৷

অ্যাপ্লিকেশন এর মাধ্যমে Mobily সিমের ভাষা পরিবর্তন করুন।

সৌদি আরবের Mobily সিমের ভাষা পরিবর্তনের চতুর্থ উপায় হলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

০১. প্লেস্টোর বা আইটিউনস থেকে Mobily অ্যাপ ডাউনলোড করুন।

০২. মোবাইল নম্বর দিয়ে আপনার অ্যাকাউন্টে লগিন করুন৷

০৩. Profile বাটনে ক্লিক করুন।

০৪. Settings অপশনে ক্লিক করার পর ভাষা হিসবে English নির্বাচন করুন৷

আপনার কাজ শেষ, আপনি সফলভাবে আপনার Mobily সিমের ভাষা পরিবর্তন করেছেন৷ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন