ইমোর বিরক্তিকর VoiceClub ফিচার রিমুভ করবেন যেভাবে।

আপনি কি ইমো ভয়েস ক্লাব রিমুভ করতে চান?

ইমো একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ। যা অডিও এবং ভিডিও কলের জন্যও ব্যবহৃত হয়।

এটি ছাড়াও আপনি স্টোরি আপলোড করতে পারেন এবং ইমো গ্রুপে যোগ দিতে পারেন যা আপনাকে একটি বৃহত্তর কমিউনিটির অংশ হতে সহায়তা করে।

ইমোর বিরক্তিকর VoiceClub ফিচার রিমুভ করবেন যেভাবে।

ইমো কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। তবে সমস্যা হচ্ছে, সব ফিচার সবার জন্য সমান উপভোগ্য নয়।

কিছু কিছু ফিচার সুবিধা প্রদান না করে বিরক্তির কারনও হয়ে পড়ে। যেমন, ইমো ভয়েস রুম বা ভয়েস ক্লাব (Voice Club) যারা ব্যবহার করে তাদের জন্য এই ফিচারটি বেশ উপভোগ্য।

তবে যারা এই ফিচারটি ব্যবহার করতে আগ্রহী নয় তাদের জন্য বেশ বিরক্তিকর। বিশেষ করে যখন ভয়েস ক্লাব থেকে অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসে।

তখন মনে হয়, ইমো অ্যাপ ব্যবহার করা ছেড়ে দেই। কিন্তু প্রিয়জনদের সাথে যোগাযোগের কথা চিন্তা করে ইমো ব্যবহার করা বন্ধ করা যায় না।

প্রযুক্তি প্রিয়‘র আজকের এই টিউটোরিয়ালে, আমরা আপনাকে imo ভয়েস ক্লাব মুছে ফেলার জন্য যে পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে সে সম্পর্কে বলবো।

বিরক্তিকর ইমো ভয়েস রুম বা ভয়েস ক্লাবগুলো থেকে কীভাবে চিরতরে মুক্তি পাওয়া যায় তা নিচে চিত্র সহ নির্দেশনা দেওয়া হলো।

ইমো ভয়েস ক্লাব রিমুভ করার উপায়।

০১. আপনার ফোনে থাকা Imo অ্যাপ্লিকেশনটি খুলুন। এরপর উপরের বাম পাশের আপনার ছোট প্রফাইল ছবিতে ক্লিক করুন।

০২. তাহলে বেশকিছু অপশন দেখতে পাবেন। আপনি Settings লেখা অপশনে প্রবেশ করুন।

০৩. এবার Functions লেখা অপশনটিতে প্রবেশ করুন।

০৪. এখানে VoiceClub ফিচারটি চালু অবস্থায় দেখতে পাবেন। আপনি সেটা বন্ধ করে দিন।

০৫. এবং সর্বশেষ Confirm করে দিন।

তাহলে আপনার ব্যবহৃত Imo থেকে ভয়েস ক্লাব ফিচারটি বন্ধ হয়ে যাবে।

তবে আপনি চাইলে যেকোনো সময় সেটা আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post