জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ইমো সম্প্রতি তাদের অ্যান্ড্রয়েড আপডেটে একটি নতুন ফিচার যুক্ত করেছে। যাকে বলা হয় iBubble ফিচার।
প্রযুক্তি-প্রেমী লোকদের আরও সুবিধাজনক এবং কার্যকর উপায়ে যোগাযোগের ক্ষমতা দিতে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।
এই ফিচারটি বন্ধুদের ম্যাসেজগুলো বাবল (Bubble) হিসাবে স্ক্রিনে ভাসতে সক্ষম করবে যাতে ব্যবহারকারীরা কোনও গুরুত্বপূর্ণ ম্যাসেজ মিস না করে এবং যাতে দ্রুত ম্যাসেজের উত্তর দিতে পারে।
এই ফিচারটি ব্যবহারকারীদের একই সময়ে মোবাইলে অন্যান্য কাজ করার সময় ম্যাসেজ আদান-প্রদান করতে সাহায্য করবে। যা স্ক্রিনে Bubble হিসাবে ভাসবে।
এবং ফলস্বরূপ, তাদের পরিচিতিদের সাথে আরও কার্যকরভাবে সংযোগ বজায় রাখতে পারবে।
বিষয়টা আরেকটু সহজ করে বলতে চাই, ধরুন আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখতেছেন ঠিক এমন সময় কেউ আপনাকে ইমোতে ম্যাসেজ পাঠালো।
তাহলে আপনাকে যা করতে হবে সেটা হলো Youtube অ্যাপ থেকে বের হয়ে Imo অ্যাপে প্রবেশ করতে হবে, তারপর আপনার সেই ম্যাসেজের উত্তর দিতে হবে।
কিন্তু ইমোর নতুন iBubble ফিচারটি চালু অবস্থায় রেখে আপনি Youtube, Facebook কিংবা অন্য যেকোনো অ্যাপ ব্যবহার করার সময় যখন কেউ আপনাকে ম্যাসেজ পাঠাবে তখন বাবল আকারে তা স্ক্রিনে ভেসে উঠবে।
আর আপনি সেখান থেকেই এই ম্যাসেজের উত্তর দিতে পারবেন বা তারসাথে চ্যাটিং করতে পারবেন।
এর জন্য Imo অ্যাপে প্রবেশ করার প্রয়োজন নেই, যেমনটা আমরা Messenger অ্যাপ থেকে ম্যাসেজ আসার পর করি।
তবে একটি ক্ষেত্রে Messenger অ্যাপের চেয়ে Imo অ্যাপ একটু বেশিই সুবিধা দিচ্ছে।
সেটা হচ্ছে, আপনি চাইলে বিশেষ কারও ইমো আইডি iBubble ফিচারে সেট করতে পারেন।
তাহলে কেবলমাত্র আপনার সেট করা ইমো আইডি থেকে ম্যাসেজ আসলেই ফোনের স্ক্রিনে Bubble আকারে শো করবে।
যার ফলে আপনি আপনার ফোন দিয়ে যাই করেন না কেন ম্যাসেজ আসলেই বন্ধুদের প্রফাইল ফটো এবং চ্যাট স্ক্রিনে ভেসে উঠবে, যা আপনার কাছে তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হবে।
ইমোতে iBubble ফিচার চালু করবেন যেভাবে।
০১. আপনার এন্ড্রয়েড ফোনে থাকা Imo অ্যাপটি খুলুন। এরপর সবার উপরে বাম পাশে আপনার প্রফাইল ছবিতে ক্লিক করুন।
০২. তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি সেসব অপশন থেকে iBubble লেখা অপশনে প্রবেশ করুন।
০৩. প্রাথমিক অবস্থায় iBubble অপশনটি বন্ধ অবস্থায় থাকবে। আপনি এটা চালু করে দিন।
কাজ শেষ, এখন আপনাকে কেউ ইমোতে ম্যাসেজ করলেই তা আপনার স্ক্রিনে বাবল আকারে ভেসে উঠবে।
iBubble ফিচারটি চালু করলে তার নিচে iBubble নোটিফিকেশন সেটিংস অপশন চলে আসবে। যেমনটি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন। চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইমো iBubble নোটিফিকেশন সেটিংস। | ইমোর নতুন ফিচার।
আপনি যদি চান শুধুমাত্র বিশেষ কিছু ইমো আইডি থেকে ম্যাসেজ আসলেই তা যেন বাবল আকারে স্ক্রিনে ভেসে উঠে তাহলে iBubble নোটিফিকেশন সেটিংস অপশন থেকে তা সেট করে নিতে পারেন।
iBubble অপশনের নিচে নোটিফিকেশন সেটিংস দেখতে পাবেন। এখানে আপনি Messege লেখা অপশনে ক্লিক করুন।
তাহলে My Contacts এবং Close Friends নামে দুটি অপশন দেখতে পাবেন।
My Contacts সিলেক্ট থাকা মানে আপনাকে যেকেউ ম্যাসেজ করলেই তা বাবল আকারে স্ক্রিনে ভেসে উঠবে।
আর Close Friends সিলেক্ট থাকা মানে আপনি Close Friends হিসেবে যেসব আইডি সেট করে রাখবেন কেবলমাত্র সেসব আইডি থেকে ম্যাসেজ আসলেই তা বাবল আকারে স্ক্রিনে ভেসে উঠবে।
Close Friends অপশনের নিচে যে কলমের আইকন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে আপনি সর্বোচ্চ ৫ টি পর্যন্ত ইমো আইডি সেট করতে পারবেন।
তাহলে শুধুমাত্র ঐসব আইডি থেকে ম্যাসেজ আসলে তা স্ক্রিনে বাবল আকারে ভেসে উঠবে।
আপনি কি চান আপনার প্রিয়জন অনলাইনে আসলেই তা আপনাকে জানানো হোক?
তাহলে iBubble নোটিফিকেশন সেটিংসের Online Notification অপশন থেকে আপনার প্রিয়জনের ইমো আইডি সেট করে নিন।
এখানে আপনি এক বা একাধিক ইমো আইডি নির্বাচন করতে পারবেন। তাহলে সে/তারা যখনই অনলাইনে আসবে তখন আপনাকে বাবল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।