মসজিদের দিকে গমনের দোয়া।
আব্দুল্লাহ ইবনু আববাস (রা:) বলেন, রাসূল (সা:) যখন মসজিদের দিকে যেতেন, তখন বলতেন,
اَللّٰهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا وَّفِيْ لِسَانِيْ نُوْرًا وَّاجْعَلْ فِيْ سَمْعِيْ نُوْرًا وَّاجْعَلْ فِيْ بَصَرِيْ نُوْرًا وَّاجْعَلْ مِنْ خَلْفِيْ نُوْرًا وَّمِنْ أَمَامِيْ نُوْرًا وَّاجْعَلْ مِنْ فَوْقِيْ نُوْرًا وَّمِنْ تَحْتِيْ نُوْرًا اَللّٰهُمَّ أَعْطِنِيْ نُوْرًا
উচ্চারণ: আল্ল-হুম্মাজ্‘আল্ ফী ক্বল্বী নূর-, ওয়া ফী লিসা-নী নূর-, ওয়াজ্‘আল্ ফী সাম‘ঈ নূর-, ওয়াজ্‘আল্ ফী বাস্বারী নূর-, ওয়াজ্‘আল্ মিন্ খলফী নূর-, ওয়া মিন্ আমা-মী নূর-, ওয়াজ্‘আল্ মিন্ ফাওক্বী নূর-, ওয়া মিন্ তাহ্:তী নূর-, আল্ল-হুম্মা আ‘ত্বিনী নূর-।
অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমার অন্তরে, জিহবায়, কর্ণে ও চোখে আলো দান করো। আমার পিছনে ও সামনে আলো দান করো। আলো দান করো আমার উপরে ও নীচে। হে আল্লাহ! তুমি আমাকে আলো দান করো’
(ছহীহ বুখারী, হা/৬৩১৬, ছহীহ মুসলিম, হা/১৮৩৫; মিশকাত, হা/১১৯৫ ‘রাতের ছালাত’ অনুচ্ছেদ)।
মসজিদে প্রবেশের দোয়া।
মসজিদে প্রবেশের একাধিক দু‘আ ছহীহ হাদীছসমূহে বর্ণিত হয়েছে।
(১) আবূ সাঈদ খুদরী (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে,
اَللّٰهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: (আল্ল-হুম্মাফতাহ্:লী আব্ওয়া-বা রহ্:মাতিক্)
অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও’।
আর যখন বের হবে, তখন যেন বলে:
اَللّٰهُمَّ إنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ: (আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা মিং ফাযবলিক্)
অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি’
(ছহীহ মুসলিম, হা/১৬৮৫; মিশকাত, হা/৭০৩, ‘মসজিদ ও ছালাতের অন্যান্য স্থানসমূহ’ অনুচ্ছেদ)।
(২) ফাতেমা (রা:) বলেন, রাসূল (সা:) যখন মসজিদে প্রবেশ করতেন, তখনও রাসূলুল্লাহ (সা:)-এর উপর দরূদ পাঠ করতেন। অতঃপর বলতেন,
رَبِّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وَافْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: (রবিবগফির্লী যুনূবী ওয়াফতাহ্:লী আব্ওয়া-বা রহ:মাতিক্)
অর্থ: ‘হে আল্লাহ! আমার পাপসমূহ ক্ষমা করে দাও এবং আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও’।
আর যখন বের হতেন তখনও রাসূলুল্লাহ (সা:)-এর উপর দরূদ পাঠ করতেন। অতঃপর বলতেন,
رَبِّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وَافْتَحْ لِيْ أَبْوَابَ فَضْلِكَ
উচ্চারণ: (রবিবগফিরর্লী যুনূবী ওয়াফতাহ্:লী আব্ওয়া-বা ফাযবলিক্)
অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমার পাপসমূহ ক্ষমা করে দাও এবং তোমার অনুগ্রহের দরজাসমূহ আমার জন্য খুলে দাও’
(ছহীহ ইবনু মাজাহ, হা/৭৭১ ‘মসজিদে প্রবেশের দু‘আসমূহ’ দু‘আ অনুচ্ছেদ; তিরমিযী, হা/৩১৪; মুসনাদে আহমাদ, হা/২৬৪৬)।
(৩) আমর ইবনুল আছ (রা:) বলেন, রাসূল (সা:) যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন,
أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
উচ্চারণ: আ‘ঊযু বিল্লা-হিল্ ‘আযীমি ওয়াবি ওয়াজহিহিল্ কারীমি ওয়া সুলত্ব-নিহিল্ ক্বদীমি মিনাশ্ শায়ত্ব-নির্ রজীম্।
অর্থ: ‘আমি মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি, যিনি সর্বদা রাজত্বের এবং মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী’
(আবূ দাঊদ, হা/৪৬৬, সনদ ছহীহ, মিশকাত, হা/৭৪৯)।
উপরোক্ত হাদীছসমূহ একত্রিত করলে মসজিদে প্রবেশের দু‘আ হবে নিম্নরূপ:
أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ اَللّٰهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: (আ‘ঊযু বিল্লা-হিল্ ‘আযীমি ওয়াবি ওয়াজহিহিল্ কারীমি, ওয়া সুলত্ব-নিহিল্ ক্বদীমি মিনাশ্ শায়ত্ব-নির্ রজীমি। বিসমিল্লা-হি ওয়াস্ব্ স্বলা-তু ওয়াসসালা-মু ‘আলা- রসূলিল্লা-হি, আল্ল-হুম্মাফতাহ্:লী আব্ওয়া-বা রহ্:মাতিক্)।
মসজিদ থেকে বের হওয়ার দোয়া।
بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ اَللّٰهُمَّ اعْصِمْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
(উচ্চারণ: বিসমিল্লা-হি ওয়াস্ব্ স্বলা-তু ওয়াসসালা-মু ‘আলা- রসূলিল্লা-হি, আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা মিং ফাযবলিকা আল্ল-হুম্মা‘সিম্নী মিনাশ্ শায়ত্ব-নির্ রজীম্)
(ছহীহ মুসলিম, হা/১৬৮৫; তিরমিযী, হা/৩১৪; ছহীহ ইবনু মাজাহ, হা/৭৭১-৭৩; ছহীহ আবূ দাঊদ, হা/৪৬৬; সনদ ছহীহ, আলবানী, মিশকাত, হা/৭০৩, ৭৩১ ও ৭৪৯)।