বিভিন্ন দেশের টাকার রেট জানুন Imo অ্যাপ থেকে।
জনপ্রিয় মোবাইল ম্যাসেজিং অ্যাপগুলোর মধ্যে Imo বেশ জনপ্রিয় একটি অ্যাপ। বিশেষ করে আমাদের বাংলাদেশে।
আমাদের মধ্যে এমন কোনো ইন্টারনেট ব্যবহারকারী খুজে পাওয়া দুষ্কর যিনি ইমো ব্যবহার করেন না।
পরিবার, আত্নীয়সজন, বন্ধুবান্ধব, সহকর্মী, পরিচিতদের সাথে যোগাযোগ করার প্রধান মাধ্যম এখন ইমো। ইমো তাদের এ জনপ্রিয়তা ধরে রাখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে।
আজকেও তেমনই একটি নতুন ফিচার নিয়ে আলোচনা করবো। যেটা আমাদের প্রবাসী ভাইদের অনেক কাজে দিবে আশা করি।
আমি নিজে একজন প্রবাসী। সৌদি আরবে দীর্ঘ ৬ বছর যাবত বসবাস করছি। তাই আমি প্রবাসীদের প্রয়োজন বুঝি।
সৌদি আরব প্রবাসীদের উদ্দেশ্যে এর পূর্বে ইকামা চেক করার নিয়ম এবং সৌদি আরবের আরবি ভাষা শিক্ষা শিরোনামে দুটি পোস্ট প্রকাশ করেছি।
পোস্ট দুটি থেকে বেশ ভালো সারা পেয়েছি। তাই আপনি যদি একজন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে পোস্ট দুটি পড়ে আসতে পারেন।
এবার এই পোস্টের আলোচনায় আসা যাক। আমাদের কষ্টে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক বা অ্যাপ ব্যবহার করে আমরা দেশে পাঠাই। তবে সব ব্যাংক এবং অ্যাপ টাকার রেট সমান দেয় না।
আর আমরা বেশিরভাগ প্রবাসী টাকা পাঠানোর আগে কোন ব্যাংক কত টাকা রেট দিচ্ছে তা চেক করি না বা করতে পারি না।
কেমন হয়, যদি আমরা আমাদের ফোনে থাকা Imo অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে বিভিন্ন দেশের আজকের টাকার রেট দেখে নিতে পারি? চলুন বিষয়টি সম্পর্কে চিত্রসহ জেনে নেওয়া যাক।
Imo থেকে ব্যাংকের টাকার রেট চেক করার নিয়ম।
০১. আপনার ফোনে থাকা Imo অ্যাপ্লিকেশনটি খুলুন। এবং সবার উপরে বাম পাশের আপনার প্রফাইল ছবিটিতে ক্লিক করুন।
০২. এবার দেখুন আপনার সামনে অনেকগুলো অপশন এসে হাজির হয়েছে। এগুলোর মধ্য থেকে imoPay লেখা অপশনটিতে প্রবেশ করুন।
০৩. imoPay লেখা অপশনে প্রবেশ করলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন।
এখানে You Pay অপশনটিতে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের কারেন্সি সেট হয়ে থাকবে।
যেমন: আরব আমিরাতে অবস্থান করলে দিরহাম, মালেশিয়াতে অবস্থান করলে রিংগিত সেট হয়ে থাকবে। আমি যেহেতু সৌদি আরবে অবস্থান করছি তাই এখানে সৌদি রিয়াল সেট করা আছে।
আজকের ব্যাংকের টাকার রেট কত অর্থাৎ সৌদি আরবের টাকার রেট জানতে এখানে আমি 1 লিখে দিব। (উপরের চিত্রটি লক্ষ্য করুন।)
তাহলে নিচের Expects to Receive লেখা অপশনে সৌদি ১ রিয়ালে কত বাংলাদেশের টাকা হয় তা দেখাবে।
You Pay অপশনে 1 না লিখে যে পরিমাণ লিখে দিবেন সে হিসেবে নিচের অপশনে আজকের টাকার রেট দেখাবে।
ধরুন আপনি বাংলাদেশে 2,500 সৌদি রিয়াল পাঠাবেন তাহলে উপরের অপশনে 2,500 লিখে দিবেন। তাহলে এই রিয়ালগুলো বাংলাদেশে পাঠালে কত টাকা আসবে নিচের অপশনে দেখতে পাবেন।
আমি যেহেতু You Pay অপশনে 1 লিখেছি তাই 1 সৌদি রিয়াল আজকের টাকার রেট কত বাংলাদেশ এর টাকার হিসেবটা Expects to Receive অপশনে দেখাচ্ছে। (উপরের চিত্র লক্ষ করুন।)
তবে কথা হচ্ছে, সব ব্যাংকেই তো আর টাকার রেট সমান হয় না। কোনো ব্যাংকে কয়েক পয়সা কম, আবার কোনো ব্যাংকে কয়েক পয়সা বেশি থাকে।
কোনো ব্যাংকে টাকা পাঠানোর চার্জ খুবই কম আবার কোনো ব্যাংকে চার্জ কিছুটা বেশি। এসব তথ্য জানতে Compare Now বাটনটিতে ক্লিক করুন।
তাহলে আপনি যেদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন সেই দেশের সকল ব্যাংকের তালিকা দেখতে পাবেন।
সেখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন কোন ব্যাংকের আজকের টাকার রেট কত এবং টাকা পাঠাতে কত চার্জ লাগবে।
আপনি যে ব্যাংকে সব চেয়ে বেশি টাকার রেট পাবেন এবং যে ব্যাংক থেকে দেশে টাকা পাঠানোর চার্জ সব চেয়ে কম দেখবেন আপনি সেই ব্যাংকই ব্যবহার করুন।
তাহলে আপনার চার্জও কম লাগবে আর দেশেও বেশি টাকা চলে আসবে। আশা করি, বুঝতে পেরেছেন।
প্রতিটি প্রবাসীকে টেক রবিন ব্লগের পক্ষ থেকে জানাই ভালোবাসা অবিরাম।