ইমো অ্যাপের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে।

ইমো একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষজন ম্যাসেজিং অ্যাপ হিসেবে ইমো বেশি ব্যবহার করে অভ্যস্ত।

বাকি অন্যান্য দেশেও ইমোর যথেষ্ট ব্যবহারকারী রয়েছে। আর ইমোর এ জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণও রয়েছে।

ইমো অ্যাপ ব্যবহার করে খুব সহজেই বন্ধু-বান্ধব, আত্নীয়সজন, পরিবার ও পরিচিতদের সাথে যোগাযোগ করা সম্ভব।



দূর্বল নেটওয়ার্ক ব্যবস্থায়ও ইমোতে অডিও-ভিডিও কলে কথা বলা যায় কোনো ঝামেলা ছাড়াই।

ইমোতে রয়েছে বিশেষ কিছু সুযোগ-সুবিধা। যা অন্যান্য ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের মধ্যে অনুপস্থিত।

এত কিছুর সত্যেও ইমো থেকে আসা সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন ব্যবহারকারীদের বেশ বিরক্তিতে ফেলে দেয়।

যেমন: মিসড কল, ম্যাসেজ ছাড়াও কখন কে স্টোরি আপলোড দিল, কখন কে অনলাইনে আসলো, ইমো গ্রুপ, ভয়েস ক্লাব, ভয়েস রুম, চ্যানেল, ইভেন্ট এবং বন্ধুদের বিভিন্ন অ্যাকটিভিস ইত্যাদি নোটিফিকেশন।

এত এত অপ্রয়োজনীয় নোটিফিকেশনের ভিড়ে প্রয়োজনীয় নোটিফিকেশনের দিকে নজর রাখা বেশ কষ্টসাধ্য ব্যপার হয়ে দাঁড়ায়।

প্রযুক্তি প্রিয়‘র আজকের এই টিউটোরিয়ালটি থেকে আপনি জানতে চলেছেন, কীভাবে ইমো থাকে বিরক্তিকর নোটিফিকেশন আসা বন্ধ করতে হয়।

আশা করি, ইমো ব্যবহারকারীদের টিউটোরিয়ালটি বেশ কাজে দিবে। নিচে চিত্র সহ বর্ণনা করা হলো।

ইমোর অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার উপায়।

০১. সবার প্রথমে আপনার ফোনে থাকা Imo অ্যাপ্লিকেশনটি খুলুন। এরপর উপরের বাম পাশে থাকা আপনার ছোট প্রফাইল ছবিতে ক্লিক করুন।

০২. এরপর Settings লেখা অপশনে প্রবেশ করুন।

০৩. Settings অপশনে আসার পর আরও বিভিন্ন অপশন দেখতে পাবেন। আপনি সবার উপরে থাকা Notifications লেখা অপশনে প্রবেশ করুন।

০৪. Notifications অপশনে ইমোর সকল নোটিফিকেশন সেটিংস দেখতে পাবেন। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এগুলো চালু অথবা বন্ধ রাখতে পারবেন।

নিচে সকল নোটিফিকেশন সেটিংস-এর কাজ বর্ণনা করা হলো:

☞ Public Group.

আমাদের কন্টাক্ট তালিকার কেউ কেউ বুঝে, না বুঝে, প্রয়োজনে, কখনো অপ্রয়োজনে বিভিন্ন ইমো গ্রুপে আমাদের অনুমতি ছাড়াই মাঝে মাঝে যুক্ত করে দেয়।

আর সেসব গ্রুপ থেকে প্রতিনিয়ত কল, ম্যাসেজ ইত্যাদির নোটিফিকেশন আসতে থাকে, যতক্ষণ না সে গ্রুপ থেকে Leave নেই। যা বেশ বিরক্তিকরও বটে।

এই নোটিফিকেশন অপশনটি বন্ধ করে দিলে ইমো গ্রুপ সম্পর্কিত আর কোনো নোটিফিকেশন আসবে না।

☞ Story.

আমাদের কন্টাক্ট তালিকার কেউ স্টোরি আপলোড করলেই আমাদের তা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

আপনি যদি চান, কেউ স্টোরি আপলোড করলে যেন আপনাকে তা নোটিফিকেশনের মাধ্যমে না জানানো হয় তাহলে আপনি Story নোটিফিকেশনের অপশনটি বন্ধ করে রাখতে পারেন।

☞ VoiceClub.

ইমো ভয়েস রুম বা ভয়েস ক্লাব যারা ব্যবহার করে তাদের জন্য এই ফিচারটি বেশ উপভোগ্য। তবে যারা এই ফিচারটি ব্যবহার করতে আগ্রহী নয় তাদের জন্য বেশ বিরক্তিকর।

বিশেষ করে যখন ভয়েস ক্লাব থেকে অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন আসে।

আপনি চাইলে ইমোর VoiceClub নোটিফিকেশন অপশনটি এখান থেকে বন্ধ করে রাখতে পারেন।

তবে আপনি যদি চান, আপনার ইমো থেকে VoiceClub নামের ফিচারটি চিরতরে রিমুভ করতে, তাহলে আপনি এই টিউটোরিয়ালটি পড়ে আসতে পারেন।

☞ Channel.

ইমোর চ্যানেল প্রকাশকদের পাবলিক সার্ভিস প্রদান করতে, গ্রাহক অর্জন করতে, একটি অনলাইন ব্যবসা পরিচালনা করতে এবং সারা দেশে এমনকি বিশ্বের মানুষের সাথে তথ্য শেয়ার করতে সক্ষম করে।

যেকেউ সহজেই ইমোতে চ্যানেল শুরু করতে পারে।

উক্ত প্ল্যাটফর্মে, প্রকাশকরা মাল্টি-মিডিয়া কন্টেন্ট পোস্ট করতে পারে এবং তাদের পরিষেবাগুলি চ্যানেলের গ্রাহকদের কাছে প্রচার করতে পারে।

প্রকাশকরা ম্যাসেজ বা ফাইলের মাধ্যমে কন্টেন্ট পোস্ট করতে পারেন।

আপনি যদি কোনো চ্যানেলে যুক্ত থাকেন, আর আপনি যদি না চান সেই চ্যানেলের কোনো নোটিফিকেশন আপনার ফোনে আসুক তাহলে আপনি Channel নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন।

☞ Events.

আপনি চাইলে ইমোর ইভেন্ট নোটিফিকেশন অপশনও বন্ধ করে রাখতে পারেন।

☞ Friends Activity.

নোটিফিকেশনের মাধ্যমে আপনার ইমো কন্টাক্ট আইডি বা ইমো বন্ধুদের একটিভি আপডেট জানতে না চাইলে এই অপশনটি বন্ধ করে দিন।

আশা করি, এরপর ইমো থেকে আর কোনো অপ্রয়োজনীয় নোটিফিকেশন আপনি আর পাবেন না।

Post a Comment

Previous Post Next Post