মহিলাদের কখন অধিক যৌন চাহিদা জাগে?
নিম্নোক্ত সময়ে মহিলাদের মাঝে অন্য সময়ের তুলনায় কামভাবের চাহিদা বেশি জাগে। যথা-
১। স্বামী থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার সময়।
২। ঋতুস্রাব থেকে মুক্ত হওয়ার পর।
৩। সন্তান জন্মের চল্লিশ দিন পর।
৪। গর্ভবর্তী হওয়ার দুই মাস পর।
৫। উলঙ্গ ফটো বা ফিল্ম দেখার সময়।
৬। নাচ-গান শোনার সময়।
৭। শীতকালে যখন একাকী শুয়ে থাকে।
৮। বৃষ্টি হওয়ার সময়।
৯। বাগান, উদ্যান ও পার্কে সময় কাটানোর সময়। ১০। পর পুরুষের প্রশংসা শুনলে।
১১। কারো নিকট সহবাসজনিত কথা শুনতে থাকলে ১২। পুরুষে স্পর্শ করলে কিংবা জড়িয়ে ধরলে।
১৩। গহনা, অলঙ্কার কিংবা ভালো পোষাক পরিধান করলে।
১৪। আতর, খুশবু, সেন্ট ইত্যাদি ব্যবহার অবস্থায়।
১৫। গোসলখানায় একাকী গোসল করার সময় নিজের শরীরের গঠনের দিকে গভীর দৃষ্টিতে তাকালে।
উৎস-
বই: একান্ত নির্জনে: গোপন আলাপ।
লেখক: মুফতী আল্লামা হাকীম আশরাফ আমরহী।
Tags:
স্বাস্থ্য