মহিলাদের বীর্যপাতের লক্ষণ। মেয়েদের বীর্যপাত হলে বুঝবেন যেভাবে।

মহিলাদের বীর্যস্খলনে লক্ষণ।

স্বামী-স্ত্রী উভয়ে যখন একত্রিত হয় তখনই ভ্রূণ তৈরী হয়। মহিলাদের বীর্যস্খলন বুঝার যতগুলো উপায় রয়েছে, অন্যধ্যে একটি হলো, মহিলা নিজেই বলবে যে, আমার বীর্যপাত হয়ে গেছে।

কিন্তু তাদের মনের এ গোপন কথাটি লজ্জাশীল মহিলারা নিজের মুখে প্রকাশ করতে পারে না। প্রবাদ আছে মহিলাদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না।

মহিলাদের বীর্যপাতের লক্ষণ। মেয়েদের বীর্যপাত হলে বুঝবেন যেভাবে।

সুতরাং তার হাবভাব ও আচার আচরণ দেখে বুঝে নিতে হবে যে, তার বীর্যপাত হয়েছে কিনা। তদ্রুপভাবে পূর্বে উদ্দীপনা ও অগ্রহে জড়িয়ে ধরা আলিঙ্গন হালকা ও শিথিল হয়ে যাওয়া এবং পূর্বের উদ্দীপনা আর অবশিষ্ট না থাকা, এ সকল লক্ষণে বুঝা যায় যে, স্ত্রীর বীর্যপাত হয়ে গেছে।

অভিজ্ঞদের মতে মহিলাদের বীর্যপাতের তিনটি লক্ষণ:

১। মহিলাদের বীর্যপাত হওয়ার মুহূর্তে তারা পুরুষকে খামচে বা, জাপটে ধরবে। কেউ কেউ এমনভাবে চেপে ধরবে যে, সঙ্গম করাই মুশকিল হবে।

২। কোনো কোনো মহিলার বীর্যপাতের সময় অবস্থা এমন হয় যে, তাকে দেখতে মনে হবে সে এখন শান্ত ভদ্র মহিলার ন্যায় ঘুমিয়ে যাবে। অর্থাৎ বীর্যপাতের সময় তার চোখ বন্ধ হয়ে যাবে ।

৩। আবার কারো কারো অবস্থা এমন হয় যে, সে শ্বাস প্রশ্বাস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ বীর্যপাতের সময় ঘণ ঘণ শ্বাস নিতে থাকবে।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন