চরম পুলকের সময় যৌনাঙ্গের অবস্থান।

চরম পুলকের সময় যৌনাঙ্গের অবস্থান।

স্বামী-স্ত্রী যৌন মিলন রত অবস্থায় উত্তেজনা চরমে পৌছে যায়। সেই অবস্থায় পুরুষের অণ্ডকোষ হতে শুক্রবাহী নদের ভিতর দিয়ে এক প্রকার রস পুরুষের মুত্রনালীতে বের হয়ে আসে এবং তার সাথে প্রটেটগ্রন্থি হতেও এক প্রকার রস বের হয়ে মিশে শুক্রে পরিণত হয়ে অতি চঞ্চলিত রূপ ধারণ করে পুরুষের মুত্রনালী দিয়ে দ্রুতবেগে স্ত্রী জরায়ুতে পতিত হয়।

চরম পুলকের সময় যৌনাঙ্গের অবস্থান।

এই সময় স্ত্রী অত্যাধিক পুলক লাভ করে এবং তার ভিতরের গ্রন্থিগুলো হতে প্রচুর রস বের হয়ে থাকে এবং ভগাঙ্কুর নাচতে থাকে।

এটা ছাড়া জরায়ু মুখ ও যোনিনালী মৃদু কম্পিত অবস্থায় প্রসারিত হয়ে থাকে। পুরুষের বীর্যপাতের পূর্ব মুহূর্তে লিঙ্গটা অত্যাধিক শক্ত হয়ে থাকে, তখন স্ত্রীর যৌনাঙ্গ বীর্য ধারণের জন্য অত্যন্ত আনন্দে উদ্ভাসিত হয়ে থাকে এবং এই মুহূর্তেই বীর্যপাত হয়ে থাকে।

চরম আনন্দ ও তৃপ্তির অনুভূতিতে স্ত্রীর চোখদ্বয় বুজে যায় এবং দুই হাতে স্বামীকে জড়িয়ে বুকের দিকে চেপে রাখে। এর পরেই উভয়ে ক্লান্ত হয়ে যায় এবং কিছু সময় বিশ্রাম নেয়।

এখানে লক্ষ্যনীয় যে, ক্ষেত্র বিশেষে দেখা যায়, স্ত্রীর চরম পুলক প্রাপ্তির আগে স্বামীর বীর্যপাত হয়ে যায়। এই অবস্থায় স্ত্রীর চরম আনন্দ ও তৃপ্তি পাওয়ার জন্য প্রয়োজনবোধে স্বামী পুনঃসঙ্গমে লিপ্ত হবে।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন