সহবাসে আনন্দ হয় কেন? জেনে নিন অবাক করা তথ্য।

স্বামী-স্ত্রীর সহবাসে আনন্দ হয় কেন?

স্বামী-স্ত্রীর যৌনমিলনের সময় যৌনাঙ্গের সংস্পর্শে সুখানুভুতিজনিত কারণে মানসিক পরিবর্তন দেখা যায়।

আল্লাহ্ তাআলার সৃষ্টি রহস্য এমনি যে, স্ত্রীলোকের যৌনাঙ্গ এক রকম স্পর্শ সুখানুভূতি তন্ত্র দ্বারা তৈরী করা হয়েছে, তাতে পুরুষের যৌনাঙ্গ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আশাতীত আনন্দের দোলায় দোলায়িত হয়ে উঠে।

সহবাসে আনন্দ হয় কেন?

মৃদু উষ্ণ পিচ্ছিল কোমল যোনিনালীর স্পর্শে পুরুষের উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তখন পুরুষের লিঙ্গ বার বার উঠা নামা করতে উৎসাহিত হয়।

স্ত্রীলোকেরও এই ধরণের হয়ে থাকে। তাদের যোনিপথে পুংলিঙ্গ প্রবেশ করা মাত্র কামাদ্রি প্রবেশ, ভগাঙ্কুর ও যোনিনালীতে এক ধরণের স্বর্গীয় সুখ লাভ করে থাকে।

তখন তাদের অন্তরে এই বাসনা জাগরিত হয়ে থাকে যে, যোনিনালীতে দ্রুত লিঙ্গটা বার বার উঠা-নামা করলে অতি উত্তম হয়।

স্বামী-স্ত্রী পরস্পর যৌন মিলনের দ্বারা এই যে সুখানুভূতি লাভ করে থাকে, এর মূল রহস্য কোথায় নিহিত? আল্লাহ্ তাআলা সৃষ্টি কৌশলের রহস্য অনুসন্ধান করলে বুঝা যাবে যে, দেহের যৌন অঙ্গ-প্রত্যঙ্গগুলোর উত্তেজনার পারস্পারিক ক্রিয়ার জন্যই দম্পত্তির যৌনাঙ্গসমূহ ঐ ধরণের সুখানুভব করে থাকে।

নারী-পুরুষের কামোত্তজনার উদ্রেক হলেই উহা দেহের সর্বত্র বিদ্যুতের মতো ছড়িয়ে যায়। তখন এই উত্তেজনার ধাক্কা চেতনার সাহায্যে মস্তিষ্কে সঞ্চারিত হয়ে সেখান হতে উহা ছড়িয়ে পড়ে উত্তেজক কেন্দ্রসমূহে।

এই উত্তেজনা কেন্দ্র হতে অনুভূতি শক্তি যৌনাঙ্গ সমূহের ভিতরে সঞ্চারিত হয়ে থাকে। এই প্রকারে নর-নারীর যৌনাঙ্গ অতি মাত্রায় সক্রিয় হয়ে থাকে। আর এই সক্রিয়তার কারণেই নর-নারী অচিন্তনীয় সুখ আর আনন্দ পেয়ে থাকে।

স্ত্রীর যৌনাঙ্গের ভিতরে পুংলিঙ্গের দ্রুত উত্থান পতনের কারণে স্ত্রী-অঙ্গের ভিতরে যে শিহরণ জেগে থাকে, তার কারণে স্ত্রীলোকের যৌনাঙ্গে এ ধরণের অপূর্ব সুখের ছোয়া লেগে থাকে।

এই সুখানুভবের জন্য তারা সটান পড়ে থাকে স্বামীর শুক্রাপাত না হওয়া পর্যন্ত। এই স্বর্গীয় সুখ সর্বাঙ্গ দ্বারা ভোগ করার জন্য কোনো কোনো স্ত্রীলোক পুরুষাঙ্গের উত্থান-পতনের সাথে সাথে তার যৌন প্রদেশও উচা নীচা করতে থাকে।

এতে তারা চরম আনন্দ পেয়ে থাকে। এই স্বর্গীয় সুখের অনুভূতিকে তার বিভিন্ন আকার ইঙ্গিতে স্বামীকে বুঝিয়ে থাকে।

শেষ পর্যন্ত চরম আনন্দ ও অত্যাধিক তৃত্তির মুহূর্তে যখন স্বামীর বীর্যপাত হয়ে থাকে তখনই শুধু দম্পত্তি আনন্দ ও তৃপ্তির পরিপূর্ণতা ভোগ করে থাকে।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

Post a Comment

Previous Post Next Post