মিলনের পূর্বে স্বামী ও স্ত্রীর কর্তব্য সমূহ।

সহবাসের পূর্বে স্বামী ও স্ত্রীর কর্তব্য সমূহ।

১। স্বামীর উচিত স্ত্রীকে প্রিয়তমা জ্ঞানে বা সত্যিকারের ধর্মপত্নী জ্ঞানে নিজের তৃপ্তির সঙ্গে সঙ্গে তারও দৈহিক ও মানসিক তৃপ্তির প্রতি খেয়াল রাখা নিজের কামনা বাসনা পরিতৃপ্ত করাই সহবাসের একমাত্র লক্ষ হওয়া উচিত নয়।

২। কোনো প্রকার বল প্রয়োগ করা ঠিক নয়।

মিলনের পূর্বে স্বামী ও স্ত্রীর কর্তব্য সমূহ।

৩। চুম্বন, আলিঙ্গন, নিপীড়ন ইত্যাদি নানাভাবে স্ত্রীর মনে পূর্ণ কামভাব জাগিয়ে তারপর তার সাথে সহবাসে রত হওয়া প্রত্যেক স্বামীর কর্তব্য।

৪। স্ত্রী ধীরে ধীরে আত্মসমর্পণ না করা পর্যন্ত তার সঙ্গে কখনো সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়।

৫। স্ত্রী কখনো নিজের যৌন উত্তেজনাকে মুখে প্রকাশ করে না। তবে সেটা অনেকটা লক্ষণ দেখে বুঝে নিতে হয়।

৬। স্ত্রীর কর্তব্য সর্বদা স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার ভাব ফুটিয়ে তোলা।

৭। স্বামীকে ঘৃণা করা, তাকে নানা কু-কথা ইত্যাদি বলা কখনই উচিত নয়। সহবাসের অনিচ্ছা থাকলে তা তাকে বুঝিয়ে বলা উচিত।

ঘৃণা বা বিরক্তিসূচক তিরস্কার করা কখনও উচিত নয়। এতে স্বামীর মনে দুঃখ ও বিরক্তি জাগতে পারে।

৮। স্ত্রীর কর্তব্য- স্বামীর চুম্বন, দংশন ও আলিঙ্গনের প্রতিউত্তর দেওয়া।

৯। স্ত্রীর পূর্ণ কামভাব জাগলে স্বামীকে কৌশলে তা বুঝিয়ে দেওয়া।

১০। মহিলাদের উত্তেজনা ধীরে ধীরে আসে, আবার তা ধীরে ধীরে তৃপ্ত হয়। পক্ষান্তরে পুরুষের উত্তেজনা আসে আকস্মাৎ আবার তা শেষ হয়েও যায় আকস্মাৎ।

তাই মহিলাদের পূর্ণ কামভাব না জাগিয়ে সহবাসে লিপ্ত হলে তারা পূর্ণ তৃপ্তি পায় না। এরজন্য অনেক মহিলাই পরপুরুষের সাথে কু-সম্পর্ক করে থাকে। যা দাম্পত্য জীবনের জন্য খুবই মারাত্মক বিষয়।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports