প্রশ্ন: একজন অমুসলিমকে ইসলামের পথে আহ্বান জানানোর উপায় কী?
উত্তরে ডা. জাকির নায়েক: পবিত্র কোরআনে ধর্মপ্রচারের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বলা আছে। সূরা নাহলের ১২৫নং আয়াতে বলা হয়েছে, “মানুষকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান কর হিকমত এবং সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়।"
আল্লাহ তায়ালা বলেছেন যে, আমরা সব মানুষকে আল্লাহর পথে আহ্বান করব, হিকমাত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করতে হবে সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। হিকমাত যা পরিস্থিতির উপর নির্ভরশীল। কোন নির্দিষ্ট পদ্ধতিকে শ্রেষ্ঠ হিসেবে কোথাও বলা হয়নি।
অমুসলিমদের নিকট কীভাবে ইসলামের দাওয়াত দিতে হবে? |
কোরআন ও সুন্নাহ অনুসরণ করে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু সেটাও পরিস্থিতির ওপর নির্ভর করে বদলায়। যেমন, ডাক্তার রোগীর চিকিৎসা দেন তাদের অসুস্থতা ও অসুস্থতার মাত্রার উপর ভিত্তি করে।
দাওয়াতের ক্ষেত্রেও তেমনি অমুসলিম বন্ধুকে আগে বুঝতে হবে। অতঃপর তার মনমানসিকতা বুঝে তাকে দাওয়াত দিতে হবে। এটাই হলো হিকমাত। হিকমাত বলতে নরম গলায় বলাও হতে পারে, আবার জোরে জোরে বলাও হতে পারে। আবার কারও নিকট হিকমা হল বিজ্ঞান ও ইতিহাস নিয়ে বলা।
দাওয়াত দেয়া হলো আবশ্যক। কিন্তু সর্বশ্রেষ্ঠ পদ্ধতিতেই দেয়া আবশ্যক নয়। দাওয়াত দেয়ার ক্ষেত্রে দক্ষ হতে হলে প্রথমে আপনার জানা উত্তম পদ্ধতিতেই অগ্রসর হবেন। সহীহ বুখারীর একটি হাদীসে আছে, “আমার নিকট হতে একটি আয়াত জানলেও তা প্রচার কর।"
অর্থাৎ আপনার যতটুকু জানা আছে, আপনি যদি নিশ্চিত হন যে, তা সঠিক; তবে তা প্রচার করুন। প্রথমেই আপনাকে শেখ আহমদ দিদাত হতে হবে, তারপর দাওয়াত শুরু করবেন এমন কোনো কথা নেই।
আমার মতে দাওয়াত দেয়ার একটি মূলমন্ত্র আছে। যা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ৬৪নং আয়াতে উল্লেখ করা হয়েছে,
قل بأهل الكتب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم الا تعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأنا مسلمون .
অর্থ: “বলো হে আহলে কিতাব! এসো সেই কথায়, যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আমাদের মধ্যে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো, “তোমরা সাক্ষ্য থাকো যে, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী।"
এটা হলো অমুসলিমদের দাওয়াত দেয়ার একটি পদ্ধতি। যা আল্লাহ তায়ালা আমাদের শিখিয়েছেন। সুতরাং আপনি যদি জানেন যে, আপনার বন্ধুর সাথে আপনার সাদৃশ্যগুলো কী কী? তবে আপনি আরও ভালোভাবে দাওয়াত দিতে পারেন। শুরুতে আপনি আপনার অমুসলিম বন্ধুটিকে ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারেন, তাকে পুস্তিকা বা ভিডিও সিডি দিতে পারেন।