দাওয়াত দিতে গেলে বলে, "জুম্মায় জুম্মায় আট দিনও হয়নি এখনই এ অবস্থা!" এদের জবাবে কী বলব?

প্রশ্ন: নবী বলেছেন, “আমার কাছ হতে একটি আয়াত হলেও প্রচার কর।” অথচ অনেকে দাওয়াত দিতে গেলে বলে জুম্মায় জুম্মায় আট দিনও হয়নি এখনই এ অবস্থা। এদের জবাবে কী বলব?

উত্তরে ডা. জাকির নায়েক: আপনি যে কথাটা বললেন তা কেবল একজন মুসলিম-ই আপনাকে বলবে। আপনি তাকে জবাব দিবেন যে, “জুম্মায় জুমায় আট দিন হতে হলে তা অনেক দেরি হয়ে যাবে অথচ আমাদের নবী বলছেন, একটি আয়াত জানলেও তা প্রচার করো। সুতরাং দাওয়াতী কাজ এখনই শুরু করতে হবে। আপনি যদি নবীজী-কে মানেন তবে একটি আয়াত জানা মাত্রই তা প্রচার শুরু করে দিন।"

অমুসলিমদের নিকট কীভাবে ইসলামের দাওয়াত দিতে হবে?

অমুসলিমরা আপনাকে এ ধরনের কথা বলবে না। এজন্য তাদের ক্ষেত্রে দাওয়াতের পদ্ধতিও ভিন্ন হবে। দাওয়াত দেয়ার একটা কৌশল হলো কোনো বাধা না দেয়া, প্রতিপক্ষের বক্তব্য দিয়েই তাকে ধরাশায়ী করা। দাওয়াত দেয়ার ক্ষেত্রে ভয় বা লজ্জা পাওয়া যাবে না; বরং প্রতিপক্ষের যেকোন প্রশ্নের উত্তর বুদ্ধিমত্তা সহকারে দিতে হবে।

পবিত্র কোরআনের সূরা আনকাবুতের ৬৯ নং আয়াতে বলা হয়েছে, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا .

অর্থ: “যারা আমার জন্য চেষ্টা সাধনা করে তাদেরকে আমি পথ দেখাব।" সুতরাং যতটুকুই আমরা জানি তা নিয়েই দাওয়াত শুরু করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। অর্থাৎ মৌলিক বিষয় হলো, আল্লাহর পথে প্রচেষ্টা চালানো।

Post a Comment

Previous Post Next Post