অণ্ডকোষ কী? অণ্ডকোষ এর কাজ কী?

অণ্ডকোষ কী? অণ্ডকোষ এর কাজ কী?

অন্ডকোষের আকার-

অন্ডকোষের অবস্থান পুরুষাঙ্গের নিচে। যা দৈর্ঘ্যে দেড় ইঞ্চি, প্রস্থে সোয়া ইঞ্চি, ওজনে আধা ছটাক ডিম্বাকৃতির দু'টি কোষ। যার মধ্যে বীর্য প্রস্তুত হয়।

অণ্ডকোষ কী? অণ্ডকোষ এর কাজ কী?

এ অণ্ডকোষটি একেবারে সূক্ষ সূক্ষ্ণ শিরা বা ধমনি দ্বারা আবৃত। যা কোষাকৃতি নল বিশিষ্ট। দৈর্ঘ্যে শরীরের ভিতর দিকে তিন বিঘত।

এ রগগুলোকে যদি পৃথক পৃথকভাবে পরস্পর গিঁট দেয়া হয়, তাহলে তার দৈর্ঘ্য দুই মাইল পর্যন্ত বিস্তৃত হবে।

শরীরের যেসব অঙ্গ-প্রতঙ্গ বীর্য প্রস্তুত করে, তা হতে বীর্য তৈরী হয়ে ঐ শিরাগুলি দ্বারা অণ্ডকোষে এসে জমা হয়।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

Post a Comment

Previous Post Next Post