মুসলমানি কেন করা হয়? | খতনা কেন করা হয়?
মানুষের জন্য খতনা করা জরুরী ও উপকারী।পুরুষাঙ্গে সুপারীর উপরে টুপির মতো চামড়া কর্তন করাকে মুসলমানী বা খতনা বলে।
এ খতনা করা সব ধর্মের মানুষের জন্য খুবই উপকারী ও প্রয়োজনীয়। এ খতনার কারণে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়।
যৌনাঙ্গ সংক্রান্ত কঠিন রোগ ইহুদী-খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের মাঝে কম পাওয়ার এটিও একটি কারণ। এজন্য বর্তমানে তারাও খতনা করাকে আবশ্যক মনে করে।
খতনা করার দ্বারা যতগুলো উপকারিতা রয়েছে, তন্মধ্যে একটি হলো, দুর্গন্ধযুক্ত আর্দ্রতা যা চামড়ার নিচে জমা হতো, সেটি আর জমা না হওয়াতে দুর্গন্ধ ও ক্ষত সৃষ্টির সম্ভবনা থাকে না।
আর পুরুষাঙ্গ খুবই সূক্ষ সূক্ষ্ণ শিরা ও ধমনি দিয়ে আবৃত, যার দ্বারা যৌনাঙ্গে অনুভূতি শক্তি অনেক প্রখর হয়ে থাকে।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।
বিভাগ:
যৌন জীবন