ওযু ভঙ্গের কারণ সমূহ। | ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
পেশাব পায়খানার রাস্তা দিয়ে দেহ থেকে কোনো কিছু নিৰ্গত হলে ওযু ভঙ্গ হয়। বিভিন্ন ছহীহ্ হাদীছের আলোকে প্রমাণিত হয় যে, এটিই হলো ওযু ভঙ্গের প্রধান কারণ।
পেটের গণ্ডগোল, ঘুম, যৌন উত্তেজনা ইত্যাদি কারণের প্রেক্ষিতে যদি কেউ সন্দেহে পতিত হয় যে, ওযু টুটে গেছে, তাহলে পুনরায় ওযু করবে।
আর যদি কোনো শব্দ, গন্ধ বা চিহ্ন না পান এবং নিজের ওযূর ব্যাপারে নিশ্চিত থাকেন, তাহলে পুনরায় ওযূর প্রয়োজন নেই।
'ইস্তেহাযা' ব্যতীত কম হোক বা বেশী হোক অন্য কোনো রক্ত প্রবাহের কারণে ওযু ভঙ্গ হওয়ার কোনো ছহীহ দলীল নেই।
দলিল:
আলবানী, হাশিয়া, মিশকাত হা/৩৩৩ দারাকুত্নী বর্ণিত 'প্রত্যেক প্রবাহিত রক্তের জন্য ওযু' এই হাদীছের টীকা দ্রষ্টব্য; “কিসের দ্বারা ওযূ ওয়াজিব হয়' অনুচ্ছেদ।
উৎস:
বই: সালাতুর রাসূল (সাঃ)।
লেখক: ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
বিভাগ:
ইসলাম ধর্ম