মহিলাদের ছালাত ও ইমামত। | ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

মহিলাদের ছালাত ও ইমামত। | ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

মহিলাদের ছালাত ও ইমামত। | ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

পুরুষ ও মহিলাদের ছালাতের মধ্যে পদ্ধতিগত কোনো পার্থক্য নেই (ফিকহুস সুন্নাহ ১/১০৯)। তবে মসজিদে পুরুষের জামা'আতের সাথে পাঁচ ওয়াক্ত ছালাত ও জুম'আ আদায় করা তাদের জন্য ফরয নয় (ফিকহুস সুন্নাহ ১/১৭১)

অবশ্য মসজিদে যেতে তাদেরকে বাধা দেওয়াও যাবে না। মহিলাগণ বাড়ীতে গৃহকোণে নিভৃতে একাকী বা জামা'আতের সাথে ছালাত আদায় করবেন।

মহিলাগণ (নিম্নস্বরে) আযান ও ইকামত দিবেন এবং মহিলা জামা'আতের প্রথম কাতারের মধ্যস্থলে সমান্তরালভাবে দাঁড়িয়ে ইমামতি করবেন।

ফরয ও তারাবীর জামা'আতে তাদের ইমামতি করার স্পষ্ট দলীল পাওয়া যায় (আবুদাউদ, দারাকুত্নী প্রভৃতি ইরওয়া হা/৪১৩)

মা আয়েশা (রা:), উম্মে সালামাহ (রা:) প্রমুখ মহিলাদের ইমামতি করতেন (বায়হাকী ১/৪০৮, ফিকহুস সুন্নাহ ১/৯১, ১৭৭)

বদর যুদ্ধের সময় উম্মে ওয়ারাকাহ (রা:)-কে তার পরিবারের ইমামতি করার জন্য রাসূলুল্লাহ (ছা:) নির্দেশ দিয়েছিলেন এবং তার জন্য একজন মুওয়াযিন নির্ধারণ করে দিয়েছিলেন (আবুদাউদ, ছহীহ ইবনু বুযায়মা, নায়ল ৪৬৩)

উৎস:

বই: সালাতুর রাসূল (সা:)।

লেখক: ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন