ছালাতের নিষিদ্ধ স্থান। | ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
০১. আবু সাঈদ খুদরী (রা:) হ'তে বর্ণিত রাসূলুল্লাহ (ছা:) এরশাদ করেন যে, সমগ্র পৃথিবীই সিজদার স্থান, কেবল কবরস্থান ও গোসলখানা ব্যতীত।
০২. সাতটি ছালাত নিষিদ্ধ হওয়ার হাদীছটি যঈফ।
দলিল সমূহ:
০১. আবুদাউদ, তিরমিযী, দারেমী, মিশকাত হা/৭৩৭ মসজিদ ও ছালাতের স্থান' অনুচ্ছেদ।
০২. তিরমিযী, ইবনু মাজাহ মিশকাত হা/৭৩৮ হাশিয়া; যঈফ তিরমিযী হা/১৪৬, যঈফ ইবনু মাজাহ হা/৭৪৬, ইরওয়া হা/২৮৭।
উৎস:
বই: সালাতুর রাসূল (সা:)।
লেখক: ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
বিভাগ:
ইসলাম ধর্ম